আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার তৈরি বিশেষ লোগো।

in আমার বাংলা ব্লগ28 days ago (edited)
২৫ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

amr bangla  logo 2 png.png

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি অনেক দিন পর পোস্ট করলাম।আসলে গরম খিচুড়ি গায়ে পরে বেশ ভালোই কষ্ট পাচ্ছি। তারপর ও আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে লোগো বানানো মিস করিনি।আসলে আমার বাংলা ব্লগ আমাদের মনে প্রানে মিশে আছে,আর প্রতিযোগিতা হলে অংশ গ্রহন করতে পারলে বেশ ভালো লাগে,যদি ও ছোট বাবুর কারনে আমি এখন আগের মত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি না।যাই হোক আমার বাংলা ব্লগের লোগো বানাতে পেরে আমার বেশ ভালো লাগছে।আমি আজকের লোগোটি বানিয়ে আগের লোগোগুলোকে কেন্দ্র করে।আমার কাছে লোগো সিম্পল বেশি ভালো লাগে।তাই আমি তেমন একটা গর্জিয়াছ করিনি অর্থাৎ অনেক বেশি ছবি দেই নি।প্রথমে কিছু পাতা দিয়ে সার্কেল নিয়েছি।আমার বাংলা ব্লগ মানেই বাংলায় প্রকাশ করা তাই কিছু বাংলা বর্নমালা নিয়েছি।তারপর এখানে স্টিমের লোগো ব্যবহার করেছি। আমার বাংলা ব্লগ মানেই নিত্য নতুন আইডিয়া তাই সেই রকম একটা ছবি দিয়েছি।একটা বই নিয়ে সেটা ও মডিফাই করে দিয়েছি।কথা না বাড়িয়ে যাওয়া মূল আয়োজন।

5b6f0c3d-d169-4948-8c43-e846a9a15c69.jpeg

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

Ai ও Ps সফটওয়্যার

প্রস্তুত প্রণালী


১ম ধাপ

Screenshot (4).png

সার্কেল নিয়েছি।

২য় ধাপ

Screenshot (5).png

তারপর ঘুরিয়ে নিয়েছি

৩য় ধাপ

Screenshot (6).png

আবার সার্কেল নিয়েছি।

৪র্থ ধাপ

Screenshot (7).png

আবার ফিল অফ করে স্টক নিয়েছি ,আর স্টক বাড়িয়ে নিয়েছি।

৫ম ধাপ

Screenshot (8).png

scissors টুলস দিয়ে কেটে নিয়েছে।

৬ষ্ঠ ধাপ

Screenshot (9).png

তারপর উনিফর্ম দিয়ে শেপ পরিবর্তন করে নিয়েছি।

৭ম ধাপ

Screenshot (11).png

তারপর স্টেম লোগো নিয়ে অপাসিটি কমিয়ে দিবো ।

৮ম ধাপ

Screenshot (14).png

তারপর একটি এলিমেন্ট নিবো কিছু কালার পরিবর্তন করবো পাথ টুলস দিয়ে ।

৯ম ধাপ

Screenshot (15).png

তারপর একটি বই আইকন নিয়ে তারপর বাংলা টাইপ করে নিব ।

১০ম ধাপ

Screenshot (16).png

একটি ক্যামেরা নিব।

১১তম ধাপ

Screenshot (19).png

আরো কিছু এলিমেন্ট নিয়ে নিয়েছি

১২তম ধাপ

Screenshot (22).png

রাউন্ড একটি শেপ নিয়ে টুলস দিয়ে কেটে নিয়ে টাইপ অন পাথ দিয়ে আমার বাংলা ব্লগ লিখে নিব।

১৩তম ধাপ

Screenshot (23).png

তারপর ফটোশপ দিয়ে mockup করে নিব।

21195494_Colorful_3D_Style_Text_Effect.png

বিশেষ দ্রষ্টব্য :
ইচ্ছে অনুয়ায়ী কালার কিংবা ডিজাইন পরিবর্তন করে দেওয়া যাবে।

আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Sort:  
 27 days ago 

খুবই সুন্দর একটি লোগো তৈরি করার মাধ্যমে আসন্ন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার তৈরি বিশেষ লোগো তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর লোগো দেখতে পারছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি ও খুবই সুন্দর করে একটি সুন্দর লোগো তৈরি করেছেন, আপনার তৈরি লোগো টি দেখে বেশ ভালো লাগছে আমার কাছে।

 24 days ago 

আপনার কাছে আমার তৈরি লোগো ভালো লেগেছে জেনে আমার বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 27 days ago 

এটা সত্য কথা গরম খিচুড়ি যদি গায়ের উপর পড়ে তাহলে খুবই কষ্ট হয়। তারপরও আপনি লোগো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর লোগো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 24 days ago 

আসলেই বেশ কষ্ট পাচ্ছি। যাদের সারা শরীর পুড়ে যায় তাদের তো আরো কষ্ট। ধন্যবাদ আপনাকে

 27 days ago 

অনেক সুন্দর হয়েছে আপনার করা লোগো টা সিম্পল এর মধ্যে বেশ দারুন লাগছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 24 days ago 

আসলে লোগো যত সিম্পল হয় ততই সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ

 27 days ago 

বাহ, বেশ দারুন হয়েছে তো! অসাধারন লাগছে।

 27 days ago 

ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করেছি একটু সিম্পলের মধ্যে।

 27 days ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছেলে এবং মেয়ে দুজন তো দেখছি বেশ মনোযোগ দিয়ে ব্লগিং করতেছে। আপনার অংকন করা এত সুন্দর একটা আর্ট দেখে সত্যি জাস্ট মুগ্ধ হয়েছি। আমার কাছে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আপনার লোগো তৈরি করাটা। এক কথায় দারুন ছিল পুরো লোগোটা। ধন্যবাদ এত সুন্দর লোগো তৈরি করে শেয়ার করার জন্য।

 24 days ago 

আপু ছেলে মেয়ে কোথায় পেলেন🤪🤪।ধন্যবাদ আপু।

 27 days ago 

গরম খিচুড়ি আপনার গায়ে পড়েছিল শুনে সত্যিই খারাপ লাগছে। এর আগে এই খবরটি আমি শুনিনি আপু। আপু আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর লোগো তৈরি করেছেন দেখে ভালো লাগলো। অসাধারণ হয়েছে আপনার তৈরি করা লোগো।

 27 days ago 

হ্যা আপু,বাবুর গরম খিচুড়ি বেল্ড করতে নিয়েছিলাম পরে ক্যাপ খুলে আমার মুখে এবং গলায় পরেছে অনেক খানি বড় বড় ফোস্কা পরে পানি জমে গিয়েছে এখনও ভালো হয়নি।

 27 days ago 

অসুস্থ শরীর নিয়েও আপনি চমৎকার কাজ করেছেন আপু। আপনার তৈরি করা লোগোটি চমৎকার হয়েছে। আর আপনি অনেক সুন্দর করে এই লোগোটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ দেখে ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 24 days ago 

আসলে লোগো করতে তেমন সময় লাগে না, তবে ভাবতে অনেক সময় লাগে।আপনাকে অনেক ধন্যবাদ

 25 days ago 

খুবই সুন্দর একটি লোগো তৈরি করেছেন আপনি৷ এর মধ্যে ডিজাইনগুলো খুব সুন্দর ভাবেই দিয়েছেন৷ একের পর এক ডিজাইনগুলো আপনি এখানে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এবং যেভাবে আপনি ডিজাইনগুলো এখানে তৈরি করেছেন তা তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ ধন্যবাদ এই পোস্ট শেয়ার করার জন্য৷

 24 days ago 

ডিজাইন বলতে elements দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি আপু শরীরের যে কোন অংশ পুড়ে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আপনি বেশ চমৎকার একটা লোগো তৈরি করেছেন। লোগোটি দেখতে খুবই সুন্দর হয়েছে। লোগো তৈরি ধাপ গুলো আমাদের মাঝে বেশ সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ অনেক সুন্দর একটি লোগো আমার বাংলা ব্লগকে উপহার দেওয়ার জন্য

 24 days ago 

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন।

 24 days ago 

অবশ্যই আপু দোয়া করি সব সময়।