সকালে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
সকালে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে এখন সব জায়গায় বেশ শীত পড়েছে।যদিও শীতের সকালে তেমন বাইরে বের হয় না।তবে এখন আমাদের বাড়িতে ধান কাটা লেগেছে। আসলে আমাদের প্রায় বিশ বিঘা জমির ধান কাটবে।তারজন্য কিছু কৃষেণ বাজার থেকে কিনে এনেছে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে। আর আমাদের তিনবেলা খেয়ে প্রতি দিন ৬০০ টাকা করে দিতে হবে।এখন সাত জন আছে।তাই তাদের রান্না করার জন্য সকাল সকাল উঠতে হয়। আসলে সাত জন লোকের তিনবেলা রান্না করতে বেশ কঠিন। তবে কি আর করা যাবে ধান গুলো তো বাড়িতে আনতে হবে।তারপর আবার বাচ্চাদের সামনে পরীক্ষা সব মিলে বেশ ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তবে যতই ব্যস্ত থাকি না কেন কমিউনিটিতে সময় দিতে না পারলে ভালো লাগে না। তাই সকাল সকাল উঠে সবাই মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আসলে অনেক সকাল ছিল। যদিও তেমন কুয়াশা এখনো পড়েনি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যেহেতু আমরা কয়েক জন ছিলাম আর আমাদের বাড়ির পাশে নদী। নদীর পাড়ে দিয়ে গেলে কয়েক মিনিট লাগে রেললাইন এ যেতে। আমরা যখন বাড়ি থেকে বের হয় তখন কেবল সূর্য মামা উকি দিচ্ছে। আর সূর্য মামা উকি দেওয়া দেখতে সত্যি অনেক ভালো লাগে। বাড়ি থেকে বের হয়েই সূর্য মামাকে দেখতে দেখতে চলে গেলাম রেললাইনে। তারপর ট্রেনের জন্য কিছু সময় অপেক্ষা করতে থাকলাম কিন্তু ট্রেন আসতে দেরি হবে তারজন্য চলে আসলাম। আসলে সামনে এমন প্রকৃতি দেখলে অনেক ভালো লাগে। হালকা শীতে এভাবে ঘুরতে অনেক ভালো লেগেছে ।
তারপর আমরা নদীর পাড়ে কিছু মাছ দেখতে লাগলাম। আসলে নদীতে অনেক মাছ ধরে জেলে ভাই। তবে এবার অনেক ঘুরে আসতে একটু দেরি হয়েছে বিধায় জেলেকে আর দেখিনি।নদীর পানি একেবারে শুকিয়ে গিয়েছে তবে কচুরিপানা এখনো রয়েছে।আসলে মাঠ আর নদী পাশাপাশি থাকায় ঘুরতে বেশ ভালো লাগে। এদিকে কৃষকের জমিতে ধান কাটছে অন্য দিকে মাছ ধরা বেশ ভালো লাগে। আমরা যেহেতু নদীর পাড়ে থেকে ঘুরে এসেছি তাই আর মাঠের দিকে এগিয়ে যায়নি। পাশ থেকে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
যেহেতু আমাদের একটা ফ্রিজিয়ান গরু আছে তারজন্য ঘাস লাগিয়েছে কিন্তু সময়ের অভাবে দেখতে পারিনি। যেহেতু আজ গিয়েছি তাই দেখে আসলাম। সত্যি ঘাস গুলো অনেক অনেক বড় হয়েছে। তারপর বেগুন গাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। আরো ঘুরতে চেয়েছিলাম কিন্তু এসে রান্না করবো তারজন্য আর দেরি করিনি।তবে অনেক দিন পরে সকাল ঘুরে অনেক ভালো লাগলো। বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না ভালো লাগবে। প্রকৃতি সবসময় ভীষণ সুন্দর লাগে। প্রকৃতির মাঝে সময় কাটালে প্রশান্তি কাজ করে। আর সকাল বেলা প্রকৃতির মাঝে সময় কাটাতে তো আরো বেশি ভালো লাগে। আপনি চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন। সেই সাথে খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন।
জি আপু প্রকৃতি সব সময় সুন্দর , ধন্যবাদ আপনাকে।
https://x.com/MimiRimi1683671/status/1858868029125521427?t=w2IJ7kuT5KOzfb-7-EEhgA&s=19
সকালের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর এই প্রকৃতির মাঝে সময় কাটাতেও ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। এরকম আবহাওয়ায় সময় কাটাতে ভালো লাগে।
ঠিক বলেছেন আপু এমন আবহাওয়ায় সময় কাটাতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু
সত্যি আমরা যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন এখানে কাজ না করতে পারলে কিছুই ভালো লাগেনা। তবে মাঝে মাঝে অতিরিক্ত ব্যস্ততার মধ্যে থাকলে আর কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের মাঠে ধান কাটার জন্য সাতজন মানুষ রাখা হয়েছে। আর তাদের দিনগুলো রান্না দায়িত্ব সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে আছেন। আশা করছি খুব দ্রুত ব্যস্ততা কাটিয়ে উঠবেন।
পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনি দেখছি একটি শীতের সকালে বেশ ভালো ঘোরাঘুরি করেছেন। আসলে শীতের সকাল বেলা ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনার এলাকার এতো সুন্দর একটি নদী টি বেশ অসাধারণ। আপনারা সকাল বেলা বেশ খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন।
জি ভাইয়া সকাল বেলা বেশ ভালো একটা সময় কাটিয়েছি ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি আপনার এই প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে দেখতে আমি নিজেকে এই প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলেছি। সকালবেলা এই ধরনের জায়গায় প্রকৃতির মাঝে গিয়ে দুই মিনিট যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি তাহলে আমাদের মনটা শান্ত হয়ে যাবে।
জি ভাইয়া একটু দাঁড়িয়ে থাকলে মনটা শান্ত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।
শীতের সকালে দারুন একটা মুহূর্ত উপভোগ করেছেন। শীতের সকালে শিশির ফোটায় পা ভিজে হাঁটতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি শীতের সকালের পরিবেশের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনার কাটানো মুহূর্তটি পড়ে অনেক ভালো লাগলো। দারুন কিছু ফটোগ্রাফি ও শেয়ার করেছেন। অসাধারণ।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
শীতের সকাল আমার অনেক বেশি পছন্দের। শীতের সকালে এভাবে হাঁটতে বের হলে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেক ভালো মুহূর্ত কাটানো যায়। শরীর ও অনেক বেশি ভালো থাকে। আপনারা শীতের সকালে হাঁটতে বের হয়েছিলেন জেনে ভালো লাগলো। মুহূর্তটা অনেক ভালো কেটেছে দেখেই বুঝতে পারছি। ফটোগ্রাফি গুলোও অনেক ভালো ছিল।
জি আপু অনেক ভালো সময় কাটিয়েছি, ধন্যবাদ আপু।
শীতের সকাল বেলার প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। আপনার প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। প্রকৃতির মুহূর্ত গুলো অনুভূতি সত্যি বেশ অসাধারণ। এতো চমৎকার কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।