DIY- এসো নিজে করি || রঙিন পেপার দিয়ে সুন্দর কাগজের ফুল তৈরি ||
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।
আজ - ০২ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | বসন্তকাল |
আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️
নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে রঙিন পেপার দিয়ে সুন্দর কাগজের ফুল তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন্য।
সুন্দর কাগজের ফুল।
Device : Redmi 10 prime.
চলুন শুরু করা যাক
চলুন শুরু করা যাক
প্রয়োজনীয় উপকরন
- রঙিন কাগজ
- আঠা
- গ্লু-গান
- কাঁচি
কাজের ধারা
ধাঁপ-০১ঃ প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। এবার যে কোন একটি রঙিন কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে এবং একটি গোলাকার বৃত্ত ধরে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তারপর... |
---|
ধাঁপ-০২ঃ সুন্দর করে গোলাকার করে ধাঁপে ধাঁপে ৩০ পিচ কাঁচি দিয়ে কেটে নিতে হবে। গোল রঙিন কাগজ গুলো মাঝখান বরাবর ভাঁজ করে নিতে হবে চিত্রের মতো করে। তারপর... |
---|
ধাঁপ-০৩ঃ ভাঁজকৃত রঙিন কাগজের সাথে একটু আঠা লাগিয়ে নিতে হবে এবং ধাঁপে ধাঁপে ৩০ পিচ ভাঁজ করা কাগজ সম্পূর্ণ করতে হবে। তারপর... |
---|
ধাঁপ-০৪ঃ এবার পছন্দ মতো রঙিন কাগজ নিয়ে কাঠি আকারে করে নিতে হবে। তারপর... |
---|
ধাঁপ-০৫ঃ আবারো পছন্দ মতো একটি রঙিন কাগজ নিতে হবে এবং তা ১০ সে.মি হতে হবে। এবার কাগজটি মাঝখান বরাবর কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া কাগজ ভাঁজে ভাঁজ করে নিতে হবে চিত্রের মতো করে। তারপর... |
---|
ধাঁপ-০৬ঃ ধাঁপে ধাঁপে ভাঁজ করা হয়ে গেলে মাঝ বরাবর ধরে দুটি পার্শ্ব সমান করে নিতে হবে। এবার মাঝখান দিয়ে একটু আঠা লাগিয়ে দিয়ে জোড়া করে নিতে হবে। তারপর... |
---|
ধাঁপ-০৭ঃ এবার ৩০ পিচ ভাঁজ করা কাগজ কাঁচি দিয়ে যে কোন এক পাশে কেটে নিতে হবে এবং মাঝখানে আঠা লাগিয়ে দিয়ে হলুদ রঙের কাঠিটি আঠার সাথে জোড়া করে দিতে হবে। তারপর... |
---|
শেষধাঁপ-০৮ঃ জোড়া করার পর প্রথম চিত্রের মতো আসলে কাঠির সাথে দুই পাশে দুটি পাতা লাগিয়ে দিতে হবে। |
---|
- অতঃপর তৈরি হয়ে গেলো আমাদের সেই কাঙ্ক্ষিত রঙিন পেপার দিয়ে সুন্দর কাগজের ফুল তৈরি।
টুইটার শেয়ার।
https://twitter.com/Rafiqul61123325/status/1493897198555172866?t=qH-xsgZIIziBFwFci_9nug&s=19
একই পোস্ট আপনি আবার কেন পোস্ট করছেন??? আপনি কি আমাদের নিয়ম কারণ সম্পর্কে অবগত নন?
বাহ খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দারুন লাগছে দেখতে। খুব সহজ ভাবে তৈরি করেছে দেখতেও খুব সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 🤗🤗
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওয়াও আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। আপনার ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার ফুলের কালার টি অসাধারণ হয়েছে। শুভকামনা আপনার জন্য।
আমার তৈরি ডাই প্রজেক্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ
আমার কাছে মনে হয় ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি হল ফুল। সেটা কাগজের তৈরি হোক বা গাছে ফোটা হোক, চোখের সামনে আসলেই এক অন্যরকম অনুভূতি কাজ করে। খুব খুব খুব পছন্দ হয়েছে আপনার তৈরি কাগজের ফুল টি দাদা। সত্যি বলতে পোস্টটা অনেক সাজানো-গোছানো ছিল। এই ব্যাপারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে।
দিদি আমার কাগজের তৈরি ফুলটি আপনার কাছে খুব পছন্দ হয়েছে জেনে সত্যি অনেক খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। ভালোবাসা অবিরাম দিদি🥰🥰
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। খুবই সিম্পল ভাবে তৈরি করে দেখিয়েছেন। কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এটা তৈরি করার ধাপ গুলো অনেক সুন্দর ভাবে আপনি এটা উপস্থাপন করেছেন শুভকামনা রইল ।
ধন্যবাদ মন্তব্যের জন্য
বাহ! চমৎকার ক্রিয়েশন আপনার বলতে হবে। খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন আপনি এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ
বাহ্!! কি সুন্দর করে আপনি রঙিন পেপার দিয়ে সুন্দর কাগজের ফুল তৈরি ||করেছেন।যা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে জীবন্ত ফুল।সত্যিই অসাধারণ হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥
আমি আপনার মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম আপু। অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।
যদিও হ্যান্ডিক্রাফট খুব সিম্পল তবে খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কালারটা, খুব সহজ এবং সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। পাতাগুলো সুন্দর লাগছে। আসলে উপস্থাপনের জন্য অনেক সাধারণ জিনিস অনেক ভালো লাগে। ধন্যবাদ
জ্বী একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে
আপনি বরাবরই সুন্দর সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আপনি অসাধারণ একটি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। যা দেখে খুবই ভাল লাগছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ