"abb school-level01-এর প্রথম ক্লাসে আমি যে বিষয়গুল শিখেছি" || 10% beneficiary for @shy-fox
আশা করি প্রিয় **আমার বাংলা ব্লগ** বাসি সকলে ভালো আছেন । অল্প কিছুদিন হয় আমি Steemit এ একাউন্ট খুলে **আমার বাংলা ব্লগে** যুক্ত হয় । এর আগে আমি আমার পরিচিতি পর্ব নিয়ে একটি পোস্ট করেছি । গত শুক্রবার আমি প্রথম ডিস্কর্ড-এ জয়েন হয়ে @abb-school এর প্রথম ক্লাস করি। "abb school-level01-এর প্রথম ক্লাস করে আমার মনে হয়েছে নিজেকে মোটিভেট করার চমৎকার একটি মাধ্যম খুজে পেলাম । নিজের বেক্তিগত জীবনে আমি যে কাজটি করব সেই কাজটি শুরুর পূর্বে জ্ঞান অর্জন করে কাজটি করলে অজ্ঞানতবসত ভুল গুলি এড়িয়ে যেতে পারব ।
" প্রথম ক্লাসে আমি যে বিষয়গুল শিখেছি"
স্পামিং
একই জিনিস বারবার ছড়িয়ে দেওয়া । কোন বার্তা এমন বেক্তির কাছে পাঠান যিনি এই বার্তাটি পেতে চাই না । যেমন, ইমেল স্পামিং ।একয় পোস্ট কোন পরিবর্তন ছাড়া পোস্ট করা । একয় কমেন্ট বার বার করা । কোন পোস্ট পড়ে গঠন মুলক কমেন্ট না করে ওয়াও , নাইস , ফটাফাটি বারবার কমেন্ট করলে ।
ট্যাগ কেন ব্যবহার করতে হয়?
ট্যাগ হচ্ছে অনেক পোস্ট এর মধ্যে আমার পোস্টটি কে আলাদা করার মাধ্যম । দাদা ট্যাগ কে লেভেল এর সাথে তুলনা করেছে । মূলত আমার পোস্ট টি কি বিষয়ে সেই বিষয়ের উপর ভিত্তি করে আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে । যেমনঃ #abb school-level01 এই ট্যাগ যদি আমি ক্লিক করি তাহলে যেই পোস্টগুলতে #abb school-level01 ব্যবহার করা হয়েছে , সেই পোস্ট গুল আলাদা হয়ে চলে আসবে ।
ফটো কঁপিরাইট
অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়া । অনের লেখা আর্টিকেল , ভিডিও, ছবি , গ্রাফিক্স ইত্যাদি চুরি করা । কপিরাইট কনটেন্ট এর বেপারে ''আমারা বাংলা ব্লগ'' খুবি কঠোর ।
কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়
১.reshot
২.freestocks
৩.gratisography
প্লাগারিজম
অন্যের পোস্ট পুরপুরি নকল করা । অন্য কার গবেষণা , কবিতা , গান, মতামত, কাজ ইত্যাদি নিজের নামে প্রচার করা ।
re-write আর্টিকেল
re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
ধর্মীয় উস্কানি মুলক কোন পোস্ট, রাজনৈতিক পোস্ট, বিফ রেসিপি , পশু পাখি হত্যার ভিডিও , চাইল্ড পর্ণোগ্রাফি ।
একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
২৫০ এর কম শব্দ হলে সেটি ম্যাক্রো পোস্ট বলে বিবেচিত হবে ।
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ চারটি পোস্ট করতে পারবে ।
দাদার একটি পোস্ট থেকে আমি অনেক গুল কোড শিখেছি । কিছু কোড এই পোস্টটিতে ব্যবহার করার চেষ্টা করেছি । দাদাকে অসখ্য ধন্যবাদ । সর্বশেষ সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি ।
আলহামদুলিল্লাহ আমার মনে হল আপনি ভালো শিখেছেন। আর দাদার পিন করা পোস্ট গুলো পড়লে সত্যিই উপকৃত হওয়া যায় সেটা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে যে আপনি দাদার পিন করা পোস্টগুলি পড়েছেন।
আপনাকে অভিনন্দন জানায় এব-স্কুল এর প্রথম ক্লাসে উরতিন্ন হবার জন্য।সেখান থেকে আপনি স্টিমিট সম্পর্কে অনেক ভাল ধারনা পাবেন।যা আপনার কাজে সাহায্য করবে। আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্ট এর জন্য । আমি দেখছি এবং শিখছি । দোয়া করবেন যেন সফল হতে পারি ।
স্বাগত আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আশা করি সকল নিয়ম মেনে কাজ করবেন আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি এবিবি স্কুলের প্রথম ক্লাস করে অনেকটাই উন্নতির দিকে অগ্রসর হচ্ছেন
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর অভিমত প্রকাশ এর জন্য । আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আশা করব সব সময় পাশে থাকবেন ।
ভাইয়া আপনার পোষ্টটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। বুঝতে পারলাম আপনি এবিবি ক্লাস থেকে এবং গুগলের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন। এবং আপনার লেখাটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কমেন্টটি আমাকে খুবই মোটিভেট করছে এবং যাত্রাপথটি সহজ মনে হচ্ছে । ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব । শুভকামনার জন্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশাবাদী abb-school লেভেল ওয়ানের ক্লাস থেকে অনেক কিছুই শিখতে ও জানতে পেরেছেন। তবুও বলি" আমার বাংলা ব্লগ " কমিউনিটির যেসকল দিকনির্দেশনা আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইল ভাই। 😍😍
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি খুব সততার সাথে কাজ করে যাবেন এই প্রত্যাশাই করি। অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন যেন সততার সাথে আমার বাংলা ব্লগে কাজ করতে পারি এবং আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে পারি ।
প্রথম ট্যাগ #abb-level01, স্কুল লেখার প্রয়োজন নেই। আর দ্বিতীয় কথা, আপনি পরিচিতিমূলক পোস্টের ট্যাগ গুলো দিন। #abb-intro
আর বিনা প্রয়োজনে কোনো দাদা, Admin বা Mod দের মেনশন দেবেন না। ধন্যবাদ
সুন্দর একটি কমেন্ট করে নতুন কিছু শিখিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে । আপনি বলার পরে আমার পোস্টগুলো এডিট করে দিয়েছি । আপনাদের সাথে হাটতে চাই আশা করব এই ভাবে মূল্যবান মন্তব্য দিয়ে সহযোগিতা করবেন ।
পরিচিতিমূলক পোস্টটি আপনি খুব ভালো গুছিয়ে লিখেছেন ।লেভেল ওয়ানে স্কুল থেকে আপনি যা শিখেছেন তার খুব সুন্দর একটি বর্ণনা আপনি দিয়েছেন দেখে ভালো লাগলো ।আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা।
ভালোবাসা বেঁচে থাকুক সব সময় আপনার জন্য । এত সুন্দর একটি কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য ।
আপনি গতকাল ক্লাসে উপস্থিত ছিলেন। কিন্তু কোনো কথা বলেননি। পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবেন এবং নিজের ভয়েস ভেরিফিকেশন করবেন।
ইনশাল্লাহ ভাইয়া আগামী ক্লাসে ভয়েস ভেরিফিকেশন করব । অনেক কিছু নতুন মনে হচ্ছে তো ভাইয়া শেখার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা এইভাবে কমেন্ট করে পাশে থাকলে নতুন কিছু জানতে ও শিখতে পারবো । ধন্যবাদ ।