রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি

1000014469.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রঙিন কাগজের গিফট বক্স নিয়ে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে রঙিন কাগজ নিয়ে বসি। আসলে রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আজ কয়েক দিন ধরে অনেক আরামে আছি।সত্যি বৃষ্টি হলে আমার মনে হয় সবাই বেশ আরামে থাকে।আর বৃষ্টির দিনে মাংস দিয়ে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তাই তো সকাল বেলা উঠে মাংস রান্না করে রেখেছি যাতে করে রাতে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা লাগে। যাইহোক সারাদিন অনেক বৃষ্টি পড়ছে। তাই আজ তেমন কাজ ছিল না। যদি ও সময়ের অভাবে সব সময় রঙিন কাগজ নিয়ে বসা হয় না।আর যেহেতু আজ সময় পেয়েছি তাই ভাবলাম রঙিন কাগজ নিয়ে বসি।রঙিন কাগজ নিয়ে যখন বসলাম তখন আমার মেয়ে বললো আম্মু আমার বান্ধবীর জন্মদিন তাকে একটা গিফট দিতে হবে। তুমি একটা গিফট বক্স বানিয়ে দেও আমি স্কুল থেকে কিছু চকলেট কিনে বক্সে ভরে দেব।তারপর মেয়ের কথা মতো গিফট বক্স বানিয়ে ফেললাম। সত্যি বক্সটি তৈরি করার পরে বেশ ভালো লেগেছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000391.png

1000014401.jpg
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.আঠা
৪.পেন্সিল
৫.স্কেল
৬.পুথি

প্রস্তুত প্রণালী

ধাপ-১

1000014461.jpg
প্রথমে আমি ১২ সে.মি. করে রঙিন কাগজ নিয়েছে। তারপর পেন্সিল দিয়ে এভাবে দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-২

1000014462.jpg
তারপর কাগজটিকে এভাবে উল্টে আঠা লাগিয়ে বক্সের মতো বানিয়ে নিয়েছি।

ধাপ-৩

1000014419.jpg

একই ভাবে আমি দুটি দুই রঙের বক্স বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

1000014466.jpg
তারপর এভাবে আরো কাগজ নিয়েছে। এখন কাগজটি কেটে আঠা লাগিয়ে দিয়েছে।

ধাপ-৫

1000014420.jpg1000014432.jpg

তারপর বক্সটি ডেকে দিয়েছি।এখন আঠা লাগানোর কাগজ বক্সের সাথে লাগিয়ে দেব।

ধাপ-৬

1000014468.jpg
এখন আরো রঙিন কাগজ নিয়ে এভাবে চিত্রের মতো ফুল বানিয়ে নিয়েছি। তারপর আঠা দিয়ে বক্সের সাথে লাগিয়ে দিয়েছি। এখন একটা পুথি নিয়ে ফুলের উপর আঠা দিয়ে বসিয়ে দিয়েছি । এভাবেই তৈরি হয়ে গেলাম আমার রঙিন কাগজের গিফট বক্স। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 3 days ago 

রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে এই ধরনের বক্স আমিও তৈরি করেছিলাম আপনারটা অসাধারণ হয়েছে।

 2 days ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 days ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করার আইডিটা অনেক সুন্দর। রঙিন কাগজ দিয়ে তৈরি গিফট বক্সটি দেখতে অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে গিফট বক্সটি তৈরি করে দেখিয়ে দিয়েছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য শুভকামনা রইল ।

 2 days ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 days ago 

ঠিক বলছেন আপু বৃষ্টির দিনে মাংস খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আপনি সেই সুযোগে অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন রঙিন কাগজ দিয়ে। যখন সুযোগ পেলেন হাত ছাড়া করলেন না বসে পড়লেন গিফট বক্স তৈরি করার জন্য। আপনার তৈরি করা গিফট বক্স দেখতে খুবই ভালো লাগলো আমার কাছে। ধাপ গুলো খুব সুন্দরভাবে শেয়ার করলেন ধন্যবাদ।

 2 days ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

ঠিক বলেছেন আপু বৃষ্টি হলে সবাই স্বস্তিতে থাকে। গরম গরম খিচুড়ির সাথে বৃষ্টির দিনে মাংস অসাধারণ লাগে খেতে। জেনে ভালো লাগলো আপনি রাত্রে খিচুড়ির সঙ্গে মাংস খাওয়ার জন্য সকালবেলা উঠেই মাংস রান্না করে রেখেছেন।আপনার তৈরি গিফট বক্সটি অসাধারণ সুন্দর হয়েছে। এরকম আকর্ষণীয়ই হয়ে থাকে গিফট বক্স গুলো। ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে গিফট বক্স তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। কই যাও

 2 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি গিফট বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লেগেছে আপনার এই সুন্দর দক্ষতা দেখে। বেশি দারুন ক্রিটিভিটির পরিচয় তুলে ধরেছেন আমাদের মাঝে। এ জাতীয় জিনিসগুলো আমি খুবই পছন্দ করে থাকি।

 2 days ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে শিখে নিলাম। এই ধরনের ডাই পোস্ট আমার তৈরি করতে খুবই ভালো লাগে।

 2 days ago 

আপনার ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপু রঙিন কাগজ দিয়ে দারুন একটি বক্স বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে আমারও বেশ ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস দেখতেও দারুন লাগে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 days ago 

সময় সুযোগ পেয়ে মেয়ের বান্ধবীর জন্য গিফট বক্স তৈরি করতে বসে গেলেন।আর আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে গিফট বক্সটি দারুন হয়েছে আপু। আপনি বক্স তৈরি করার ধাপগুলো খুব চমৎকার ভাবে শেয়ার করেছেন। এ ধরনের বক্সে গিফট দিলে তা বেশ ভালো হয়।

 2 days ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 days ago 

আপনি একদম ঠিক বলেছেন বৃষ্টি হলে সবাই বেশ আরামে থাকে। বিশেষ করে গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যাই হোক আপনি আজকে রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে গিফট বক্স তৈরি করেছেন দেখতে অসাধারন লাগছে। আমার কাছে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো সবসময় অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 days ago 

জি ভাইয়া বৃষ্টিতে অনেক আরাম হয়, ধন্যবাদ আপনাকে।