রাতের বেলায় বাবার সাথে মাছ ধরতে যাওয়ার গল্প// পর্ব-২

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


ছোটবেলার দিনগুলো খুবই আনন্দের ছিল। বিশেষ করে বাবার সাথে মাছ ধরতে যাওয়ার সেই দিনগুলো মনে পড়লেই যেন ভাল লাগে। সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। কি আনন্দময় দিনগুলো ছিল। আসলে যত বড় হচ্ছি ততই যেন মাথার উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এবং আনন্দময় মুহূর্তগুলো যেন হারিয়ে ফেলছি। তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম পলো দিয়ে রাতের বেলা বাবার সাথে মাছ ধরতে যাওয়ার গল্প। আর সেই দিন গুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে সেই মুহূর্তগুলো অসাধারণ ছিল, তাই স্মৃতির পাতায় থেকে আপনাদের মাঝে এই গল্পটি শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আশা করছি দ্বিতীয় পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন গল্পটি পড়া শুরু করা যাক।


lamp-2903830_1280.jpg

source

তো রাতের বেলা আমরা যখন পলো দিয়ে মাছ ধরতে গিয়েছি, আমার বাবার বন্ধুরাও গিয়েছিলো। মাছ ধরতে তাদের সাথে আমরা নদীর পাড়ে মাছ ধরতেছিলাম। আর রফিক স্যার এসেছে মআসলে রফিক স্যার মাছ ধরার খুবই নেশা। সে মাছ ধরতে খুবই ভালোবাসে। যার কারণে সে পলো দিয়ে মাছ ধরতে এসেছে এবং রফিক স্যার মাছ খোঁজা শুরু করে দিয়েছে। তখন রফিক স্যার বলল দেখা যাক আজকে কে বেশি মাছ ধরে। দেখা যাক আমি বললাম ঠিক আছে স্যার আজকে আমাদের এই মাছ বেশি ধরবে। স্যার বলল ঠিক আছে দেখা যাক। তোমার বাবা কি রকম মাছ ধরতে পারে। স্যারের সাথে মাছ ধরা নিয়ে অনেক কথা হলো।তাই আমার অনেক ভালো লাগছে। তারপর আমি আর বাবা লাইট জ্বালিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছিলাম।


সবাই রাতের বেলা মাছ ধরার জন্য চেষ্টা করতেছিল। আসলে এই মাছ ধরার মুহুর্তটাও অসাধারণ ছিল। কারণ লাইটিং দিয়ে সবাই চুপচাপ থাকে।কোন কথা বলা যাবে না, নদীর কিনারায় যখন লাইট ধরা হয় তখন যদি কোন মাছ থাকে। তাহলে সেই মাছ আর নড়াচড়া করে না। তখনই পলো দিয়ে সেই মাছকে আটকাতে হয়। আর আমরা লাইট জ্বালিয়ে মাছ খুঁজছিলাম। এমন সময় আমার বাবার বন্ধুর পোলোতে অনেক বড় মাছ ধরা পরে মআর এই মাছটি ছিল সিলভার কাপ মাছ।আর এই মাছ যখন ধরা পড়ে এবং তখন যে মাছ ধরেছে সে অনেক আনন্দিত হয়। আর সেই মাছ দেখার জন্য আমরা সবাই এগিয়ে যাই। আসলে একজন মাছ ধরলে সবাই আনন্দের সাথে উপভোগ করে।


fishing-228328_1280.jpg

source

পলো দিয়ে আসলে নদী থেকে ছোট বড় অনেক ধরনের মাছ ধরা যায়।আর এই মাছ ধরার জন্য অনেকটাই চেষ্টা করতে হয়। আমার বাবা যখন মাছ ধরার জন্য চেষ্টা করতেছিল। তখন আমি একটি মাছ দেখতে পেলাম। লাইটের আলোতে। বাবাকে বললাম এই যে মাছ। কিন্তু মাছটা নড়াচড়া করতে ছিল। বাবা বলল যে এই মাছটা যখন স্থির হবে তখনই ধরব তবে মাছটি দেখতে ছোট হলেও অনেক বড় মাছ হবে। বাবা বলল এটা আইর মাছ। তবে এই মাছটা খুব একটা বড় ছিল না। ধরতে পারলে অনেক ভালো লাগবে। আমি খুবই আনন্দের সাথে বাবার সাথে যাচ্ছিলাম। বাবা বলল যে বেশি নড়াচড়া করো না। তাহলে মাছ অন্যদিকে চলে যাবে। লাইটিংয়ের আলো দিয়ে মাছের সাথে সাথে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম এবং হঠাৎ করে লাইটটা মাছের চোখের দিকে পরে যায়। আর মাছ নড়াচড়া করতে পারেনা। তখনই পলো দিয়ে এই মাছটিকে আটকানো হয়।


তারপরে বাবা আস্তে আস্তে সেই এই মাছটিরকে পলোতে আটকিয়ে নিল এবং পলোর ভিতরে হাত দিয়ে বাবা মাছ ধরতে নিল। আমি অনেক আনন্দের সাথে বলতেছিলাম বাবা ভালোভাবে ধরো, যাতে ছুটে না যায়। বাবা বলল যে কোন সমস্যা নাই আর মাছ ছুটবে না। তবে পলোর ভিতরে একটু জায়গা থাকে সেই জায়গায় মাছ ছোটাছুটি করে। তার ভিতর থেকে হাত দিয়ে মাছ ধরতে হয়। তারপরে বাবা বলেছে মাছটা ধরেছি এবং মাছসহ পলো উপরে ওঠার চেষ্টা করতেছিল। তখন আমি এত আনন্দিত হয়েছি, যার কারণে আমি স্যারকে দৌড়ে গিয়ে বলেছি, স্যার আমাদের মাছ ধরেছে। আপনি তাড়াতাড়ি চলে আসেন। স্যারকে আমি টেনে নিয়ে এসেছিলাম আমাদের এই পলোর মাছটা দেখানোর জন্য।


আমার তখন মন খারাপ হয়ে গেল, বাবা বলল যে তোমার স্যারকে বল সে ছোট মাছ আগে ধরিয়ে দেখাক কত পারে। আমি স্যারকে বললাম স্যার আমার তা একটা মাছ ধরেছে।আপনি আগে ধরেন। স্যার বললো আমি ছোট ছোট মাছ ধরি না। এগুলো ছেড়ে দেই। আসলে স্যার তখন আমাকে খেপানোর জন্য চেষ্টা করতেছিল। তারপরে বললাম যে কিছুক্ষণ পরে আমরা একটা বড় মাছ ধরিয়ে আপনাকে দেখিয়ে দেবো। তাই বড় মাছ আবারো মাছ খোঁজার চেষ্টা করতে লাগলাম,তো বন্ধুরা এখানেই আজকের পর্ব শেষ করছি, পরবর্তী অংশটুকু আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ।🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 days ago 

রাতের বেলা পলো দিয়ে মাছ ধরার গল্পের দ্বিতীয় পর্ব পড়ে অনেক ভালো লাগলো। আপনি আপনার বাবার সাথে অনেক আনন্দের সাথে মাছ ধরেছিলেন। আপনাদের পলোতে একটি আড়াই মাছ ধরা পড়েছিল। তবে আপনার স্যার এটা ছোট বলে আপনাকে একটু ক্ষেপিয়ে ছিল। যাই হোক এই গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছে আগামী পর্বে আরো বড় বড় মাছ ধরবেন সেই মুহূর্তগুলো আমরা জানতে পারবো।

 3 days ago 

আপনি অনেক সুন্দর ভাবে গল্পটা শেয়ার করেছেন ভাইয়া। রাতের বেলা আমি কখনো মাছ ধরতে যাইনি । তবে আমার বাবা কে প্রায়ই এভাবে রাতের বেলায় মাছ ধরতে যেতে দেখতাম। আর উনি অনেক মাছ পেতেন। এই মাছগুলো নাকি নদীর ধারে হোক বা বিলের ধারে লাইট মারলে একদম স্থির হয়ে থাকে। আবার পাশ থেকে যদি কেউ কথা বলে তাহলে নাকি চলে যাই। আপনার গল্পও ঠিক একই রকম কথাই বললেন। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

মাছ খেতে যতটা পছন্দ করি না তাতেও বেশি পছন্দ করি মাছ ধরতে। আসলে মাছ ধরা কাজটা অনেক মজার এবং শখের। আমিও রাতের বেলায় বন্ধুদের সাথে অনেকবার এভাবে মাছ ধরতে গিয়েছিলাম। রাতের বেলায় বাবার ও সাথে বন্ধুরাও ছিল বেশ সুন্দর একটা সময় কাটেছেন। আসলে এভাবে মাছ ধরতে গেলে যদি মাছ না পাওয়া যায় তাও মনে হয় খুবই ভালো লাগে। এত সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।