সম্মান দিলে সম্মান পাওয়া যায়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সম্মান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


handshake-442908_1280.jpg



লিংক

আসলে এই পৃথিবীতে আমরা মানুষকে যদি ভালোবাসি তাহলে মানুষ আমাদের ভালবাসবে। ঠিক তেমনি আমরা যদি মানুষকে সম্মান করতে পারি তাহলে মানুষও আমাদেরকে সম্মান করতে পারবে। শুধুমাত্র আমরা নিজেদের ব্যাপারটাকে স্বার্থপরের মত ভাবনা চিন্তা করে যদি সম্মান পাওয়ার জন্য চেষ্টা করি তাহলে কেউ আমাদেরকে কখনো সম্মান করবে না। আর মানুষ জ্ঞানী ব্যক্তিদেরকে সবসময় সম্মান করে এবং তাদেরকে মন থেকে ভালোবাসে। এছাড়াও এই সমাজে যারা ভালো মানুষ রয়েছে তাদের কিন্তু সব সময় মানুষ সম্মানের সহিত তাদের সাথে কথা বলে এবং তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করে। আসলে এই সমাজে সম্মান অর্জন করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কেননা আপনি এই সম্মান অর্জন করতে হলে আপনাকে এর জন্য সর্বপ্রথম অনেক বেশি পরিশ্রম করতে হবে।


কেননা মানুষ যদি পরিশ্রম না করে শুধুমাত্র ঘরে বসে বসে সম্মানের আশায় দিন কাটাতে থাকে তাহলে কেউ কিন্তু তাদেরকে আর সম্মান করবে না। আসলে সম্মান করার জন্য একটা মানুষকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয় এবং সমাজের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করতে হয়। এই সমাজে আমরা একটা জিনিস সব সময় দেখতে পাই যে যারা সব সময় স্বার্থপরের মত চলাচল করে এবং মানুষদেরকে কখনো মানুষ বলে গণ্য করে না তারা কিন্তু জীবনে কখনো একজন ভালো মানুষ হিসেবে নিজেদেরকে অন্যের কাছে পরিচিত করতে পারেনা। আসলে ভালো মানুষ কখনো নিজেদের ভালো কাজকর্ম অন্যকে দেখিয়ে করার চেষ্টা করে না। একটা মানুষ যখন শুধুমাত্র জীবনে কোন অন্যায় না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এগিয়ে যাওয়ার পথে অন্যদেরকে সাহায্য করে তাহলে মানুষ আপনা আপনি তাদের ভালোবাসবে।


কেননা এই ভালোবাসা এবং সম্মানের বিষয়টা মানুষের অন্তরের ভিতর থেকে বেরিয়ে আসে। মানুষ যদি মানুষের সাহায্যে না আসে তাহলে সেই মানুষ সমাজ থেকে কখনো কোনো প্রকার সম্মান পায় না। বরং সমাজের লোকজন তাদেরকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করে। আর এজন্য আমাদের একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে এই সমাজে যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের সম্মানকে কখনো মাটিতে মিশিয়ে যেতে দেয় না। কেননা একজন ব্যক্তি যখন সমাজে বিভিন্ন মানুষের কাছ থেকে সম্মান পায় তখন সে সম্মানটাকে ধরে রাখার জন্য কিন্তু তাকে যথেষ্ট সতর্ক থাকতে হয়। আসলে মানুষের সম্মান অর্জন করতে বহু বছরের পরিশ্রম লাগে। কিন্তু মানুষের এই সম্মান হারাতে কিন্তু এক সেকেন্ডের বেশি সময় কখনো লাগে না। কেননা সম্মান পাওয়ার থেকে সে সম্মানকে রক্ষা করা অনেক বেশি কঠিন।


আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে মানুষের সাথে মেলামেশা করা এবং নিজেদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা যদি জীবনে উন্নতি করতে পারি এবং আমাদের এই উন্নতির দ্বারা দেশ ও দশের সেবা করতে পারি তাহলে লোকজন আপনা আপনি আমাদেরকে ভালবাসবে এবং সম্মান করবে। আসলে কোন লোভে পড়ে যদি আমরা আমাদের নিজেদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে খারাপ পথের দিকে এগিয়ে দেয় তাহলে কিন্তু লোকজন আমাদের ঘৃণা করবে। আর আমরা কখনো সমাজের কোন লোকের কাছ থেকে কখনো কোনো সম্মান পাবো না। তাইতো আমাদের সব সময় এইসব কথা মাথায় রেখে সৎ পথে চলা উচিত এবং জীবনে ভালো মানুষ হিসেবে নিজেদেরকে সমাজের মাঝে পরিচিত করা উচিত। আর এভাবে আমরা সমাজের প্রতিটা মানুষের কাছ থেকে সম্মান পেতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

You're right, it might take time to gin someone respect but to maintain the respect is another factor. Like you said, we all love someone who love and respect us not someone who feels like he's above everyone. That's why they said RESPECT IS RECIPROCALS. If I respect others they will definitely respect me too and we'll use happily in the society. Thank you for sharing.

 7 days ago 

এটা সত্যি বলেছেন সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আরেক ঘরে বসে থাকলে কখনোই সম্মান পাওয়া যায় না এজন্য সমাজের উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত হতে হয় এবং সঠিক জ্ঞান অর্জন করতে হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।