বাহ্! খুব দারুন কবিতাটা লিখেছেন দাদা।সত্যি কাউকে ভালবাসলে মনে হয় যেন নিজের ছায়ার সাথেও তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখি। কিন্তু সেই মানুষটাই যখন তোয়াক্কা না করে এগিয়ে চলে, তখন খারাপ লাগাটা আরো অনেক বেড়ে যায়। যার জন্য এত পাগলামি সে যখন অপরিচিতের ন্যায় আচরণ করে,তখন সবটাই বৃথা বলা মনে হয়।