পুরোনো বন্ধুদের মিলনমেলা। G2G with old buddies (10% beneficiaries to lovely @shy-fox)

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আজ আমি আপনাদের সাথে আমার কিছু আনন্দঘন মুহূর্তের গল্প শেয়ার করব। আমি একজন এক্স-ক্যাডেট। আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পাশ করেছি। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যার নাম একক।ACOC(Association of Cumilla Old Cadets).দীর্ঘ প্রায় দু'বছর পর আমরা একটা গেট টুগেদার এর আয়োজন করলাম। আমাদের এক বন্ধু নেভিতে চাকরি করে তার প্রমোশন উপলক্ষে এই আয়োজন। আমার বন্ধু যে নেভিতে চাকরি করে ওর নাম শরীফ। ও প্রমোশন পেয়ে কমোডর হয়েছে।
IMG-ca20a02ff62c1452e3113682b7466dbd-V.jpg
কমোডর এর ব্যাচ পড়ছে বন্ধু শরীফ।

এই ট্রিটটা সেদিন শরীফই আমাদের দিল। ওকে সশরীরে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে পুরাতন বন্ধুরা আমরা একত্রিত হলাম। স্থানটি ছিল কাবাব ঘর। যা এয়ারপোর্ট রোডে অবস্থিত।এই বুড়া বয়সে আমরা সবাই হাপুস-হুপুস করে খেলাম । অবশ্য খাবারটা মূল উদ্দেশ্য নয়। ছেলেবেলার বন্ধুরা একসঙ্গে হলে যা হয় আর কি। প্রাণ খুলে আড্ডা দেওয়া মন খুলে হাসাহাসি করা।

20211023_201155.jpg
স্থানঃ কাবাব ঘর, বনানী এয়ারপোর্ট রোড।

ছেলেবেলার বন্ধুরা যখন আমরা একত্রিত হয় তখনকার মজাই আলাদা। কেননা এই সময়ে আমরা নির্দ্বিধায় একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় করতে পারি। যে কথাগুলো আমরা সবার সাথে বলতে পারি না সেই কথাগুলো আমরা বন্ধুরা অবলীলায় শেয়ার করে থাকি। যেখানে থাকে না কোন ফরমালিটিজ। প্রাণ খুলে হাসতে পারার মাঝে যে এত আনন্দ তা আসলেই বলে বোঝানো যাবে না। এখানে বয়স কোনো বাধা হয়ে দাড়ায় না অবলীলায় চলে যায় সেই ছোটবেলায়।

IMG-c8aacd13da598fedb40691276928d090-V.jpg

IMG-11ce077d1bd8f4bea96bede27f37544b-V.jpg

স্থানঃ কাবাব ঘর, বনানী এয়ারপোর্ট রোড।

জন্মদিনের দাওয়াত বিয়ের দাওয়াত এরকম অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি কিন্তু গেট টুগেদারের মতো আনন্দ কোথাও পাইনি।এর কিছুদিন পর আমাদের আরেকটা গেট-টুগেদার হয় সেই গল্প না হয় পরে শোনাবো অন্য একদিন।
এই আনন্দঘন মুহূর্তের গল্পটা এখানে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে।
যারা ধৈর্য্য নিয়ে এই গল্পটা পড়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে।