You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮১

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রকৃতির মতো স্নিগ্ধ তুমি,
তুলোর মতো কোমল ও মন।
সময় ভেদে কঠিনও হয়,
কিন্তু আমার ছোঁয়ায় সব গলে যায়।

গাছের সবুজ পাতার মতো,
মিষ্টি তোমার হাসি।
তোমায় কাছে পেলে ওগো,
ফুলের সুবাসে ভাসি।

Sort:  

সত্যিই অনেক সুন্দর হয়েছে কবিতাটা। প্রত্যেকটা লাইন মন ছুঁয়ে যাওয়ার মতো।🌝

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি হলাম কবিতাটা ভালো লেগেছে জেনে 😍।