দেশ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে (শেষ পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কয়েকদিন আগে আমাদের শহরের মাছ বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে অভিযান চালানো হয়। সেই অভিজানে মাছের দাম অতিরিক্ত বাড়ানোর কারণে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এরপরে অসাধু ব্যবসায়ী চক্র মিলে যে কাজ করে তাতে সবাই হতবাক হয়ে গিয়েছে। তারা পরাপর দুটো দিন আমাদের শহরের মাছ বাজার পুরোপুরি বন্ধ রেখেছে। কোথায় তারা অন্যায় স্বীকার করে ভালোমতো ব্যবসা করবে। তা না করে জনজীবনে সমস্যা তৈরি করছে। এরকম ঘটনা যে শুধু আমাদের শহরেই ঘটেছে তা নয়। বরং দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে।

1000001869.png

ভোক্তা অধিকার অধিদপ্তরকে কোনো রকম সহযোগিতা না করে তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। অথচ এই মানুষগুলোর ভেতরে যদি ন্যূনতম দেশ প্রেম থাকতো অথবা দেশের মানুষের প্রতি ভালবাসা থাকতো। তাহলে তারা কখনোই এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত থাকতো না। দেশের এই ক্রান্তি লগ্নে তারা কোথায় সরকারকে সহযোগিতা করবে। তা না করে নিজেদের মুনাফা করার হার আরো বাড়িয়ে দিয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের লোকজন যেখানে অভিযান চালাতে যাচ্ছে সেখানেই তারা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে।

আবার এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভালোভাবে কাজ করছে না। যার ফলে দেশের মানুষের ভোগান্তি এখন চরমে উঠেছে। আর এই সুযোগটা গ্রহণ করছে সুযোগসন্ধানী কিছু অসাধু মানুষ। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো আমার আপনার পরিবারের সদস্য। নিজেদের পরিবারের সদস্য যখন কোনো অন্যায় কাজে জড়িত হয়ে পড়ে তখন আমরা তাদেরকে সেই কাজ থেকে বিরত করার চেষ্টা না করে বরং তাদেরকে উৎসাহ যোগায়। অথচ এই আমরাই অন্যের কোন দোষ দেখলে সমালোচনা করতে পিছপা হইনা। এই কারণেই কোনো দেশ এগিয়ে যেতে হলে সেই দেশের মানুষের মানসিকতার পরিবর্তন দরকার। সেই দেশের মানুষের দরকার নিজের আত্মসমালোচনা করার। যেটা আমরা কখনোই করি না। (সমাপ্ত)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ