কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে তবে একটু ধৈর্য নিয়ে করতে হয়। আসলে ফটোগ্রাফি কেন কোন কাজ ধৈর্য্য ছাড়া করা সম্ভব হয় না। আজ কয়েক দিন ধরে বেশ ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তার জন্য তেমন বাইরে যাওয়া হচ্ছে না। তবে আমার মোবাইলে গ্যালারি থেকে বেশ কিছু ফটোগ্রাফি রয়েছে। তার থেকে কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। আসলে রেনডম ফটোগ্রাফির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পাই। আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা বেশ ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন। যদিও তাদের মতো ফটোগ্রাফি করতে পারি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি আর কি। চেষ্টা করলে সফলতা আসবেই। যাইহোক আমার ফটোগ্রাফি গুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের ফটোগ্রাফি পোস্ট।
এই ছবিটি হয়তো সবার কাছেই অনেক জনপ্রিয়। এটি হচ্ছে সূর্যের ফটোগ্রাফি। সূর্য যখন অস্ত্র যায় তখন এমন বর্ণ ধারণ করে বিশেষ করে সূর্য ডোবার সময়। এই ফটোগ্রাফিটা বর্ষার সময় করা । আসলে বন্যার সময় আমরা নদীর পাড়ে যখন ঘুরতে যাই তখন এই ফটোগ্রাফিটা করেছিলাম। নদী ভরা পানি দেখতে বেশ ভালোই লেগেছিল। নদীর এমন পানি দেখতে সত্যিই অনেক ভালো লাগে। তাই তো সূর্য ডোবা দেখলে মাঝে মাঝে ফটোগ্রাফি করে থাকি। আশা করি এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে।
এটি হচ্ছে টগর ফুল। সাদা এই ছোট ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।এই টগর ফুলের গাছটি আমাদের বাড়িতে অনেকদিন ধরে রয়েছে। তবে মাঝে কোন ফুল ধরেনি। গাছটি প্রায় মুমূর্ষ অবস্থায় ছিল। এখন আবার নতুন করে ফুল ধরেছে। তাই সকাল সকাল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। গাছ ভর্তি ফুল গুলো দেখে অনেক ভালো লাগে। আর সাদা ফুলের আসলেও তুলনা হয় না। আশা করি ফুলটি আপনাদের কাজেও ভালো লাগবে।
এটি হচ্ছে ইলিশ মাছের রেসিপি। সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা। আসলে ইলিশ মাছ আমরা যা কিছুতে রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। আমরা মাছে ভাতে বাঙ্গালী মাছ না হলে আমাদের একদিনও চলে না। আর সেই মাছ যদি হয় ইলিশ তাহলে তো কথাই নেই। ইলিশ মাছ যদিও বেশি ভুনা করি কিন্তু এভাবে মাঝে মাঝে সবজি দিয়ে ঝোল। করলে খেতে অনেক ভালো লাগে। গতকাল রান্না করেছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।
এগুলা হচ্ছে ক্রিম রোল।আমার দুই মেয়ের এই খাবারটা অনেক পছন্দ। আসলে বাচ্চারা বিকেল হলে এগুলো খেতে অনেক ভালোবাসে। আসলে ভিতরে ক্রিম গুলো খেতে বাচ্চারা বেশি পছন্দ করে। যদি এই ক্রিমগুলো খাওয়া ঠিক না কিন্তু বাচ্চারা এগুলোই খাবে। কি আর করা তার জন্য মাঝে মাঝে প্যাকেট ধরে কিনে রাখি বাচ্চারা যখন ইচ্ছে বের করে খায়। তবে খেত বেশ ভালো আমরা ও খায় মাঝে মাঝে।
এটি হচ্ছে আমাদের গাছের গোলাপ। এই গোলাপ গাছের বয়স প্রায় 20 থেকে 25 বছর হবে। তবে মাঝে একেবারে খারাপ অবস্থায় ছিল। এখন আবার সুস্হ হয়ে উঠেছে। তবে ফুল এখন কম ধরছে।গতকাল বিকেল বেলা যখন বাগানে গিয়েছিলাম তখন দেখি গাছে একটা ফুল ধরে আছে।ফুলটি দেখতে অনেক ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
এগুলো হয়তো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে কবুতর। আর কবুতর হচ্ছে শান্তির প্রতীক। আমার অনেকের বাড়িতে এই কবুতর পোষা হয়। আমার কাছে ও কবুতর পোষাতে অনেক ভালো লাগে তবে বাচ্চা হলে বিড়ালে খেয়ে ফেলে।তারজন্য আর ইচ্ছে করে না পালতে। তবে কয়েক দিন আগে এক বাড়িতে কবুতর দেখে আবার পালন করতে ইচ্ছে করেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এগুলো হচ্ছে ঘুঘু।আসলে বেশ কিছু দিন আগে এই ঘুঘু গুলো কিনতে গিয়েছিলাম। তবে আমার কেনার তেমন ইচ্ছে ছিল না মেয়েদের জন্য কিনতে গিয়েছি।আসলে বাচ্চারা কিনবে আর সব কিছু আমার করতে হবে তার জন্য আর ইচ্ছে করেনা।তবে বাচ্চাদের বুঝানোর জন্য ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে ঘুঘু গুলো দেখতে অনেক কিউট লেগেছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
চমৎকার সব রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা এত সুন্দর সুন্দর ফটো গুলো দেখে আমি মুগ্ধ হলাম আপু। প্রত্যেকটা ফটো আপনি বেশি দারুণ ক্যাপচার করেছেন।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
https://x.com/MimiRimi1683671/status/1857781309785133277?t=XQXxxhGFqqfw0Py8OZIdBQ&s=19
আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সূর্যাস্তের ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো দেখে। নদীর পানিতে সূর্যের আলোটা খুব সুন্দর ভাবে পড়েছে। মুগ্ধ হয়ে গেলাম ফটোগ্রাফি টা দেখে। প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো ছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি গুলা শেয়ার করার জন্য।
আপনি আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো।
লোভনীয় ইলিশ মাছ সবজি দিয়ে আরাম করে খেয়ে টগর ফুল দেখলাম। তার পাশ দিয়ে যখন গোলাপ গাছের কাছে পৌঁছলাম বুঝলাম গাছের পরিচর্যা খানিক কম। টগর গাছে বহুদিন পর ফুল ফুটল, গোলাপ গাছে মুমূর্ষ অবস্থায় ছিল। আপু প্রতি সপ্তাহে নিয়ম করে গোবর শুকনো বা মুরগির পটি সামান্য পরিমাণ দিয়ে দেবেন। গাছ একেবারেই তরতাজা থাকবে আর সুন্দর ফুল দেবে।
আমি জানতাম ঘুঘু ফাঁদ পাতে। কিন্তু এ তো দেখছি আপনার ফাঁদে ঘু ঘু ধরা পড়ে বেচারা হয়ে আছে।
বেশ লাগলো ফটোগ্রাফি গুলো।
জি আপু গাছ গুলো পরিচর্যার বড় অভাব, ধন্যবাদ আপু।
বিভিন্ন ধরনের রেনডম ছবি দারুন ভাবে আপলোড করেছেন। সব থেকে ভালো লাগছে নদীর পাড়ে সূর্যাস্ত। এছাড়াও বিভিন্ন খাবার ফটোগুলো খুব ভালো হয়েছে। ক্রিম রোলের ফটো দেখে খেতে ইচ্ছে করছে রীতিমতো। আপনি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফটো দিয়ে অ্যালবামটি ভরিয়ে দিলেন।
জি ভাইয়া ক্রিম রোল খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রেনডম ফটোগ্রাফি পোস্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ফটোগ্রাফি উপভোগ করতে পারি।আজকে আপনি বিভিন্ন রকমের ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷ এর মধ্যে আপনি যে সূর্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার একটু বেশি ভালো লেগেছে৷
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপু। গোধূলি লগ্নটা আমারও বেশ ভালো লাগে। বিশেষ করে নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলেই ধৈর্য ছাড়া ফটোগ্রাফি করা যায় না। আপনার দুটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। একটা হচ্ছে সূর্যের ফটোগ্রাফি এবং আরেকটা হচ্ছে ইলিশ মাছের রেসিপির ফটোগ্রাফি। ইলিশ মাছের ঝোল রেসিপি দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।