দীর্ঘ দিন পরে ঢাকায় আসার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

দীর্ঘ দিন পরে ঢাকায় আসার অনুভূতি

1000020418.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আসলে দীর্ঘ দিন পরে কোথাও গেলে তার অনুভূতি সত্যি অন্য রকম হয়ে থাকে। আমার বিয়ের পরে মাত্র দুই বার ঢাকা গিয়েছি।তবে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়নি। আসলে একবার সংসার হলে অনেক কাজ বেড়ে যায়। তারপর বাচ্চাদের পড়াশোনা থাকে তারজন্য তেমন যাওয়া হয়নি। তবে এবার ভেবেছি যাব আর যাব যাব করতে করতে আজ রওনা দিলাম। আসলে টিকিট আমি কাটিনি।আমাদের গাড়ি ছিল গোল্ডেন লাইন ১.১৫ মিনিটের। তাই আমরা বাসা থেকে ১২.৩০ মিনিট এর মধ্যে চলে আসলাম কাউন্টারে।যদিও আসতে আমাদের পমেরো মিনিট সময় লেগেছে। আমরা এসে দেখি আমাদের গাড়ি এখনো আসেনি।তারপর কি আর করা ভিতরে গিয়ে বাচ্চাদের বসিয়ে রেখে চলে আসলাম কিছু খাবার জিনিস কেনার জন্য। কিনে আসতে আসতে দেখি আমাদের গাড়ি এসে হাজির।

1000020411.jpg

1000020412.jpg

1000020415.jpg

আমরা প্রথমে একটা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম বাসস্ট্যান্ডে। আসলে আমরা সকালে কোন রকম নাস্তা করেছি। আর বাচ্চারা তেমন কিছু খায়নি।তারপর বাসস্ট্যান্ডে গিয়ে বেশ কিছু সময় বসে রইলাম। আসলে তারা ঠিক টাইমে কখনো গাড়ি ছাড়ে না।তারপর আমি বাচ্চাদের ভিতরে বসিয়ে দিলাম আর আমি বাইরে গিয়েছিলাম কিছু খাবার কেনার জন্য। আসলে গাড়িতে বাচ্চারা যদি কিছু খেতে চায় তারজন্য কিছু শুকনো খাবার কিনেছি।

1000020418.jpg

1000020420.jpg

1000020423.jpg

তারপর আমরা সবাই মিলে অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। আসলে শুধু আমরা না আমাদের মতো অনেকেই এভাবে গাড়িতে চড়ার জন্য অপেক্ষা করছে।প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের গাড়ি চলে আসলো।প্রথম গাড়ি দেখে বাচ্চারা অনেক খুশি। আসলে আমরা বেশ কয়েক জন এক সাথে যাচ্ছি ঢাকায়। সবাই মিলে এক সাথে যাওয়ার মজাই আলাদা। আসলে আমরা ছিল নয় জন।তবে একেক জন একেক জায়গায় নামবে। পরাপর আট সিট ছিল আমাদের। যাইহোক আমরা বাড়ির লোকজন সব এক সাথে আমাদের জিনিস পত্র নিয়ে নেমে পড়লাম। আমরা আসার সাথে সাথে জায়গাটা পরিষ্কার করছে।এটা দেখে অনেক ভালো লাগলো।

1000020424.jpg

1000020431.jpg

1000020430.jpg

1000020425.jpg

তারপর কিছু সময়ের মধ্যে আমরা সবাই গাড়িতে উঠলাম। আর জিনিস গুলো বক্সে দিয়ে দিয়েছি।গাড়িতে বসে প্রথমে সবাই বেশ ভালো ছিল। কিছু সময় পড়ে অনেকে বমি করে অস্হির হয়ে পড়েছে। যাইহোক তারপর ভালো মতো বাসায় পৌঁছাতে পেরে অনেক ভালো লেগেছে। আশাকরি ঢাকায় কয়েক দিন থাকব।হয়তো আবার আসবো অন্য পোস্ট নিয়ে। আসতে একটু কষ্ট হলেও বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

1000020522.jpg

1000020523.jpg

1000020498.jpg

 2 days ago 

যাক অবশেষে ঢাকা চলে গেলেন আপু ঘুরার জন্য ভালো লাগলো। আমার তো বাচ্চারা অস্থির হয়ে গেছে ঘোরার জন্য। কিন্তু এদিকে আমার শরীরের অবস্থা খারাপ টেস্ট দিলাম রিপোর্ট ভালো আসে নাই তার জন্য একটু চিন্তায় আছি। কিন্তু বাচ্চাদেরকে কিছুতে মানাতে পারছি না। ঢাকায় যখন গেলেন কয়েকদিন থেকে আসেন সুন্দর সময় কাটুক শুভকামনা রইল।

 21 hours ago 

জি আপু নিশ্চয় অনেক ভালো সময় কাটবে, ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

অনেকদিন পর ঢাকায় গেছেন। ঢাকায় যাওয়ার অনুভূতিটা আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার আজকের এই ঢাকায় যাওয়ার অনুভূতি আমার কাছে খুব ভালো লাগলো।

 21 hours ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।