You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২৪৮ || প্রথম প্রেম ভোলা যায় না কেন?

in আমার বাংলা ব্লগlast year

ভাইয়া প্রথম প্রেম ভোলা যায় যদি পরবর্তী মানুষটি ভালো হয়। আমার তো মনেই পড়ে না তার কথা।

প্রথম প্রেম ভাইয়া আবেগ কাজ করে প্রথম তার ভালো লাগা এ কারণে আমরা তাকে ভুলতে পারি না। তার মাধ্যমে নতুন পথচলা। মনের ভিতর আনন্দ। মুচকি হাসি দেওয়া চুপচাপ তার কথা মনে হলেই ।প্রথম প্রেম সত্যিই মনের মধ্যে অনেক আনন্দ বয়ে আনতো। কিছুই বুঝতাম না যে জীবন কি। কিন্তু প্রথম প্রেম মনের ভিতর অনেক আনন্দ বয়ে আনে। সবসময় হাসিখুশি রাখে মনকে প্রফুল্ল রাখে। এই কারণেই হয়তো স্মৃতিগুলো মনে পড়ে

Sort:  
 last year (edited)

তাহলে কি পরের প্রেম গুলোতে বিবেকের বিবেক কাজ করে?

 last year 

অবশ্যই বিবেক কাজ করে কারণ প্রথমে যে ধোকাটা খেয়েছে তারপরে আর সে ভুলটা করে না। প্রথম ধোঁকাটির কথা মনে পড়লে দ্বিতীয়বার আর মানুষের সেদিকে পা বাড়ায় না

 last year 

মাঝে মাঝে আবেগের তাড়নায় বিবেক হারিয়ে যায়। তাই তো মানুষ ভুল পথে পা বাড়ায়। কিংবা ভুল সিদ্ধান্ত নেয়। তবে জীবনের প্রথম সব স্মৃতি গুলো সত্যি ভোলা যায় না।

 last year 

দ্বিতীয় ভালোবাসা নিয়ে সুখে থাকুন এবং এটি শেষ ভালোবাসা হয় সেই প্রার্থনা করছি।