||জেনারেল রাইটিং:-বিপদ আসলে চার পাশ দিয়ে আসে||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-বিপদ আসলে চার পাশ দিয়ে আসে আমি সব সময় আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আমার বাংলা ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। তো আপনারা সবাই জানেন বা এটা মানেন।বিপদ আসলে কিন্তু চার পাশ দিয়ে আসে। হয়তো একটা প্রকৃতির নিয়ম।তবে জানি না কার কাছে কেমন তবে আমি এটা মানি বা নিজের চোখে দেখছি।বিপদ আসলে চার পাশ দিয়ে আসে। এমন পরিস্থিতির মাধ্যমে পড়তে হয় সেখানে হার মানা না পর্যন্ত কিছু হয়না।এই জন্য বিপদ আসলে সব পাশ দিয়ে আসে।এমনকি মানুষের সফলতা আসলে তখন সব পাশ দিয়ে সে সফলতা অনুভব করে।বিপদ আপদ এগুলো সব সৃষ্টিকর্তার উপহার। তাই বিপদ আসলে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। বিপদে পড়ে যদি তাড়াহুড়ো করে কাজ করি সেটা কিন্তু বড় ভুল।
বিপদ আসবে যাবে এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু বিপদ আসলে মাথা ঠাণ্ডা করে কাজ করে কাজ করতে হবে।তো বিপদ হচ্ছে একটি সৃষ্টিকর্তার নেয়ামত। এটা এক দিক দিয়ে ভালো আরেক দিক দিয়ে খারাপ। তো আমার জীবনে আমি অনেক বিপদ দেখছি,যখন আসে তখন পিছু ছারে না।ঠিক তেমনি আমার এক ভাগিনার কাহিনি এমন হয়েছে। সে কিন্তু প্রায় অনেক বছর হলো ঢাকায় চাকরি করি।তো হুট করে কোন কারনে তার চাকরি টি চলে যায়।
তো চাকরি যাওয়ার পর সে বাসায় আসলো,বাসায় বেশ কিছু দিন থাকলো।তো পরে শোনা যাচ্ছে তার একটি চাকরি হলো।সেখানে যাওয়ার যেইদিন ডেট ছিলো সেই অনুযায়ী যাইতে পারেনি কোন এক কারন বসত।তো পরে সেটাও তার হলো না,পরে আবার সে বাসায় থাকা শুরু করলো।তো এই ভাবে বেশ কিছু দিন গেলো।তার বাবা মা চাকরি করে কক্সবাজারে,সেখানে হুট করে কোন এক ঝামেলায় তাদের চাকরি চলে যায়।
এই-যে এতো বিপদ,তার পরেও কিন্তু আমাদের ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। তো তাদের চাকরি যাওয়ার পর তারা বাসায় আসার জন্য সিদ্ধান্ত নিলো।তারা বাসায় আসার আগে তাদের জমি বন্দক ছিলো সেগুলো খুলতে হবে।মানুষ চাপ দিতেছে টাকার জন্য। পরে বাসায় একটা গাড়ি ছিলো সেটা বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিলো।কিছু দিন যাওয়ার পর গাড়িটা দেড় লাখ দিয়ে বিক্রি করে।এই যে বিপদ আসলে বুঝছেন চারপাশ দিয়েই আসে।
তবে যতই বিপদ আসুক না কেনো নিজেকে সবসময় ঠিক থাকতে হবে।নিজে ভেঙ্গে পড়লে পরবর্তীতে অনেক বড় সমস্যা হতে পারে।আসলে এইরকম সবার জীবনে কিন্তু বিপদ আপদ আসে। হয়তো কারো অল্প বিপদ বা অনেক বেশি, ঠিক এইরকম আমিও অনেক বিপদের সম্মুখীন হয়েছি।তবে সৃষ্টিকর্তা আমাকে যেমন রাখছি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো পরে আমার ভাগিনার এই কাহিনী গুলো এবং বিপদ গুলো দেখে আমি খুব আশ্চর্য হয়েছি।মানুষের বিপদ আপদ দেখলে আমাকে খুবই খারাপ লাগে। শেষ পর্যায়ে আমার ভাগিনাকে আবার ঘুরে ফিরে ঢাকায় যেতে হয় চাকরির জন্য।তো সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যেনো জীবন বড় কোন বিপদে না ফেলে।তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
আজকের ডেইলি টেস্ক প্রুফ
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিক বলেছেন ভাইয়া বিপদ আসলে চারপাশ দিয়ে আসে। তবে বিপদে আমাদের ধৈর্য ধরতে হবে।সৃষ্টিকর্তা যেন কখনো কাউকে বড় ধরনের বিপদের সম্মুখীন না করে।ধন্যবাদ ভাইয়া।
আপনার এই কথার সাথে আমিও সহমত পোষণ করলাম। বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসতে থাকে যেন কোন দিক থেকে উদ্ধার পাওয়া যায় না সে মুহূর্তে। একথাও সত্য বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হয়। কারণ বিপদ থেকে উদ্ধার পেতে হলে নিজেদের অনেকটা বুঝে শুনে চলা উচিত।
ঠিক বলেছেন ভাইয়া, বিপদ যখন আসে সবদিক থেকে একবারে আসে। মাঝে মাঝে এই সমস্যায় আমিও পড়ি। মনে হয় সমস্ত বিপদ একসাথে এসেছে। তবে বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে রাস্তা খুঁজতে হয় এটাই হয়তো একমাত্র সমাধান। আপনার ভাগিনার চাকরি চলে গিয়েছে আবার সে চাকরি করার জন্য ঢাকায় গিয়েছে। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম বিপদ আসলেই সব দিক থেকে একবারে আসে।
আপনি একদম ঠিক বলেছেন ভাই বিপদ আসলে চার পাশ দিয়ে আসে। আসলে আমি মাঝে মাঝে এই রকম বিপদে পড়ি, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে তা ছাড়া বিপদ থেকে উদ্ধার হওয়া যাবেনা।
প্রথমে সবার চাকরি গেল তারপর জমি নেওয়ার জন্য গাড়ি বিক্রি করতে হলো সব মিলিয়ে বেশ বিপদের মধ্যেই। সত্যি যখন বিপদ আসে চারিদিক থেকে আসে। তবে এই বিপদের সময় আমাদেরকে হতাশ না হয়ে ধৈর্য ধরে থাকাটাই উচিত। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে। ধন্যবাদ ভাইয়া এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
একদম ঠিক কথা বলেছেন ভাই বিপদ আসলে চারপাশ দিয়ে আসে।বিপদ বলে কয়ে আসেনা।মাঝেমধ্যে এমন সমস্যার সম্মুখীন আমিও পড়ি। তবে বিপদের সময় আমাদেরকে হতাশ হলে চলবে না ধৈর্য ধরতে হবে। সৃষ্টিকর্তা আমাদের সব সমস্যার সমাধান করে দিন।