You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২৮০|| মেয়ে দেখলে ছেলেদের bike এর স্পীড বেড়ে যায় কেন?

আসলে এখানে একটা সায়েন্টিফিক বিষয় কাজ করে। সুন্দরী রমণী দেখলে ছেলেদের হার্টবিট অনেক বেড়ে যায়। ফলে শরীরের কাজ গুলো দ্রুতো হয়। এ কারণে বাইকের থ্রটলে দ্রুতো চাপ পরে। আর বাইকের গতিও বৃদ্ধি পেয়ে যায়। তবে আসল উদ্দেশ্য হচ্ছে বাইকের পেছন দেখানো কারণ টেনে গেলে সামনে থেকে তো আর দেখলোনা।

Sort:  
 last year 

বাইকার ভাই নিজেই যেহেতু বলেছেন, তাই যুক্তিযুক্ত বলেই মেনে নিলাম। তবে অতিরিক্ত স্পীড এ রাস্তায় বাইক চালাবেন না! প্রয়োজনে টিনের চশমা ব্যবহার করুন 😂

Posted using SteemPro Mobile

 last year 

আপনি তো স্পিড কমিয়ে কানা হয়ে বাইক চালাতে বললেন। হায় হায় শেষ আমার বাইক শেষ 🤣🤣🤣🤣।

 last year 

এইটাই জানার ছিল! নিজের জীবন এর চেয়ে, বাইকের জন্য দরদ বেশি! 🙄🙄😒

Posted using SteemPro Mobile

 last year 

ভাই কথাতে কিন্তু বেশ লজিক আছে। একদম পারফেক্ট কথা বলেছেন ভাই।