RE: ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি" - পর্ব ০৩
আমি প্রথম দুইটা পর্বেই কিছুটা আভাস পেয়েছিলাম,যে, এই ভুতটা আর কেউ না, সেটা নিতাই। তবে এতোটা ভয়ংকর ভাবে দুলালের সামনে আসবে সেটা বুঝতে পারি নাই। দুলাল, যখন নদী থেকে নিতাই এর সাদা মেঘের মতো শরীরটা দেখলো, আমি যদি দুলালের জায়গায় থাকতাম, তাহলে নির্ঘাত ওখানেই শেষ হতাম। তবে যখন দুলাল নিতাই এর বরফের মতো হাতটা ধরলো, তার তখন কি অনুভুতি হচ্ছিল, সেটা হয়ত আমরা তেমন একটা অনুভব করতে পারব না।
এটা দুঃখ জনক, যে নিতাই কলেরায় মারা গিয়ে পিশাচ হয়েছে। সে এমন পিশাচে পরিণত হলো যে নিজের স্ত্রীকে পর্যন্ত খেয়ে ফেললেন। যানি না দুলালকে সে কি করবে। না বন্ধু হয়ে, পিশাচ হওয়া সত্যেও বন্ধুর ভালোবাসাটা বুঝতে পারবে। এখন দেখার পালা পরর্বতী পর্বে, পিশাচ নিতাই, তার প্রাণের প্রিয় বন্ধু দুলালকে কি করে, খেয়ে ফেলে না বাঁচিয়ে রাখে,।
আমার আমার মনে একটু সন্দেহ হচ্ছে, এটা আসলেও কি দুলালর এর সাথে ঘটছে,নাকি দুলাল রাতে ঘুমের ঘরে নিতাইকে নিয়ে স্বপ্ন দেখছেন।সেটা দেখার বিষয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
আমি দাদার গল্প লেখার দক্ষতাকে সাধুবাদ জানাই। এতো সুন্দর ভাবে সুক্ষ বুদ্ধু মত তা দিয়ে, গল্প লিখে তিনি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। দাদা আপনার জন্য, শুভেচ্ছা এবং ভালোবাসা সব সময়।