ঝাল ঝাল দেশি মুরগির মাংস রান্না রেসিপি
আসসালামু আলাইকুম
ঝাল ঝাল দেশি মুরগির মাংস রান্না রেসিপি
উপকরণ | পরিমাণ |
---|---|
মুরগি | ১টি |
পিঁয়াজ কুঁচি | ২ কাপ |
আলু | ৩ টি |
আদাবাটা | ৩ চামচ |
রসুনবাটা | ৩ চামচ |
হলুদ গুঁড়ো | ২ চামচ |
মরিচের গুঁড়ো | ২ চামচ |
ধনের গুঁড়ো | ১ চামচ |
এলাচ, দারচিনি ও তেজপাতা | পরিমাণ মতো |
লবন | স্বাদমতো |
তেল | পরিমাণ মতো |
ধাপ-১
প্রথমে আমি মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু আলু ও পিঁয়াজ কুঁচি করে কেটে নিয়েছি।
ধাপ-২
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।তেল গরম হয়ে গেল কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দুই পাশ ভেজে তুলে নেব।
ধাপ-৩
আলু গুলো তুলে সেই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর এলাচ,দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।
ধাপ-৪
এখন সকল মসলা দিয়ে দেব। তারপর বেশ কিছু সময় কষিয়ে নেব। আসলে কষানো ভালো হলে অনেক ভালো লাগে মাংস খেতে।তারপর ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব।
ধাপ-৫
মাংস গুলো দিয়ে বেশকিছু সময় কষিয়ে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য।
ধাপ-৬
এখন জিরার গুঁড়ো দিয়ে আরো কিছু সময় জ্বালিয়ে নেব।তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।তারপর গরম গরম পরিবেশন করবো। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির মাংস রান্না রেসিপি।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
দেশি মুরগির মাংস রান্না রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। এত মজা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/MimiRimi1683671/status/1862111837724271057?t=GPXl3NNHGgjIGFcIB-kiIQ&s=19
মুরগির মাংস ভুনা ভালোই লাগে খেতে। দেশি মুরগির মাংস আরো বেশি সুস্বাদু হয়। যেকোনো মাংসের সাথে আলু দিয়ে ভুনা করলে অনেক ভালো লাগে খেতে। আপনার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। বেশ লোভনীয় লাগছে দেখতে। মজার রেসিপি টা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু মাংস খেতে অনেক মজার ছিল ধন্যবাদ আপু।
জেনে ভালো লাগলো যে আপনার পালিত সব থেকে বড়ো মুরগি জবাই করেছেন।দেশি মুরগি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর।পালিত মুরগি খাওয়ার মজাই আলাদা। আপনি চমৎকার সুন্দর করে আলু দিয়ে রান্না করেছেন। রেসিপিটি দেখেই বুঝতে পারছি সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু
দেশী মুরগির নাম শুনলেই খিদে চেপে যায়, আর পালিত মুরগী হলে তো কথাই নেই। রান্নাটা দারুন করেছেন, আর পরিবারের সবাই মিলে উপভোগ করেছেন খাবারটি। ঝাল ঝাল হলে মুরগির মাংস বেশি তৃপ্তি করে খাওয়া যায়।
জি ভাইয়া সবাই মিলে বেশ ভালোই উপভোগ করেছি রেসিপিটি।
বিভিন্ন মাংসের মধ্যে দেশি মুরগির মাংস আমার খুবই ফেভারিট। দেশি মুরগির মাংস খেতে যেমন সুস্বাদু হয় তেমনি আলুর সমন্বয়ে রান্না করলে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটা কিন্তু অসাধারণ ছিল আপু। বেশ দারুন কালার এসেছে। রান্নার প্রক্রিয়াটাও খুব ভালো হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দেশি মুরগির মাংস আমার খুব পছন্দের । আসলে দেশি মুরগির মাংস খাওয়া অনুভূতি সত্যি বেশ দারুন। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। একটু ঝাল করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।
জি ভাইয়া অনেক মজার ও সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন নিজের পালিত মুরগি খাওয়ার মজাই আলাদা। এতে কোনরকম ভেজালেম থাকার সম্ভাবনা থাকে না। তাছাড়া বর্তমান সময়ে দেশি মুরগি বাজার থেকে কেনা খুবই মুশকিল। যাইহোক আপনার দেশি মুরগির রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। কালার খুব লোভনীয় এসেছে।
ঠিক বলেছেন খাবারটি অনেক মজার হয়েছিল, ধন্যবাদ আপনাকে।