পাবজি গ্যাং এর সাথে মিট আপ || বাইক রাইডিং || #Vlog 3

in আমার বাংলা ব্লগ3 days ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি অবস্থা সবার। আমার অবস্থা তেমন ভালোনা। এই ফ্রি হই একদিন তো ব্যস্ত থাকতে হয় ৩ দিন। এভাবেই কেটে যাচ্ছে আমার দিন গুলো। প্রেশার যেনো কমতেই চায়না একদমই। তবুও মাঝে মাঝে সময় পেলে নিজেকে একটু এন্টারটেইন করার চেষ্টা করে থাকি। তো আজ একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। আমি মটোভ্লগ করি শুধু মাত্র শখের বসে। ভালো লাগে আমার অনেক। আসলে বাইক রাইডিং এর মজাই আলাদা। তো আশা করি সম্পূর্ণ ভ্লগ দেখবেন।



ঢাকা টু চাঁদপুর

আমার মটোভ্লগে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার বাইক রয়েছে। আর আমি সেই বাইক রাইড করতে অনেক পছন্দ করি। আমার বাইকের মডেল হচ্ছে হোন্ডা সিবি হর্নেট সিবিএস ১৬০ সিসি। এটি আমার রেড ভেলভেট। যাকে রাইড করতে আমি খুব আরাম বোধ করি। তো আর কথা না বাড়িয়ে ভ্লগ নিয়ে একটু আলোচনা করা যাক তার আগে দেখে নেন আমার ভ্লগ টি -



আমার ভ্লগ -





অনেকদিন ধরেই আমি ভ্লগ করার সময় পাচ্ছিলাম না। ফলে ভিডিও দেওয়া হচ্ছিলোনা কোনো ভাবেই। তাই চিন্তা করলাম কি করা যায়। আর তখনই সুযোগ আসলো ভ্লগ করার। কোনো এক শুক্রবার ঠিক হলো আমরা সবাই মিট করবো। তো এভাবেই সবাই প্ল্যান করলাম। তো সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরেই বের হলাম আমরা। আমি ভ্লগ স্টার্ট করলাম একটু দূরে থেকেই। আমার প্রথম কাজ ছিলো লাবিবাকে পিক করা। এ জন্য আমি উত্তরায় চলে গেলাম। সেখান থেকে লাবিবাকে নিয়ে চলে আসলাম ৩০০ ফিট রোড এ। সেখানে অপেক্ষা করলাম সবাই এক সাথে হওয়ার। কিছুক্ষন পর সবাই চলে আসলো। আমি আবার তাদের ভিডিও শট নিলাম।

তো সবাই এসে যাওয়ার পর সবাই বললো এখানে মানুষ বেশি তাই সামনে যাবো। আর নীলামার্কেট এর এইদিকে সচারাচর একটু বেশি ভিড় থাকে। ভাইরাল জায়গা বলে কথা। তো আমরা সেদিকে চলে যাই। সেখানে অনেক অনেক ছবি তুলি সবাই মিলে। আমি টাইমল্যাপ্স ও নেই একটা অনেক বড়। যা ভিডিওতে দেখতে পাবেন। এরপর আমরা হর্দি বাজার চলে যাই। সেখানে খাওয়া দাওয়া করে এরপর আসি নীলা মার্কেট এ। যদিও সেখানে শুট নেওয়া হয়নি আলো সল্পতার কারণে।


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png