বর্ষপূর্তির বিশেষ প্রতিযোগিতা || @hafizullah ভাই এর "আমার বাংলা ব্লগ" নিয়ে লেখা কবিতা আবৃত্তি
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
দেখতে দেখতে আমার বাংলা ব্লগ এর ১ বছর অতিক্রম হতে চলল। কিভাবে কেটে গেলো একটি বছর তাইনা। ভাবতেই অবাক লাগে। আমার বাংলা ব্লগ এর সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। অনেকটা দিন এই সুন্দর এক পরিবার এর সাথে কাটিয়ে ফেললাম। আগামীকাল আমাদের বিশেষ এক হ্যাং আউট রয়েছে এই বিশেষ দিন উপলক্ষ্যে। আমাদের প্রাণ প্রিয় @hafizullah ভাই আমার বাংলা ব্লগ নিয়ে খুবই চমৎকার এক কবিতা লিখেছেন। আর দাদাও কবিতা টি শুনবেন বলেছেন। তাই আমি না পারলেও চেস্টা করলাম। আসলে এখানে কোনো স্থান দখল করা বড় কথা নয়। বড় কথা হচ্ছে @rme দাদা নিজে আমাদের কবিতা আবৃত্তি গুলো শুনবেন। এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। কাল তো অনেক মজা হবে অনেক ফুর্তি হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের কবিতায় চলে যাই।
আমার বাংলা ব্লগ
হাফিজুল্লাহ ভাই
আমি মুগ্ধ, বিস্মিত, নির্বাক
আমি বিহ্বল, বিবশ, সবাক
আমি চমৎকৃত, সকলের উষ্ণ সংস্পর্শে
আমি আত্মহারা, পারস্পরিক বিস্তৃত সম্পর্কে।
আমি উন্মুখ, উদ্যত, তৎপর
আমি নিপুণ, উদ্যমী, অস্থির
আমি উত্তোলিত, নতুন চেতনায় রঞ্জিত
আমি দুর্দম্য, নিজের স্বরূপে উদ্ভাসিত।
আমি যথার্থ, বাস্তব, নির্ভুল
আমি সাহসী, ভয়হীন, নির্ভীক
আমি প্রকৃত, বাস্তবিক সততায় অবিচল
আমি সপ্রতিভ, ন্যায়ের পথে নিশ্চল।
আমি চলিষ্ণু, বঙ্গদেশীয়, বাঙালী
আমি প্রগতিধর্মী, তারুণ্য, সংগ্রামী
আমি গতিশীল, ক্ষিপ্ততায় সর্বদা আপোষহীন
আমি বিষম, প্রসারিত লড়াইয়ে ব্যর্থহীন।
আমি উদার, শ্রীসম্পন্ন, উন্নত
আমি মহৎ, শ্রেষ্ঠ, উত্থিত
আমি উন্নতশির, সগৌরবে সর্বদা মহীয়ান
আমি উন্নতচিত্ত, উৎপীড়কের লয়ে গরীয়ান।
আমি বিধ্বংসী, বিনাশক, অন্তক
আমি উত্তপ্ত, উত্তল, সংহারক
আমি বিক্ষুব্ধ, বিজয়ের নেশায় উত্তেজিত
আমি বিজেতা, জয়োৎসবে হৃদয় আলোকিত।
আমি অদম্য, বিদ্রোহী, স্পর্ধিত
আমি অবাধ্য, বিক্ষুব্ধ, আলোড়িত
আমি বিপ্রতীপ, পরাধীনতার শিকল ভাঙ্গি
আমি বিল্পবী, স্বকীয়তায় স্বাধীন জাতি।
আমি প্রিয়, প্রণয়ী, প্রেমিক
আমি বন্ধু, সুহৃদ, প্রায়োগিক
আমি মিষ্টভাষী, হৃদয়ের বংশী বাজাই
আমি বাকপটু, ভালোবাসার ফুল ফোটাই।
আমি নিশ্চল, নিরব, নিথর
আমি চঞ্চল, স্পন্দন, সরব
আমি আর্দ্রীকৃত, জাগ্রত ভালোবাসার আবেগ
আমি অভিভূত, সুভাসিত আমার বাংলা ব্লগ।
তো এই ছিলো আমার আজকের কবিতা আবৃত্তি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
হাফিজ ভাইয়ের এই কবিতাটি দেখছি সবাই আবৃতি করছে। অনেক চমৎকার একটি কবিতা লিখেছে আমাদের সবার প্রিয় হাফিজ ভাই। আমার কাছে পারসোনালি অনেক ভাল লেগেছে আপনার আবৃতি। দোয়া রইল আপনার জন্য যাতে ভাল পুরস্কার পেতে পারেন এর মাধোমে।
হুম প্রতিযোগিতায় অংশ গ্রহন এর জন্য অনেকেই আবৃত্তি করেছেন।
হাফিজ ভাই এর যে কবিতাটি অনেক ভালো হয়েছে তা সবার আবৃতি দেখে বোঝা যাচ্ছে।অসাধারণ আবৃত্তি করেছেন ভাই। আমি মনে হয় এই প্রথম আপনার কবিতা আবৃতি শুনলাম। খুব ভালো আবৃত্তি করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
হুম তিনি অসাধারন কবিতা লিখেন। তার কবিতা পড়তেও সেই লাগে আমার কাছে।
হাফিজুল্লাহ ভাইয়ের কবিতার প্রশংসা করে শেষ করা যাবেনা। বর্ষপূর্তি উপলক্ষে উনি সবার মাঝে সেরা আইকন। আমার দৃষ্টিতে বর্ষপূর্তি উপলক্ষে বর্ষসেরা কবিতাটি উপহার দিয়েছেন হাফিজুল্লাহ ভাইয়া। কবিতাটি আপনি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন এবং ঠিকই বলেছেন দেখতে দেখতে কখন যে একটি বছর পার হয়ে গেল টেরই পেলাম না। তবে আমার যদিও এক বছর পূর্ণ হয়নি তবে একেবারে সন্নিকটে। আমাদেরকে কবিতা আবৃত্তি উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
হুম হাফিজ ভাই আমাদের আইকন । সবাই সুন্দর সুন্দর কিছু উপহার দিয়েছেন। যেমন শুভ ভাই কেক। আরিফ ভাই আমার বাংলা ব্লগ এর টি শার্ট, সুমন ভাই এর মিস্ট্রি বক্স।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে হাফিজুল্লাহ ভাইয়ের লেখা সেই কবিতাটি আবৃতি করে শেয়ার করেছেন সকলের আবৃত্তি আমার কাছে এত এত বেশি ভাল লেগেছে যে সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
অত ভালো পারিনা ভাই। তবে দাদা নিজে শুনবেন বলেছিলেন সবার টা। তাই করলাম।
আপনার কন্ঠটি বেশ দারুন সুন্দর ভাবে হাফিজুল্লাহ ভাইয়ের কবিতাটি বলার চেষ্টা করেছেন। আপনার এত সুন্দর কবিতা পাঠ দেখে আমি খুবই মুগ্ধ হতে পেরেছি, ভালো লাগলো আমার।
হুম ভাইয়া। যতটা সুন্দর করে বলা যায় সেই চেস্টা ছিলো সব সময় আরকি।
চমৎকার হয়েছে ভাই। হাফিজুল্লাহ ভাইয়ের অসাধারণ লেখা এই কবিতাটি। ভিডিও এর সাথে অডিও এর কোয়ালিটি ভালো ছিল ভাইয়া।
অডিও আরো ভালো হতো। তবে ফ্রেন্ড এর কাছ থেকে মাইক টা পাইনি এখনো।
ভাইয়া বর্ষপূর্তি উপলক্ষে হাফিজুল্লাহ ভাইয়ার লেখা কবিতাটি আপনি এত সুন্দর করে আবৃত্তি করেছেন যা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন খুব সুন্দর ও স্পষ্ট ভাবে আবৃত্তি করেছেন। এত সুন্দর ভাবে আবৃত্তি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
আমার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু। দোয়া করবেন।
হাফিজুল্লাহ ভাইয়ের এই কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আপনার কন্ঠে কবিতা আবৃত্তি যেন জীবন্ত রূপ পেয়েছে। অনেক ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি। ধন্যবাদ শুভকামনা।
এতো বেশি সুন্দর হয়েছে কিনা জানিনা ভাই। তবে আমি চেস্টা করেছি যেনো অনেক সুন্দর করা যায়।