দেশপ্রেম

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দেশপ্রেম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমরা যে মাটিতে জন্মগ্রহণ করেছি সেই মাটির প্রতি আমরা চিরঋণী। আমার কাছে মনে হয় যে আমার এই জন্মভূমির মতো ভূমি আর পৃথিবীর কোথাও নেই। আসলে আমাদের এই জন্মভূমির প্রতি সবসময় একটা টান থাকে। আসলে আমাদের এই জন্মভূমিকে ভালোবেসে পৃথিবীতে অনেক লোক শহীদ হয়েছেন। আসলে যাদের ভিতর দেশপ্রেম রয়েছে তারা কখনো দেশের সাথে বেইমানি করতে পারে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষ নিজের দেশের সাথে বেইমানি করে এবং নিজের দেশের ক্ষতির জন্য সব সময় চেষ্টা করে। আসলে দেশপ্রেমী হতে কখনো পয়সা লাগে না। আর আমরা সবসময় চাই যে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

কারণ আমরা চাই না যে আমাদের দেশের থেকে আরো অন্য কোন দেশ বড় হয়ে যায়। আমরা চাই আমাদের দেশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হোক। এক্ষেত্রে আমরা অবশ্যই স্বার্থপর হব। কারণ পৃথিবীর অন্যান্য দেশ অপেক্ষা আমার নিজেদের দেশ আগে থাকবে সবসময়। বহু গুণীজন ব্যক্তিরা রয়েছে যারা সারা জীবন দেশের জন্য কাজ করেছেন এবং দেশের জন্য তারা তাদের নিজেদের মূল্যবান প্রাণটাও দিয়ে দিয়েছেন। তাদের কাছে নিজেদের পরিবার বলতে পুরো দেশটাই ছিল। কারণ দেশের সবার মধ্যে তিনি পরিবারের লোকগুলো খুঁজে পেতেন তাই তিনি শুধুমাত্র নিজের পরিবারের স্বার্থের জন্য নয় পুরো দেশের স্বার্থের জন্য সবসময় কাজ করেছেন।


যদিও অনেকে রয়েছে যারা এসব লোকেদের কখনো সঠিক মূল্যায়ন করেনি। কিন্তু তারা পরবর্তীতে যখন বুঝতে পেরেছে যে এইসব লোকেরা আমাদের দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য সবসময় লড়াই করেছে এবং দেশের মানুষ কি করে ভালো থাকে সেজন্য সবসময় চেষ্টা করেছেন। আসলে আমাদের দেশ আমাদের মায়ের সমান। আর আমরা যদি আমাদের দেশকে অপমান করি এবং অবহেলা করি তাহলে কিন্তু আমরা নিজেদের মাকে অবহেলা করব। মায়ের ঋন যেমন আমরা কখনো কোন কিছুর বিনিময়ে শোধ করতে পারবোনা। ঠিক একই রকমভাবে আমরা কখনো নিজের দেশের ঋণ কখনো শোধ করতে পারবোনা।


এছাড়াও আমরা শুধুমাত্র দেশের জন্য করি এটা কিন্তু নয়। দেশও আমাদের জন্য অনেক কিছু করে। আসলে এমন সুন্দর দেশে একবার জন্মগ্রহণ করে আমাদের মনের আশা এক জনমে কখনো মিটবে না। আমরা চাই যে আমাদের এই দেশেতে যেন বারবার জন্মগ্রহণ করতে পারি। কারণ এই দেশের মায়া এবং মমতার বাঁধনে আমরা সবসময় বাঁধা পড়ে গেছি। আসলে আমরা আমাদের দেশ ছেড়ে যে কোন জায়গায় যাই না কেন সব সময় আমাদের দেশের জন্য একটা টান থাকে। কারণ আমার দেশের মতো এমন আনন্দ আমি আর কখনো অন্য দেশে খুঁজে পাই না। তাইতো এই দেশে যেমন আমি জন্মগ্রহণ করেছি আর কাজের জন্য আমি যতই বাইরে থাকি না কেন আমার যেন এই দেশেতেই মৃত্যু হয়।


এজন্য বর্তমান জেনারেশনদের প্রতি আমার এই অনুরোধ যে আমরা সব সময় যেন নিজের দেশকে ভালোবাসবো এবং কখনো নিজের দেশের মান সম্মানকে নিচু হতে দেব না। কারণ এই দেশের ফুল ফসল সবকিছুই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও এই দেশের মত মন মানসিকতার মানুষ আর পৃথিবীর কোথাও গেলে আমরা কখনোই খুঁজে পাবোনা। আর এজন্য আমরা সব সময় দেশের জন্য কাজ করব এবং দেশের উন্নতির জন্য সবসময় চেষ্টা করব। এছাড়াও নিজের দেশকে সকল দেশের সেরা করার জন্য সবসময় চেষ্টা করব। আর এর ফলে আমরা একদিন অবশ্যই দেশকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে তুলতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 days ago 

দেশপ্রেম নিয়ে খুব সুন্দর একটি লেখা শেয়ার করেছেন। আপনার লেখার মধ্যে দেশপ্রেমের মহত্বের কথা সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ।আমাসের সবার উচিত দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, দেশের মানুষের জন্য কাজ করা। আসুন সবাই নিজের দেশকে ভালোবাসি এবং বিশ্বের দরবারে নিজের দেশকে পজেটিভলি তুলে ধরি। লেখাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 days ago 

আমাদের প্রত্যেককেই নিজের দেশকে সম্মান করতে হবে।কেননা আমাদের নিজেদের দেশের ফুল,পাখি থেকে লতাপাতা সবই আমাদের অতি নিকটের।নিজেদের দেশের মতো শান্তি অন্য দেশে কখনোই পাওয়া সম্ভব নয়।ভালো লাগলো দেশপ্রেম টপিক নিয়ে লেখাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।