ভিডিওগ্রাফি || কাশফুলের সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ25 days ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20241217_162609.jpg

যমুনা নদীর পাড়ে কাশফুলের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ এসেছিলো, এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর নদীর পাড়ে এই কাশফুলের দৃশ্য দেখে আমারও খুবই ভালো লেগেছিলো, যার কারণে পরিবারের সবাইকে সাথে নিয়ে কাশফুলের সুন্দরময় দৃশ্য দেখতে গিয়েছিলাম। আর এই সৌন্দর্যময় দৃশ্যগুলো যেনই স্মৃতি হয়ে রয়েছে। আসলে অনেক দিন আগেই আমরা কাশফুলের সৌন্দর্যের মুহূর্ত উপভোগ করেছি। এই মুহূর্তেরই ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। সেই ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব করব বলে করা হচ্ছিল না। তাই আজকে দেখতে পেলাম আপনাদের মাঝে কাশফুলের সৌন্দর্যময় মুহূর্তের ভিডিওগ্রাফি শেয়ার করা যাক। তাই আজকে আপনাদের মাঝে আমি সেই কাশফুলের ভিডিওগ্রাফিটি শেয়ার করলাম।


IMG_20241217_162622.jpg

ভিডিওগ্রাফি👇

যমুনা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় চায়না বাঁধ রয়েছে। আর এই চায়না বাঁধে বিকাল বেলা হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসে। এমনিতেই তখন ছিল শরতকাল।আর শরতের সৌন্দর্যময় কাশফুলের দৃশ্য গুলো যেন এত সুন্দর ভাবে ফুটে উঠেছিল যা দেখে সবাই অনেক খুশি হয়েছিলো। যার কারণে প্রকৃতির এই সৌন্দর্যময় কাশফুলের দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসতো। যার কারণে আমি আমার পরিবারের সকলকে সাথে নিয়ে এই কাশফুলের সৌন্দর্যময় মুহূর্তগুলো উপভোগ করার জন্য এগিয়েছিলাম। আসলে যমুনা নদীর বালুর মধ্যে এত সুন্দরভাবে কাশফুলগুলো ফুটে রয়েছে, বিশাল জায়গা নিয়ে এই কাশফুলের দৃশ্য যেন অবাক করার মতো। আর কাশফুলের দৃশ্য দেখেই যেন ভালো লাগলো। আসলে কাশফুল ভালোবাসা না এমন মানুষ খুবই কমই রয়েছে। যার কারণে পরিবারের সকল মানুষই যেন এই কাশফুলের সৌন্দর্য দেখার জন্য আমাকে বারবার বলতেছিল।তাই আমি তাদেরকে সাথে নিয়ে বিকেলবেলা একদিন কাশফুলের দৃশ্য দেখতে গিয়েছিলাম।


IMG_20241217_162636.jpg

যমুনা নদীর পারে এই সৌন্দর্যময় কাশফুলের দৃশ্য দেখে অনেক বেশি ভালো লেগেছিলো। আর কাশফুলের সৌন্দর্যময় মুহূর্তগুলোর মধ্যে কিছু সময় আমরা উপভোগ করতে পেরে অনেক আনন্দিত হয়েছিলাম। পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল। আসলে ছোট ছোট ভাইবোন মিলে আমরা গিয়েছিলাম এই কাশফুলের দৃশ্য দেখার জন্য। তাই সেই মুহূর্তগুলোর আমি ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে স্মৃতির পাতা থেকে সেই ভিডিওটি শেয়ার করলাম। আশা করছি আজকের এই কাশফুলের সুন্দরময় দৃশ্যের মাঝে ভিডিওটি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 25 days ago 

বেশ বড় একটা জায়গা জুড়ে কাশফুল রয়েছে দেখছি। আপনার এই কাশফুলের ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে। শরৎকালে কাশফুলের সৌন্দর্য অন্যতম। আপনার ক্যাপচার করে ভিডিওগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 25 days ago 

বাহ! আজকে এই শীতকালেও আপনি শরৎকালের কথা মনে করিয়ে দিলেন। শরৎকালের কাশফুল আমার খুবই ভালো লাগে, আর তা যদি হয় যমুনার মতো নদীর ধারে তাহলে তো সৌন্দর্য বর্ণনার অতীত। খুবই সুন্দর ছবি আর ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা।

 25 days ago 

এবার কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে পারিনি। আপনি দেখছি কাশ ফুলের মাঝে দারুন সময় কাটানোর পাশাপাশি খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করার পাশাপাশি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 25 days ago 

কাশফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। এত সুন্দর দৃশ্য সামনাসামনি দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। তবে আপনি অনেক সুন্দর করে ভিডিওটি করেছেন। খুবই ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি পোস্ট দেখে।

 25 days ago 

কাশফুলের অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ফুলের বাগানে সময় অতিবাহিত করতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। ভিডিওগ্রাফি দেখেই যেন আমি মুগ্ধ হয়ে গেলাম।

 25 days ago 

কাশফুলের বাগান মানেই শরৎকালের কথা মনে পড়ে। আর আপনার ছবিগুলো এবং ভিডিও দেখে আবার যেন শরৎকালে ফেরত চলে গেলাম। এই শীতে কাশফুল দেখতে পেয়ে ভীষণ অন্যরকম একটা অনুভূতির জন্ম হলো। আপনি দারুন সুন্দর করে ভিডিওগ্রাফিটি করেছেন। সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 25 days ago 

GridArt_20241217_172409685.jpg

 25 days ago 

আসলে শীতের শুরুর দিকে এই কাশফুলের ফুলগুলো আকাশে উড়তে থাকে। আসলে পুজোর শেষ হতেই কাশফুল যেন কোথায় হারিয়ে যায়। আজ আপনি আমাদের মাঝে দারুন একটা কাশফুলের ভিডিও শেয়ার করেছেন।

 25 days ago 

নীল আকাশের সাদা মেঘের ভেলা আর কাশফুলের সৌন্দর্য আমাদের মন মাতিয়ে তুলে। কাশফুলের সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।