"আমার বাংলা ব্লগ"// কবিতা // নীল আকাশের বুকে 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
নীল আকাশে সাদা মেঘের দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে।আমি যখন নীল আকাশের দিকে তাকাই, নীল আকাশের মাঝে সাদা মেঘগুলো ভেসে বেড়ায়। তখন আমার খুবই ভালো লাগে এবং পাখিদের দেখতে পাওয়া যায়। এই নীল আকাশের মাঝে মুক্তমনের তারা উড়ে বেড়াচ্ছে। তাদের ডানা মেলে এই উড়ে বেড়ানোর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আসলে আকাশের দৃশ্য এবং পাখিদের দৃশ্য আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। যখনই আমি একা থাকি নিরিবিলি পরিবেশের মধ্যে, তখনই এ আকাশের দৃশ্য আমি উপভোগ করে থাকি। তো বন্ধুরা তাই নীল আকাশের অনুভূতি নিয়ে আজকের লেখা আমার এই কবিতাটি। আশা করছি আমার লেখা আজকের এই কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।
পাখির মতো ডানা মেলে,
উড়ে বেড়াবো আমি,
খুব আপন মনে।
নীল আকাশের দৃশ্য আমার,
লাগে অনেক ভালো।
তাইতো নীল আকাশের মাঝে আমি,
খুঁজে পাই শান্তির আলো।
সাদা মেঘগুলো ঘুরে বেড়ায়,
দূর ওই নীল আকাশে।
মুক্ত আকাশে ডানা মেলে,
ঘুরে বেড়াই সীমানা ছাড়িয়ে।
সাদা মেঘগুলো মাঝে মাঝে,
আমাদের সাথে দেখা করে।
বৃষ্টি হয়ে নামে তারা,
শান্তি পায় মোরা আপন মনে।
তাইতো মন চায় আমার,
সাদা মেঘের সাথে,
ভেসে বেড়াবো আমি দূর ঐ নীল আকাশে।
পাখির মত ডানা মেলে।
নীল আকাশের দৃশ্য আমার,
লাগে অনেক ভালো।
তাইতো পাখির মত উড়ে বেড়াতে চাই,
নীল আকাশের বুকে আরো।
নীল আকাশে সাদা মেঘগুলো যখন ভেসে বেড়ায় তখন ভীষণ ভালো লাগে দেখতে। শরৎকালে এরকম আকাশের সৌন্দর্য দেখা যায়। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। কবিতার প্রত্যেকটা লাইনে নীল আকাশের সৌন্দর্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
একটা মানুষের মনে যদি স্বাধীনভাবে জীবন যাপন করার চিন্তা ভাবনা থাকে তাহলে এরকম কবিতা লেখা সম্ভব ঠিক পাখির সাথে তুলনা করে নিজের জীবনটাকে পাখির দুই ডানার মিলিয়ে মুক্ত আকাশে ওড়ার মতো চিন্তা ভাবনা আসে। চমৎকার লিখেছেন ভাই আপনার কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে।
এটা ঠিক বলেছেন ভাইয়া আকাশের দৃশ্য কিংবা পাখিদের উড়ে যাওয়ার দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি নিজের অনুভূতি থেকে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কবিতাটি যেন স্বপ্নের মত লাগলো। সাদা মেঘে উড়ে বেড়ানো থেকে বিভিন্ন রকমের যে কাল্পনিক চিত্র আপনি বনেছেন কবিতায় তা এক কথায় অসাধারণ হয়েছে। সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।
আমাদের সবার মনের একটা কমন ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা হলো আকাশে ঘুরে বেড়ানো।ছোট হোক বড় হোক সবাই আমরা আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চাই। যাইহোক আজকে আপনার শেয়ার করা কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লাগলো। কবিতার ছন্দ গুলো খুব সুন্দর ভাবে সাজিয়েছেন।
ভীষণ ভালো লাগলো আপনার সুন্দর কবিতাটি পড়ে। কারণ আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে উপহার দিয়ে যাচ্ছেন। মনের মানুষকে নিয়ে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করা দারুণ ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কবিতা গুলো পড়ার সুযোগ করে দিচ্ছেন।
https://x.com/rayhan111s/status/1871454656947437778?t=JeQMS8fZlN9sIk5DFawRFQ&s=19