রাস্তার পাশের নার্সারি থেকে তোলা কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটি ফুলের এবং গাছপালার ফোটোগ্রাফি নিয়ে, যেগুলো আমি মূলত কলকাতার রাস্তার পাশের একটি নার্সারি থেকে করেছিলাম। নার্সারি টি বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। সেখানে প্রচুর গাছপালার সম্ভার,যেগুলো আমি আপনাদের মাঝে কয়েকটি পর্বে শেয়ার করবো। আশা করি আপনাদের খারাপ লাগবে না। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20230706_124406.jpg


এটি আমাদের সকলেরই অতি পরিচিত একটি ফুল, যার নাম অপরাজিতা। আমরা অনেকেই এর অপূর্ব সুন্দর নীল রঙের জন্য একে আবার নীলকন্ঠ বলে চিনি। বাবা নীলকন্ঠ এর পুজোয় এই ফুলের ব্যবহার দেখা যায়। এছাড়া এই ফুলের অনেক উপকারিতা রয়েছে,যেটি আমি আপনাদের মাঝে নীল চা এর রেসিপিতে শেয়ার করেছিলাম।

IMG_20230706_124233.jpg


এটি হলো একটি বন্য ফুল। যার নাম বন্য মিষ্টি তুলসী, ইংরেজিতে একে বলা হয় ওয়াইল্ড সুইট বেসিল। সাদা রঙের বন্য এই ফুলটি দেখতে ভালোই লাগছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

IMG_20230706_124315.jpg


এটি হলো বেগুন গাছের ফুলের ফটোগ্রাফি, যা আমাদের সকলেরই চেনা। তবে গাছটিতে এখনও বেগুনের দেখা নেই, সবে মাত্র ফুল ফুটেছে। তবে গাছটিতে ছোটো ছোটো পোকার আবির্ভাব ঘটেছে দেখছি।

IMG20230629153554.jpg


এটি হলো সাদা রঙের জবা। জবা ফুলের তো অনেক রঙই হয়, তবে তার মধ্যে থেকে লাল আর গোলাপী রঙের প্রজাতিটির বেশি দেখা মেলে। সাদা রঙের জবা খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই যখনই এর দেখা পেলাম ফোটোগ্রাফি করে নিলাম।

IMG_20230706_123910.jpg


এটি হলো ওয়েস্ট ইন্ডিয়ান লান্টানা। এই ফুলটি খুব একটা পরিচিত নয় আমাদের কাছে, তবে অনেকেই হয়তো দেখেছি। ক্ষুদ্রাকৃতির এই ফুলগুলি বিভিন্ন রঙের হয়ে থাকে।

IMG20230629153538.jpg


এটি হলো জাস্টিসিয়া আধাটোডা উদ্ভিদ। এই উদ্ভিদটি আমাদের কাছে খুব একটা পরিচিত নয় ,হয়তো মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখে থাকি কিন্তু নাম খুব বেশি কারো জানা নয়।

IMG_20230706_124127.jpg


নার্সারিটি বেশ খানিকটা জায়গা জুড়েই অবস্থিত ছিল। যেখানে ছিল রকমারি গাছের সম্ভার। সেই ছবিটিই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Sort:  
 last year 

আসলে ভালো ভালো সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের আশেপাশের প্রকৃতির মাঝে শুধু নয়ন মিলে দেখে এটি ফটোগ্রাফি করা এবং এর সৌন্দর্য উপভোগ করা।
আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে অপরাজিতা ফুল।

 last year 

অপরাজিতা ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেকদিন হলো নার্সারিতে যাই না, আগে সময় পেলেই ফটোগ্রাফি করতে চলে যেতাম, আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে মন ভালো করে দেয়ার মত ফটোগ্রাফি ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 last year 

রাস্তার পাশের নার্সারি থেকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অপরাজিতা ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মজার ব্যাপার হল আজকাল অপারাজিতা ফুল টা দেখলেই আপনার সেই অদ্ভুত চায়ের রেসিপিটার কথা মনে পড়ে যায়,, হিহিহিহি। ফটোগ্রাফিতে আপনার হাত সত্যিই অনেক চমৎকার। সবগুলো ছবি ভালো লাগছিল দেখতে। তবে তার মাঝখান থেকেও সাদা জবা টা একটু আলাদাভাবেই যেন মনটা ছুঁয়ে দিয়ে গেল।

 last year 

ঠিক বলেছেন ,আমারও অপরাজিতা ফুল দেখলেই এখন সেই চায়ের কথাই মনে পড়ে প্রথমে,😁। সত্যিই সাদা জবা গুলো দেখতে অনেক সুন্দর লাগে।

 last year 

অপরাজিতা ফুল আমার একটু বেশি পছন্দ। এই ফুলের সৌন্দর্য খুব সহজেই আমাকে আকৃষ্ট করে। সবুজের মাঝে একদম নীলপরী বসে থাকে মনে হয়। অপরাজিতা ফুলের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লাগলো আমার আপু। ধন্যবাদ আপনাকে নার্সারিতে গিয়ে কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অপরাজিতা ফুল দেখলে ,সত্যিই সবুজের মাঝে নীলপরী বলেই মনে হয়। আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ,অনেক খুশি হলাম।

 last year 

কলকাতা শহরের রাস্তার পাশে নার্সারি থেকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করছেন যেগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হচ্ছি। ফুলের ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি, আপনি দেখছি ফুলকে অনেক বেশি ভালোবাসি। ফুলের প্রতি আপনার এই ভালবাসা সবসময় অটল থাকুক। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

নার্সারি থেকে আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

রাস্তার পাশে নার্সারি বাগান থেকে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এরকম নার্সারি বাগানে গেলে ফটোগ্রাফি করলে ভালো লাগে এবং মন অনেক ফ্রেশ হয়। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে।

 last year 

কলকাতা রাস্তার পাশে নার্সারি বাগান থেকে আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে নার্সারি বাগানে গেলে ফুল এবং ফলের সারা গাছ দেখলে এমনিতেও মন অনেক ভালো হয়ে যায়। কোনটা রেখে কোনটা প্রথমে ফটোগ্রাফি করি চিন্তায় পড়ে যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো অপরাজিতা ফুল এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অপরাজিতা ফুল এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। রাস্তার পাশে নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। মোবাইলটা সাথে রাখবেন আর যখন যা খিছু দেখবেন শেয়ার করবেন। আমরাও দেখতে চাই কোথায় কি আছে। ধন্যবাদ আপু।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।