You are viewing a single comment's thread from:
RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৮ (Weekly Hangout Report-48)
এবারের হ্যাং আউটটি দারুণ ছিলো। সব দিক থেকেই বেষ্ট লেগেছে। বেশি ভালো লেগেছিলো দাদার কাছ থেকে তানজিরা আপুর হ্যাক হওয়া অর্থ উদ্ধারের গল্প। শেষের কুইজটা আমার ও ভালো লেগেছিলো যেটা তানজিরা আপুর পক্ষ থেকে দিয়েছিলেন। ডিস্কোর্ড এ লেখা ইটালিক কিভাবে করে জানতাম না। তবে স্টিমিট এর মার্কডাউন মেরে দিছিলাম দেখি হয়ে গেলো। যদিও দাদাও লিখেছিলো। তবে আমি দাদার সাথে প্রাইজ ভাগ করে নিয়েছি। আমি ১ স্টিম দাদা ১ স্টিম। এতো কিছু মনে রেখে এতো বড় পোস্ট করেছেন। সত্যি প্রশংসার দাবীদার আপনি ভাই।
হ্যা, এটা ছিলো সবচেয়ে বেশী আকর্ষণীয় পর্ব, দাদার কথাগুলো সকলের জন্য বেশ শিক্ষণীয় ছিলো।