"@hungry-griffin" নামে একজন নতুন আবির্ভূত STEEM বিনিয়োগকারী এবং আমাদের প্রজেক্ট সম্পর্কে কিছু কথা |
আমি @rahimakhatun
from Bangladesh
১৬ ই আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ।
১ল অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগন সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজ আমি স্টিম জগতে নতুন আগত বিনিয়োগকারী @hungry-griffin নিয়ে আলোচনা করবো। অন্যদের চোখে পড়ার মত ,তার স্টিমের বিনিয়োগ আমারও চোখে পড়েছে। আমার মতে ব্লগিং সাইট এ স্টিম কে উপরে উঠানোর জন্য তার ভূমিকা অপরিসীম হতে পারে।
|
---|
hungry-griffin সম্পর্কে খুব বেশি না জানলেও অনুমান করতে পারি যে স্টিম ব্যবহারকারী ব্লগাদেরকে উৎসাহিত করার জন্য তার এই বিনিয়োগ। ব্লগিং সাইটে যারা নিজেদের সেরা দিয়ে ভালো মানের কনটেন্ট রাইটার তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার এই চেষ্টা। অনেক সময় ভালো মানের কনটেন্ট লিখেও ভালো পুরস্কার পাচ্ছি না ,শুধু মাত্র কিছু অসাধু ব্লগারের জন্য। তারা একাধিক আইডি প্রতিনিয়ত কপি রাইট কিংবা চুরি করে রিওয়ার্ড নিয়ে যাচ্ছে। এই সংক্রান্ত অনৈতিক কার্যাবলী মোকাবেলার জন্য আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার @rme দাদা @abuse-watcher প্রতিষ্ঠা করেছেন। hungry-griffin এই ভালো কাজে আমাদের সহযোগিতা জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। যা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। এতে করে স্টিম ব্যবহারকারী ভালো ব্লগিং এর মাধ্যমে পুরস্কার পেয়ে উৎসাহিত হবে। স্টিম টোকেনে অগ্রগতির জন্য hungry-griffin পাশেই থাকবেন আমি মনে করি।
|
---|
hungry-griffin সম্পর্কে একটা বিষয় না উল্লেখ না করলেই নয় যে ,স্টিম ব্লকচেইনে খুব কম সময়ে আমার মত সকলের মনোযোগ আকর্ষণ করেছে। তিনি ব্যাপক স্টিম পাওয়ার আপ করে করেছেন। শুধুমাত্র স্টিম প্লাটফ্রম কে এগিয়ে নেওয়ার জন্য। আমি আশাবাদী তার এই বিনিয়োগ স্টিমকে উপরের দিকে নিয়ে যাবে। তার এই বিনিয়োগের মাধ্যমে স্টিম টোকেনের শক্তি বৃদ্ধি এবং সহায়তামূলক প্রকল্প গুলোতে গতিশীল আনবে। এই উদ্যোগের মাধ্যমে পরিশ্রমী স্টিম ব্লগাদের উৎসাহিত করবে।
|
---|
আমাদের নিজের প্রজেক্ট গুলা হচ্ছে।
১)abuse -watcher প্রজেক্ট
২)abb school প্রজেক্ট
৩)free delegation service প্রজেক্ট
৪)free account registration sevice প্রজেক্ট ও
৫)withness service .
abuse -watcher প্রজেক্ট
একাধিক আইডি ,কপি রাইট ,স্পামিং এই ধরণের অনৈতিক কার্যাবলী মোকাবেলা করা যাবে abuse -watcher এর মাধ্যমে।আমি মনে করি ,abuse -watcher প্রতিষ্ঠার মাধ্যমেhungry-griffin এর সহযোগিতার মাধ্যমে স্টিমকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।এবং অসাধু রাইটদের চিহ্নিত করা যাবে।
abb school প্রজেক্ট
abb school এর মাধ্যমে ধাপে ধাপে একজন ভালো মানের ব্লগার তৈরি করা হয়।
abb school এর ক্লাস এর মাধ্যমে একজন ব্যাক্তি খুব সহজ উপায়ে ব্লগিং করে ভালো পরিস্কার পেয়ে থাকে। আমাদের প্রফেসররা খুব সুন্দর হাতে কলমে আমাদের শিখিয়ে দেয়।
free delegation service প্রজেক্ট
আমাদের free delegation service রয়েছে। যার মাধ্যমে স্টিম পাওয়ার ডেলিগেশন করে ,ডেলিগেশনের পার্সেন্টেজ অনুযায়ী আমার ভোট পেয়ে থাকি। তাছাড়া লিকুইড স্টিম ও পেয়ে থাকি।
free account registration sevice
বর্তমান সময়ে স্টিমিটে রেজিস্ট্রেশন প্রসেসটা একটা খুবই ঝামেলাযুক্ত প্রসেস । এই প্রক্রিয়ায় যদিও ইমেইল ভেরিফিকেশন অপেক্ষাকৃত সহজ একটা প্রসেস কিন্তু মোবাইল ফোন ভেরিফিকেশনটা বেশ ঝামেলার ।এই সব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থেকে একটা উদ্যোগ নেয়া হয়েছে যাতে নতুন ইউজাররা খুব সহজেই স্টিমিটে একাউন্ট খুলে ব্লগিং শুরু করতে পারেন ।
withness service
আমাদের নিজেদের withness আছে।
আমি আন্তরিকভাবে আশা করি আমরা , hungry-griffin-এর থেকে সমর্থন পাবো। তাহলে আমরা ভালো কিছু করতে পারবো । ভালো কনটেন্ট লিখার মাধ্যমে ভালো রিওয়ার্ড পাব।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
VOTE @bangla.witness as witness
OR
অনেক কিছু জানতে পারলাম এই। পোস্টের মাধ্যমে। hungry-griffin প্রতিশ্রুতি দিয়েছেন শুনে ভালে লাগলো।আসলেই এটি আনন্দের একটি বিষয়৷ তার এতো স্টিম পাওয়ার আপ দেখে ভালো লাগছে৷ তিনি এই প্লাটফর্মকে সামনে এগিয়ে নিতে চান, আসলেই ভালো লাগছে।
হুম @hungry-griffin অনেক স্টিম পাওয়ার আপ করেছেন।আশা করি উনি ভালো কাজ করে স্টিমকে এগিয়ে নিয়ে যাবে।
@hungry-griffin এর এতগুলো স্টিম পাওয়ার আপ দেখে অনেক বেশি ভালো লাগছে। স্টিম প্লাটফর্মকে এগিয়ে নেওয়ার জন্য তার এই অবদান অনস্বীকার্য। এই প্রক্রিয়ার মাধ্যমে পরিশ্রমী স্টিম ব্লগারদের আরো বেশি উৎসাহিত করবে এটি জানতে পেরে আরো অনেক বেশি ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য।
আশা করি কনটেন্ট রাইটার্স এবং পরিশ্রমী ব্লগারদের জনয় খুব ভালো একটা সংবাদ।আপনি পোস্ট পড়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ
আপনার পোস্ট পড়ে অনেক অজানা জিনিস গুলো জানতে পারলাম আপু । hungry-griffin প্রতিশ্রুতি দেওয়া একটা ভালো উদ্যোগ। আশাকরি তার স্টিম পাওয়ার গুলো দিয়ে এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।হুম প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাবে।
আপনার পোষ্টের মাধ্যমে @hungry-griffin সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। উনি আসলে আমাদের এ প্লাটফর্মের জন্য অনেক বড় অবদান একটা অবদান রেখেছেন। তিনি অনেকগুলি স্টিম পাওয়ার আপ করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। তার এই উদ্যোগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম আরো অনেক দূর এগিয়ে যাবে।
হুন,স্টিমকে এগিয়ে নেওয়ার জন্য ওনার সহযোগিতা কাম্য।আপনাদেরকে জানিয়ো আমারও ভালো লাগলো।ধন্যবাদ
আপনার পোস্ট টা বেশ ইনফরমেশন যুক্ত ছিল। সবমিলিয়ে অনেক কিছু জানতে পারলাম। এইরকম একজন লোক আমাদের পাশে থাকলে আমাদের এগিয়ে যাওয়া আরও সহজ হবে। অনেক সুন্দরভাবে আমার বাংলা ব্লগ এর প্রজেক্টগুলো সম্পর্কে আলোচনা করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল।।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।🥰🥰🌹।শুভ কামনা রইলো