টার্গেট ডিসেম্বর সিজন-৪ || 10 steem power-up || ৪৬ তম সপ্তাহের পাওয়ার আপ
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
কিছু দিন আগে টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর ঘোষণা দেওয়া হয়। যদিও এ জন্য কোনো লক্ষ্য টার্গেট করে পোস্ট করিনি। তবে সিজন ৪ এ আমার লক্ষ্য হচ্ছে দ্রুতোতম সময়ে ৫০০০ এসপি অথবা ডলফিন এ পৌছানো। এই টার্গেট এ যদি আমি আগেই পৌছে যেতে পারি তাহলে আমি আমার লক্ষ্য আবার বৃদ্ধি করবো। সিজন ৩ এ যতটা পিছিয়ে গিয়েছি তা চেষ্টা করবো এই সিজন ৪ এ পুষিয়ে নিতে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজ টার্গেট ডিসেম্বর সিজন - ৪ এর আরো একটি পাওয়ার আপ করবো। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো।
![images (17).jpeg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSZftCjMpDNKQKXx1UXHCYVgMoZDvGMPb8CDtK1Po3AsH/images%20(17).jpeg)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmStn9sbPBx6HzPrwAefip5JneKv21TDAyPcYkvMeyBjaJ/image.png)
![images (17).jpeg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSZftCjMpDNKQKXx1UXHCYVgMoZDvGMPb8CDtK1Po3AsH/images%20(17).jpeg)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTMbu27eryo9GBgn9DWMCkqpBY2nX1mQsgo6DuY1gaxzZ/image.png)
![images (17).jpeg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSZftCjMpDNKQKXx1UXHCYVgMoZDvGMPb8CDtK1Po3AsH/images%20(17).jpeg)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQwWfaXFJ9qyKkq3GxoEhJD8QJXCpG6enkaKVNXRVWrRV/image.png)
![images (17).jpeg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSZftCjMpDNKQKXx1UXHCYVgMoZDvGMPb8CDtK1Po3AsH/images%20(17).jpeg)
পরিসংখ্যান
পূর্বের এসপি | 4,174.679 STEEM |
---|---|
পাওয়ার আপ | 10 steem |
বর্তমান এসপি | 4,184.680 STEEM |
তো এই ছিলো আমার এই সপ্তাহ এর পাওয়ার আপ পোস্ট। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
![Banner.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmV44ipDFZ9PNUMtyufYoaoMvPW4QZqAZUvWi9TkCh9NWx/Banner.png)
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
টার্গেট কে সামনে রেখে আপনি পাওয়ার বৃদ্ধি করেছেন ভাইয়া। আপনার পাওয়ার বৃদ্ধি করতে দেখে খুব ভালো লাগলো। আমাদের সকলের উপস্থিতি এভাবে পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বাড়ানো।
আসলে টার্গেট সামনে রেখে আগাতে দারুণ লাগে ভাই। স্পেশালি আমার কাছে ভালো লাগে বেশি।
লক্ষ্য স্থির রেখে আপনি নিজের শক্তি বৃদ্ধি করছেন। কোন লক্ষ্য পূরণের জন্য সঠিক প্ল্যানিং লাগে৷ অল্প অল্প পায়ে এগোনো লাগে৷ আপনি নিশ্চই ডলফিনে ঢুকে যাবেন এই কামনা করি।
লক্ষ্য স্থির না রেখে কখনো সামনে আগানো সম্ভব না।
এভাবে পাওয়ার বৃদ্ধি করা আমাদের জন্য অনেক অনেক ভালো। সুযোগ পেলে পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ পাওয়ার বৃদ্ধি টাই আমাদের সম্বল। যার যত পাওয়ার তার তত সুযোগ সুবিধা।
ঠিক বলেছেন আপু। এভাবে পাওয়ার বৃদ্ধি করা আমাদের জন্য অনেক ভালো।
আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু দারুন ব্যাপার। আসলে পরিমাণ কোন ব্যাপার নয়, পাওয়ার আপ করাটা সবথেকে বড় বিষয়।
জ্বি ভাই চেষ্টা করি নিয়মিত পাওয়ার আপ করে যাওয়ার।
আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪,১৮৪+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য প্রথম ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
পাওয়ার যত বেশি তত শক্তি অর্জন।
পাওয়ার আপ সকলের জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে কাজ করতে হলে অবশ্যই সক্ষমতা থাকতে হয়। এই জন্যই মূলত ধীরে ধীরে সক্ষমতা বৃদ্ধি করতে হয়। লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। এভাবে দীর্ঘমেয়াদে প্লাটফর্মে কাজ করে যেতে পারবেন।
ঠিক বলেছেন আপু। পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আমরা আমাদের শক্তি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি। আজকে আপনি দশ স্টিম পাওয়ার আপ করে আপনার শক্তি বৃদ্ধি করলে। যা দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আসলেই পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই।
এই বছর আপনি টার্গেট করেছেন পাঁচ হাজার এসপি পাওয়ার আপ করা। সেই ধারাবাহিকতায় আজকে আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন। তবে আমরা যদি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করি তাহলে আমাদের যে কোন লক্ষ্য পূরণ করা অনেক সহজ হয়ে যায়। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারবেন।
জ্বি ভাই। টার্গেট ডিসেম্বরে আমাদের টার্গেট পূরণ হবে আশা করি।
আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাই।পাওয়ার আপ মানে হচ্ছে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি। যতো বেশি পাওয়ার আপ করা যায় ততো বেশি দীর্ঘমেয়াদি কাজ করতে সুবিধা হয়। আপনি আরো একধাপ এগিয়ে গেলেন। আপনি খুব সুন্দর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন। আশা করি ডিসেম্বর এর আগেই পূরণ করতে পারবেন। অনেক ভালো লাগলো শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা সবাই পাওয়ার আপ অনেক ভালোবাসি তাই আমাদের সামনে পাওয়ার আপ পোস্ট আসলেই ভালো লাগে।