আসলে আমরা খুব সহজে দুদিনের পরিচয়ে মানুষকে আপন ভেবে নিয়।এটাই জীবনে সবথেকে বড় ভুল। আসলে প্রকৃত ভালোবাসা অনেক কিছু হওয়ার পরও ছেড়ে যায় না। এটা বাস্তব কথা কিন্তু বর্তমান সময়ে যে ভালবাসা আজ আছে কাল নাই। স্বার্থ ফুরালে মানুষ হারিয়ে যায়। কখনো নিজের ভালোলাগা অন্যের ওপর নির্ভরশীল হওয়া ঠিক না।আসলে আপনি ঠিক বলেছেন আপু। মানুষের যখন খারাপ সময় আসে একটা মানুষও পাশে পাওয়া যাবে না। আসলে কিন্তু যখন মানুষের প্রয়োজন হয় মানুষের তখন আমাদের খুব ভালবাসে। যে আমাদের যখন প্রয়োজন হয় তখন মানুষকে আর পাওয়া যায় না এটাই দুনিয়া।আসলে আপনি ঠিক বলেছেন আশপাশের মানুষের সমস্যা সমাধান করেই বেঁচে থাকতে হবে। সকলের খোঁজখবর নেওয়াই আমাদের দায়িত্ব।