পরনিন্দা এবং পরচর্চা
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরনিন্দা এবং পরচর্চা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
যারা খারাপ প্রকৃতির লোক তারা কিন্তু সবসময় অন্যের উন্নতি দেখলে তাদের খারাপ লাগে। আসলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের লোক আছে যারা সব সময় পরনিন্দা এবং পরচর্চা করতে ব্যস্ত থাকে। আর এই পরনিন্দা এবং পরচর্চা করা লোকগুলো সবসময় খারাপ প্রকৃতির হয়ে থাকে। এই পৃথিবীতে আমাদের সব সময় নিজেদেরকে বিভিন্ন কর্মের মাঝে লিপ্ত রাখতে হয়। কেননা আমরা যদি কর্ম না করে ঘরের ভিতরে বসে থাকি তাহলে আমাদের জীবনকে আমরা কখনো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আসলে যারা পরিশ্রমী লোক তারা কখনো পরনিন্দা ও পরচর্চা করার মত সময় কখনো পায় না। আসলে তারা নিজেদের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে এবং কি করে নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে চিন্তা করে।
আর যারা অলস প্রকৃতির লোক তারা কিন্তু কখনো জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে চায়না এবং তারা তাদের সময়গুলো পরনিন্দা এবং পরচর্চা করতে করতে কাটিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি যদি সামনের দিকে না এগিয়ে যান তাহলে কেউ আপনাকে কখনো সামনের দিকে এগোনোর জন্য সাহায্য করবে না। কেননা এই পৃথিবীর প্রায় সব লোকেই কিন্তু স্বার্থপর। সবাই সবার নিজের স্বার্থটা বোঝে। আসলে সবাই যদি সবার নিজের স্বার্থটা না বুঝতো তাহলে কেউ কারো স্বার্থ সিদ্ধি করার জন্য এগিয়ে আসতো না। তাইতো আমাদের নিজেদেরকে এইসব খারাপ চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং সব সময় কঠোর পরিশ্রম করতে হবে। কেননা কঠোর পরিশ্রম ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না।
আর এইসব মানুষেরা সমাজের লোকেদের নিন্দা করতে ব্যস্ত থাকে এবং কি করে এইসব মানুষদের ক্ষতি করা যায় সেজন্য সবসময় চেষ্টা করে। আসলে অন্যের ক্ষতি করে যে জীবনে কখনো বড় হওয়া যায় না তারা এই বিষয়টি কখনো জানতে পারে না। আর এসব ব্যক্তিদের কাছে যদি পশুর ধন-সম্পত্তি থাকে তাহলে তো আর কথাই নেই। আসলে এসব ধনী পরিবারের অলস ব্যক্তিরা কিন্তু সারা জীবন কোন নিন্দা এবং পরচর্চা আরাম-আয়েশে ঘরের মধ্যে বসে করতে পারে। আসলে যারা গরিব অথবা মধ্যবিত্ত প্রকৃতির লোক তারা কিন্তু কখনো এসব পরনিন্দা এবং পরচর্চা করার মতো সময় পায়না। কেননা এদিকে যদি তারা এভাবে সময় নষ্ট করে তাহলে তাদের জীবনে তাদের আরো অনেক বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হবে এবং এমন এমন দিন আছে তাদের নাও খেয়ে থাকতে হবে।
আর এজন্য আমাদের সব সময় এটাই ভাবতে হবে যে আমরা যদি জীবনে এগিয়ে না যাই তাহলে সবাই আমাদেরকে ঘৃণা করবে এবং কেউ আমাদেরকে তেমন কোন পাত্তা দেবে না। কেন নাই জীবনে যারা জয়ী লাভ করতে পারে তাদেরকে মানুষ ভালোবাসে এবং তাদেরকে সম্মান করে সবাই। তাইতো নিজেদেরকে সম্মানের খাতায় ওঠাতে গেলে এসব পরনিন্দা এবং পরচর্চা থেকে দূরে থেকে সর্বপ্রথম কর্মে মনোনিবেশ করতে হবে। আর একবার যদি আমরা কর্মে মনোনিবেশ করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারব। আর একজন কর্মঠ লোক সবসময় অন্যান্য লোকের উপকার চায়। এছাড়াও ঐসব লোকেদেরকে কিন্তু সবসময় ভালোবাসে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
ঠিক তাই কমবেশি সবাই সার্থপর। অন্যরা যেমন আমার কাছে সার্থপর ঠিক তেমনি আমরাও কারো না কারো কাছে সার্থপর। বেশ লিখেছেন। সত্যি পর নিন্দা পর চর্চা করে কেউ কখনো বড়ো হতে পারে না।অন্যের ক্ষতি করতে গেলে সেই ক্ষতির সমূখীন নিজেকে হতে হয়।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
আসলে আমাদের চারপাশের বেশিরভাগ মানুষই অন্যের উন্নতি দেখতে পারে না। তাছাড়া সুযোগ পেলেই পরনিন্দার মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু এটা মোটেই উচিত নয়। কারণ কারো অনুপস্থিতিতে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা উচিত না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।