কেনাকাটা করার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
কেনাকাটা করার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে বর্তমান সব কিছুর দাম অনেক ঊর্ধ্বে। তারজন্য চাইলেও কিনতে পারা যায় না। তবে শখের জিনিস তেমন কেনা হয় না কিন্তু প্রয়োজনীয় জিনিস না কিনে পারা যায় না ।আর আমাদের প্রতি নিয়ত কিছু না কিছু কেনার প্রয়োজন পড়ে। আসলে অনেক সময় বড় বড় জিনিস গুলো কেনা হয় কিন্তু ছোট ছোট জিনিস কিনতে গেলেও অনেক সময় মনে থাকে না।তারজন্য এবার শুধু ছোট ছোট জিনিস কেনার জন্য গিয়েছিলাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথমে গিয়েছিলাম কিছু বিস্কুট কেনার জন্য। আসলে আমি একবারে বেকারী থেকে বেশি করে বিস্কুট কিনে রাখি অনেক দিন ভরে খায়। তবে বাচ্চারা হাজার ঘরে থাকলেও মাঝে মাঝে দোকানে গিয়ে কিনতে চায়।যদিও কয়েক ধরনের বিস্কুট ঘরে থাকে। তারজন্য আগে গিয়ে বাচ্চাদের জন্য কিছু বিস্কুট কিনলাম। এখন ও শীত আসেনি তবে শীত আসবে আসবে মনে হচ্ছে। তারজন্য আমার মেয়ে শীতের কসমেটিকস কিনবে। তাই ভাবলাম আপতত একটা বাচ্চাদের জন্য শীতের ক্রিম আর ভেজলিন কিনলাম।আসলে এবারের কোন নতুন জিনিস এখনো বাজারে আসেনি।তারজন্য আর কিছু কিনার ইচ্ছে থাকলেও কিনলাম না। তারপর একটা শ্যাম্পু, হারপিক ,হ্যান্ড ওয়াস ইত্যাদি কিনলাম। আসলে এগুলো তো প্রতি দিন প্রয়োজন।
তারপর গিয়েছিলাম একটা হেজাব কেনার জন্য। আসলে অনেক দিন ধরে কেনার ইচ্ছে থাকলেও কিনা হয় না।এবার হাতে একটু সময় ছিল তারজন্য কিনতে গিয়েছি।আসলে এগুলো পছন্দ করতে একটু সময়ে প্রয়োজন। তাই সময়ের অভাবে অনেক ধরে কেনা হয় না। যাইহোক তেমন কোন ভীর ছিল না। তাই গিয়ে একটা দোকানে বসলাম। এক চাচা বেশ কিছু বোরকা দেখালো। আসলে এগুলো দেখে পছন্দ হলে শুধু নিতে ইচ্ছে করে।তারপর কিছু হেজাব দেখালো। যেহেতু আমি হেজাব কিনবো তাই তারাতাড়ি একটা পছন্দ করে নিলাম। আসলে হেজাব গুলো সবাই যে দাম দিয়ে কিনেছে কিন্তু দোকানদার তার চেয়ে বেশি দাম চায়।তবে পছন্দ বলে কথা তারপর বারোশত টাকা দিয়ে একটা হেজাব কিনলাম।
তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য চুলের জিনিস কেনার জন্য। আসলে চুলের রাবার গুলো আজ কিনলে দুই দিন পরে আর খুঁজে পাওয়া যায় না। তারজন্য বেশি করে কিছু রাবার কিনে এনেছি। আসলে এক প্যাকেট বাচ্চাদের কাছে দিয়েছি আর এক প্যাকেট নিজের কাছে কিনে রেখেছি। আসলে বাচ্চাদের কাছে দিলে তারা সব শেষ করে ফেলে। তারপর কিছু কসমেটিকস কিনে এনেছি।
তারপর অন্য দোকানে গিয়ে মেয়ের জন্য আরো কিছু ক্লিপ ব্যন্ড কিনলাম। আসলে বাচ্চাদের জন্য সব সময় এগুলো কিনতেই হয়। আসলে বাচ্চাদের বলে লাভ কি আমাদের কাছে ও ছোট ছোট জিনিস হারিয়ে যায়।রাবার ব্যান্ড তারপর কটনবার ইত্যাদি কিনলাম।সত্যি বলতে এগুলো দেখতে অনেক ভালো লাগে তবে ব্যবহার করতে ও ভালো লাগে কিন্তু হারিয়ে গেলে অনেক খারাপ লাগে। যাইহোক আমরা বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে আমি ধনমনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1853426704527565158?t=k2Tjpk-xJ4CXXUcc9zvyNA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমে বিস্কুট কিনতে গিয়েছেন এরপর হিজাব কিনতে গিয়েছেন জেনে ভালো লাগলো। মাঝে মাঝে টুকিটাকি জিনিসগুলো কিনতে অনেক ভালো লাগে। আর প্রয়োজনীয় জিনিসগুলো কিনলেও অনেক ভালো লাগে। তবে বর্তমানে সব কিছুর দাম সত্যি অনেক বেড়ে গেছে।
জি আপু দাম অনেক বেশি তারপরে প্রয়োজনীয় জিনিস না কিনে পারা যায় না। ধন্যবাদ আপনাকে।
শপিং করতে সবাই কমবেশি পছন্দ করে। বিশেষ করে মেয়েরা প্রয়োজনীয় জিনিস কিনতে খুবই পছন্দ করে। আপু আপনার শপিং করার অনুভূতি চমৎকারভাবে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছেন দেখছি। শীত আসার আগেই শীতের প্রস্তুতি নিচ্ছেন তাহলে। সবার জন্য বেশ ভালোই কেনাকাটা করেছেন। তবে হিজাবের দামটা শুনে বেশ অবাক হলাম। দাম কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। যাইহোক আপনাদের কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু দামটা অনেক বেশি, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
দৈনন্দিন জীবনে আমাদের জিনিসের প্রয়োজনীয়তার শেষ নেই। একটা চাহিদা শেষ হলে নতুন আরেকটি চাহিদার সৃষ্টি হয়। সেই চাহিদা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত মার্কেটে চলে যাই। আপনি কেনাকাটা করলেন খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে মুহূর্তটি শেয়ার করলেন ধন্যবাদ আপু।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
সময় সুযোগ পেয়ে একসঙ্গে অনেক কিছুই কেনাকাটি করে ফেলেছেন দেখছি। তবে এমন কেনাকাটি করতে মাঝে মাঝে ভালই লাগে। আপনি অনেক রকম দোকানে ঢুকেছিলেন নাকি একটা দোকানেই সব পাওয়া যায়? কারণ ছবিতে দেখছি অনেক রকম দ্রব্যের দোকান। তবে আপনার বিবরণ থেকে যা বুঝলাম তা অন্য অন্য দোকানকেই নির্দেশ করে।
না ভাইয়া কয়েকটি দোকানে যেতে হয়েছিল, ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
কেনাকাটা সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। আপনার এ কেনাকাটার মুহূর্ত দেখে অনেক ভাল লাগল আর ইচ্ছে হলো, নিজের কেনাকাটার জন্য যায়। তবে একটা বিষয় খারাপ লাগে কোন কিছু কিনতে গেলে এত বেশি দাম বলে বসে কিনতে পারাটা কঠিন হয়ে যায়।
জি আপু দাম শোনে কেনা মুশকিল হয়ে পড়ে, ধন্যবাদ আপু।
বাচ্চাদের জন্য জিনিস কিনা থেকে শুরু করে আপনি নিজের জন্যও বেশ করেছি বাজার করেছেন। মাঝেমধ্যে এরকম সপিং এ গেলে মনটাও ভালো থাকে। আর ছোটদের জিনিস তো কিনে শেষ হয় না৷ কী সুন্দর সব সাজের জিনিস৷ ভালোই বাজার হাট করেছেন মনে হচ্ছে।
জি আপু টুকিটাকি অনেক কিছু কিনেছি, ধন্যবাদ আপনাকে।
নিউ মার্কেট টি যে আমার কত পরিচিত।সব কেনাকাটা এখনো এখান থেকেই করি।আপনার কেনাকাটার মুহূর্তের পোস্টটি পড়ে ভালো লাগলো অনেক,ধন্যবাদ আপু।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।