সময়ের অপব্যবহার

clock-3222267_1920.jpg

Source

1 Done

সময়, একটি অমূল্য সম্পদ যা পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও আমরা এক সেকেন্ড সময় কিনতে পারবো না। এই সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে হয়তো জীবন অন্ধকারে ছেয়ে যাবে। জীবনের কোন একটি পর্যায়ে গিয়ে মনে হয় সেই কাজটা যদি আরো দশ বছর আগে করতাম তাহলে হয়তো আমার ভবিষ্যৎ আরো অনেক ভালো হতো কিন্তু এই বোঝার বয়সটার জন্য আমাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হয়।

আমরা যখন নিজের পায়ে দাঁড়াতে শিখি এবং নিজের জীবনের বিভিন্ন অধ্যায় পা দেই তখন হয়তো আমরা সময়ের সঠিক মূল্যটা বুঝতে পারি। কিন্তু আমি এমন অনেক মানুষ দেখেছি যে সব মানুষেরা সময়কে মূল্যায়ন করে না বরঞ্চ সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো করে নিজের জীবনকে অতিবাহিত করতে চাই। কিন্তু দিনশেষে তারাই সময়ের কাছে হেরে যায় এবং সময় যখন আমাদেরকে পরিবর্তন করে তখন সেটা অনেক কষ্টদায়ক হয়। তাই সময়ের মূল্য বুঝে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে এবং নিজেদেরকে আপডেট করতে হবে।

সময়কে অর্থের সাথে তুলনা করাই হচ্ছে বোকামি। কারণ সময় কি কোন ভাবেই আমরা আটকে ধরে রাখতে পারব না। একটি কথায় রয়েছে সময় এবং নদীর স্রোত কখনোই থেমে থাকে না। জীবনে চলার পথে আমরা সব সময় নিজেদের সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। যে এই কাজের জন্য যেই সময় আমরা বরাদ্দ রেখেছি সেই সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো। তাহলে হয়তো জীবনে ভালো কিছু হতে পারে সময়ের অপব্যবহারের পরিমাণ এতটা বেড়ে গেছে যার কারণে আজ থেকে আরো ভবিষ্যতে আমরা সেই বিষয়গুলোর জন্য অনেকটাই ব্যাথিত হবো।

তাই সময় ও অমূল্য সম্পদ এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে। প্রতিনিয়ত কাজের রুটিন করে সেসব কাজগুলো করতে হবে এবং দিনশেষে এই সময়ের মূল্যটা বুঝতে হবে। কারণ এক সেকেন্ডের মূল্য তারাই বোঝে যারা এক সেকেন্ডের জন্য ট্রেন মিস করেছে। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 6 days ago 

সময়ের সঠিক ব্যবহার করা উচিত। সময় দ্রুতগতিতেই পার হয়ে যায়। আমরা হয়তো অলসতায় সময় পার করি। কিন্তু সময় আমাদের জন্য কখনোই অপেক্ষা করেনা।