RE: আগামী মাসে অনুষ্ঠিতব্য "আমার বাংলা ব্লগের" বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের কী সাজেশন ?
দেখতে দেখতে তৃতীয় বর্ষপূর্তি চলে আসলো। আপনি ঠিক কথা বলেছেন দাদা, যে একটা কমিউনিটিতে ইনভেস্ট করে কাজ করার সহজ কিন্তু এভাবে তিনটা বছর লেগে থাকা অনেকটাই কষ্টকর নিজে ভালোবেসে কাজ করে যাওয়াটা। আপনি হাজারো ব্যস্ততার মাঝে আমাদের এই কমিউনিটিতে প্রায় সময় দেন। আগে যখন কাজ করতাম এডমিনদের সাথে কথা বল তো দূরের কথা, তাদের জীবন নিয়ে দেখায় পেতাম না। কিন্তু আপনি বেশি ভিন্ন ধরনের একটা মানুষ সবার সাথে ফ্রি। আমি কিছু উপদেশ দেয়ার চেষ্টা করতেছি নিচে-
৩-৪ টা ভাগে করা যেতে পারে। প্রতিটা ইউজার নিজের ভালোলাগা আর ভালোবাসা এই তিন বছরের মুহূর্তগুলো দূর করতে পারবে। সকলে আমার বাংলা ব্লগ সাথে তিন বছর কাজ করতে পেরে কেমন অনুভূতি?গানের আয়োজন করা যেতে পারে। যেমন একটা অনুষ্ঠান হয় না তিন চার দিনব্যাপী এরকম যদি তিন চারটা দিন অনুষ্ঠান করা যায় তাহলে ভীষণ খুশিতে যে আমরা গড়ে উঠবো।
বর্ষপতি উপলক্ষে যদি আরো সুন্দর কিছু কনটেস্ট দেওয়া যায় তাহলে আমরা মনের আনন্দে এখানে অংশগ্রহণ করতে পারব। প্রতিটা দিন একটা বিষয় নিয়ে কনটেস্ট দেওয়া হবে। প্রতিটা দিন হ্যাংআউটের মাধ্যমে পরিবেশন করা হবে। এভাবে যদি ৩-৪ দিন এই আনন্দ থাকে আমরা কিন্তু বেশ সুন্দরভাবে এই দিনটাকে মুহূর্তকে ইনজয় করতে পারব। আমি আমার নিজস্ব মতামত তুলে ধরলাম আর কি।