মজাদার ফলের ফটোগ্রাফি পোস্ট (প্রথম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে কিছু ফলের ছবি শেয়ার করবো। যে ছবিগুলো শেয়ার করবো সেগুলো চরে ঘুরতে গিয়ে তুলেছিলাম। যে ছবিগুলো শেয়ার করবো সেগুলো গাছে থাকা ফলের ছবি। ফল যেগুলো বাজারে থাকে সেগুলো ছবি একরকম দেখা যায়। কিন্তু গাছে ঝুলন্ত অবস্থায় ফলগুলো দেখতে দারুন লাগে। আমরা যারা শহরে থাকি তারা সাধারণত এই ধরনের ফল খুব বেশি দেখতে পায় না। কারণ শহর অঞ্চলে ফলের গাছের পরিমাণ খুবই কম। তবে গ্রামের দিকে গেলে ফল ধরা প্রচুর গাছ দেখতে পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেই আজকের ছবিগুলো।

IMG_20240517_072033.jpg

উপরের ছবিতে যে আমটা দেখতে পাচ্ছেন এগুলো কে বলা হয় ব্যানানা ম্যাংগো। এটা বাংলাদেশী কোনো জাতের আম না। বর্তমানে বাংলাদেশী জাত ছাড়াও বিভিন্ন বিদেশি জাতের আমের চাষ গাছ লাগানো হচ্ছে। বাংলাদেশের মাটি উর্বর হওয়ার কারণে এই সমস্ত গাছে ভালো ফলন আসছে। আর বিদেশী জাতের এই আমগুলো থেকে ভালো দাম পাওয়া যায়। এই কারণে অনেক আম বাগানি এই ধরনের আমের দিকে ঝুঁকছে।

IMG_20240517_072648.jpg

এখন ছবিতে যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটাকে বলা হয় মিয়াজাকি আম। এটি জাপানি একটি জাত। তবে এই ধরনের আমও এখন বাংলাদেশে উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। যদিও খুবই সীমিত পরিসরে এটার উৎপাদন হচ্ছে। তবে আশা করা যায় খুব শীঘ্রই এই আমের জাতটাও বাংলাদেশের বাজারে দেখতে পাওয়া যাবে।

IMG_20240524_070914.jpg

এখন ছবিটাতে আপনারা একটি কলাগাছে ঝুলন্ত অবস্থায় কলা দেখতে পাচ্ছেন। চরে গিয়ে এই ধরনের প্রচুর কলাগাছ দেখতে পেয়েছি। এই সমস্ত গাছে বিভিন্ন জাতের কলা ধরে রয়েছে। চরে গিয়ে মনে হোলো সেখানকার মানুষকে কলা বাজার থেকে কিনে খেতে হয় না।

IMG_20240524_071242.jpg

এখন ছবিতে আপনারা লেবু গাছে লেবু দেখতে পাচ্ছেন। গ্রামের বেশিরভাগ বাড়িতেই দেখা যায় দু-একটা লেবু গাছ থাকে। তাদেরকে লেবু কখনো কিনে খেতে হয় না। তারা তাদের নিজেদের গাছের লেবু সবসময় খেতে পারে। আর আমরা যারা শহরে থাকি তাদেরকে লেবু বাজার থেকে কিনে খেতে হয়। অবশ্য আজকাল অনেকেই ছাদে লেবুর গাছ লাগাচ্ছে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  

আমাদের দেশে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়।আমার প্রিয় ফল হলো আম।আম খেতে আমি খুবই ভালোবাসি।এই ফলটি আমার অনেক পছন্দের।কিছু কিছু আম কাঁচা অবস্থায় মিষ্টি লাগে।সে আমগুলো অনেক মজার হয়ে থাকে।পাকা আম খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি।

আমাদের এই বাংলাদেশ মানে বাহারে রঙের ফলে ভরা। এদেশের চারদিকে তাকালে দেখা যায় বিভিন্ন ধরনের ফল। এদেশের ফলগুলো খুবই সুস্বাদু ও হয়ে থাকে।

 2 months ago 

বাহ্! দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ব্যানানা আম আমি রাঙ্গামাটিতে দেখেছিলাম ২ মাস আগে। তবে মিয়াজাকি আম কখনো দেখিনি। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।