You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪০
সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছি যত
হৃদয়ে থাকা স্মৃতিগুলো বাড়াচ্ছে ক্ষত।
সভ্যতার দিন দিন হচ্ছে যত উন্নতি
সম্পর্কের মাঝে বাড়ছে ততো অসংঘতি।
সভ্যতার উন্নতি আর আধুনিকতার ছোঁয়ায়
সতেজতা ফিরে পাচ্ছে না হৃদয়
মিথ্যার মুখোশে ঢাকা অনুভুতিগুলো
হালকা হচ্ছে ভালোবাসার আবেগগুলো।
দোষ দেব না কোন নিয়তি কে আর,
ভালোবাসা হৃদয় আপ্লুত করেছে কতক বার।
নিজের অজান্তেই গোপনে প্রেমের বীজ বুনেছি।
ভবতরী কিনারায় ঠেকেছে, তবুও পথ খুঁজি পারাপার।
যত্নে বড় করা এ হৃদয়ে ভালোবাসার চারা।
কখন যে বিষবৃক্ষ হয়ে দংশন করেছে আমায়,
তবুও পাই নি একটি বারও তোমার সাড়া।
আজ আমি বিষের জ্বালায় গেছি নীলিয়ে,
আমার শিরা জুড়ে ছড়াচ্ছে তোমার প্রেমের অবিরত ধারা।
এতো কঠিন শব্দ দ্বারাও কবিতা লেখা যায়, পড়তে পড়তে দাঁত সব নড়ে গেছে আমার।
হাহাহা কি যে বলেন? আপনার শব্দের প্রতিচ্ছবি তুলে ধরলাম শুধু।