রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আমি @rahimakhatun
from Bangladesh
১১ ই অক্টোম্বর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
|
---|
|
---|
আসলে আমার ভাতিজী বেশ কিছু দিন যাবৎ বলছে আমাকে একটা ফুল বানিয়ে দিবে। ও চেয়েছিলো একটা পিঙ্ক কলার ফুল বানিয়ে যেন দেই। আমার কাছে পিঙ্ক কালার কাগজ ছিল না ,পরে ভাবলাম বেগুনি কালার দিয়ে তৈরী করে দেই। আমার কাছে বেগুনি কালার পছন্দ। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।আমি ধাপে ধাপে দেখিয়েছি। কথা না বারিয়ে চলেন দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
উপকরণঃ
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে সমান করে তিনটা ভাঁজ দিব।
২য় ধাপ
তারপর ছুরি দিয়ে কেটে নিলাম।
৩য় ধাপ
তারপর আরো ছোট ভাঁজ করে নিয়েছি।
৪র্থ ধাপ
পাতার মত শেপ দিয়ে নিলাম।
৫ম ধাপ
কেচি দিয়ে কেটে নিলাম।
৬ষ্ঠ ধাপ
৭ম ধাপ
তারপর পাতাগুলা একটু পাতার মত শেপ করে নিচ্ছি।
৮ম ধাপ
একটার পর একটা আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি ।
৯ম ধাপ
পাতা এবং ডাট বানিয়ে নিলাম।
আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।
হয়ে গেলো কাগজের তৈরি ফুল । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
photograpy | papers flower |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেক দিন পর হলেও আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। আপনার ভাতিজী পিংক কালারের ফুল চেয়েছিল। কিন্তু আমার কাছে এই নীল ফুলটাও ভাল লাগছে। আমার মনে হচ্ছে আপনার ভাতিজীরও পছন্দ হয়েছে। আপনি কাচি দিয়ে অনেক দক্ষতার সাথে কেটে সুন্দর ফুলটি বানিয়েছেন। আমার এই ধরনের কাগজের কাজগুলো ভাল লাগে। ধন্যবাদ আপু।
নীল কালারও আমার ভালো লাগে।ছোট মানুষ তো তাই খালি খালি পিংক পিংক করে😉।ধন্যবাদ
আহহ ,ফুলটা তো বাহিরে পড়ে যাবে।
পরে আবার আপনার ভাতিজি কান্না করবে। 🤪
যাইহোক ফুলটা আসলে সুন্দর ছিল আপু। এমন ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে আমারও ভীষণ ভালো লাগে।
হা হা,,না না বাহিরে পরবো না,আমি তো ধরে রেখেছি।ধন্যবাদ আপনাকে আপু।
বাহ আপু আপনি তো দেখছি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার ফুল তৈরি দেখতে অসাধারণ হয়েছে। আসলে ফুলের পাপ এগুলো দেখতে আমার কাছে বিশ্বাস করে অনেক ভালো লেগেছিল।
ভাইয়া কি লিখেছেন,আমার একটু বুঝতে কষ্ট হয়েছে😉।আপনি মনে হয় বিশেষ কে বিশ্বাস লিখেছেন
যেভাবে করতে চেয়েছেন সেভাবে না করতে পারলে কি হবে, যতটুকু করেছেন এটা ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি ফুল উপহার দেওয়ার জন্য।
আসলেই ভেবেছিলাম আরেকটু অন্যরকম করবো, কিন্তু হলো না।যাই হোক আপনাদের ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগছে।ধন্যবাদ
আশা করি আরো ভালো ভালো কাজ আপনার কাছ থেকে দেখতে পাবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক করার জন্য।
আপু ফুলটির ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের ওয়ালমেট গুলো অনেক ভালো লাগে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।
আমি ফিনিশিং আরেকটু সুন্দর করতে চেয়েছিলাম।কিন্তু কোন রকমই পারচ্ছিলাম না কেন জানি।যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ
আপু আপনার ভাতিজির জন্য দারুণ একটা ফুল তৈরি করেছেন।আসলে বাচ্চাদের এ ধরনের ফুল অনেক পছন্দ। আপনি একটি ফুল বানাতে গিয়েছিলেন যদি ও অন্য রকম হয়েছে। তারপরে ও ফুলটি সুন্দর লাগছে।
আসলেই বাচ্চারা বেশ পছন্দ করে।আমার ছেলেও বেশ পছন্দ করে।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে দেখে আমার কাছে খুব ভালো লাগলো। কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমার খুব ভালো লাগে। আসলে কাগজের ফুলটি দেখতে বেশ দুর্দান্ত লাগছে। এত চমৎকার কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
আসলে আপনাদের ভালো লাগাই মানে আমার সার্থকতা। সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভেচ্ছা নিবেন।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ফুল তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, দেখতে খুবই সুন্দর লাগছে।
কাগজের ফুল তৈরি করার উপস্থাপন লেগেছে জেনে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
বাহ আপু আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন। নীল রঙের হওয়ায় এই ফুলটি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিসপত্র তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়।
আমার আর কই দক্ষতা,,আমি তো তেমন কিছুই পারি না,সবার দেখাদেখি আমার একটু চেষ্টা। ধন্যবাদ
আপু রঙিন কাগজের তৈরি ফুলটি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
কালার কম্বিনেশন টা আপনার ভালো লেগেছে😀😀।আসলেই কিছু কিছু কালার সবারই ভালো লাগে। ধন্যবাদ