বাহ্ ভাইয়া কবিতা টি কিন্তু দারুন লিখেছেন।কবিতায় কবি ছায়া হয়ে তার প্রিয় মানুষটিকে নিজের মনের কথা বলতে চায়।কবির প্রিয় মানুষ সব বুঝেও দূরে সরিয়ে রাখেন কবিকে।আশা করি খুব তাড়াতাড়ি প্রিয় মানুষকে মনের কথাটি বলতে পারবে।চমৎকার ছিল কবিতাটি ভাইয়া।ধন্যবাদ ভাইয়া আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
নিয়তি বড় অসহায়, কখন কি হয় বলা মুশকিল। তবে হয়তো ছন্দ ফুটে উঠেছে অব্যক্ত কথাগুলো।