You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৮ (বিবিধ)

in আমার বাংলা ব্লগ2 years ago

(১) বৈদ্যুতিক গাড়ি।
(২)লাইগার এবং টাইগন হচ্ছে বাঘ এবং সিংহের মিশ্রনে একটি হাইব্রিড প্রজাতি।লাইগার হচ্ছে পুরুষ হিংস এবং মহিলা বাঘ ও টাইগন হচ্ছে পুরুষ বাঘ এবং মহিলা সিংহের মিলনের ফলে জন্ম নেওয়া নতুন দুইটি প্রজাতি
(৩)জলের উপরস্তরে

(৪) অক্টোপাস।
(৫) রিপাবলিক অফ কঙ্গো
(৬) রূপকথার ফিনিক্স পাখির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চিরঞ্জীব। অর্থাৎ আগুনে পুড়ে ছাই হয় ,সেই ছাই থেকে আবার জন্ম নেয়।

(৭)অ্যানাইহিলিন পিস্তল যে কোন কিছু কে নিশ্চিহ্ন করে দিতে পারে আর মিরাকুইরল যে কোন রোগ সারাতে পারে।

(৮)চিতার পা অনেক লম্বা এবং সরু ,যার কারণে জোরে দৌড়াতে সক্ষম। এর গায়ে কালো ছোপ থাকে।চিতা রোগা এবং লম্বাটে। চিতা শিকার করে দিনের বেলা।সম্ভবত কুকুর গোত্রীয়।চিতার নাকের দুই পাশে চোখের নিচে কালো টিয়ার মার্ক আছে।

অন্য দিকে চিতাবাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছো বাঘের মত। চিতাবাঘ শিকার করে রাতে।চিতাবাঘ হলো বিড়ালগোত্রীয়।চিতাবাঘের নাকের দুই পাশে চোখের নিচে কালো টিয়ার মার্ক নেই
(৯)গালাপাগোস দ্বীপ
(১০) পৃথিবীতে প্রথম ছাপা বই হচ্ছে জোহানেস গুটেনবার্গ। ছেপেছিলেন জোহানেস গুটেনবার্গ।