রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বাত পতাকা বানিয়েছেন। আমাদের স্কুলে হাতের কাজ করতে দিতো। তাতে এটাও বানাতে দিত। আমি জীবনেও বানাতে পারতাম না।সবাই এত সুন্দর সুন্দর বাতপতাকা বানিয়ে আনতো। আর আমি ভ্যাবলার মত দেখতাম। মাঝে মাঝে মেলা থেকে কাকা রেডিমেডটা কিনে দিত।আর এই পতাকা নিয়ে রাস্তার এই মোড় থেকে আরেক মোড় জোরে জোরে ছুটতাম, যে কত জোরে ঘোরে সেটা দেখার জন্য।এই কমিউনিটি তে এসে অনেক পুরনো স্মৃতি তাজা হয়ে যায়।