৫ পর্বের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম । দ্বিতীয় পর্ব ।

in আমার বাংলা ব্লগ3 years ago



ফটোগ্রাফি


  • The 15th September , 2021
  • Tuesday

Polish_20210914_090227208.jpg

Click by mE

প্রথম পর্বে আপনাদের থেকে বেশ উৎসাহ পেয়েছি। ৫ পর্বের রেনডম ফটোগ্রাফির এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মত এ পর্বেও দশটি ছবি দিয়ে অ্যালবামটি সাজিয়েছি। এই পর্বে থাকছে ফুল, পাহাড়, মেঘ ইত্যাদি দৃশ্যের আলোকচিত্র। ১, ২ এবং ৫ নম্বর ছবিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪২০০ মিটার উপর থেকে তোলা। এটি ছিল নীলগিরি পাহাড়। ভ্রমণপিপাসু লোকদের কাছে এটি পৃথিবীর স্বর্গের নেয় একটি জায়গা। সারাজীবন তো দেখেছেন মেঘগুলো মাথার উপরে ভেসে বেড়ায়। কিন্তু এই স্থানে গেলে মেঘগুলো আপনার নিচেই থাকবে। বিষয়টা ভাবতেই অসাধারণ লাগে।

আর বাকি ছবিগুলো সব নীলাচল পাহাড়ের উপর থেকে তোলা হয়েছিল। ৩, ৪, ৬, ৭, ৮, ৯ এবং ১০ নম্বর ছবি সমুদ্রপৃষ্ঠের ২০০০ মিটার উপর থেকে তোলা। আপনারা ছবি গুলো উপভোগ করুন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন ।

1631587873715-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-08-21 || f/5.6-125.00mm
What's 3 Word Location :https://w3w.co/tuing.must.

1631557240233-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/4.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/ring.rung..

1631557178709-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/6.3-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/reform.cre.

1631557078899-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 30-08-21 || f/11.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/local.youd.

1631557012078-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-08-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/earth.voon.

1631504640292-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-08-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/tuing.must.

1631504691939-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-08-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/lonh.long.

1631504796630-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 30-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/vince.ging.

1631504866896-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 30-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/place.napi.

1631505338744-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/5.0-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/tuing.must.



JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

আপনার সকল ছবিগুলো দুর্দান্ত।ছবি তুলতে আপনি যেমন পারদর্শী তেমনি এডিটিং করতেও দাদা।তবে আপনি প্রথম ছবিটি এডিটিং করে ভেসে যাওয়া মেঘের মতোই ক্যামেরাকে মুক্ত আকাশের স্বাধীন পাখির মতোই উড়িয়ে দিয়েছেন ।এটি আমার কাছে বেশ লেগেছে।আধুনিক যুগে কত কিছুই না করা যায় নিজের দক্ষতাকে ব্যবহার করে,এটি তার উদাহরণ দাদা।উপর থেকে দেখলে পাহাড়ের পাদদেশে বাড়িঘর ও গাছপালাগুলি কত ছোট দেখায়।পাহাড়ের পাদদেশের উঁচু, নিচু এবং ঢালু রাস্তাগুলো একে বেঁকে চলে গেছে।পাহাড় কেটে রাস্তাগুলি তৈরি করা, হাঁটতে ভালোই লাগে।এছাড়া পাহাড়ে উঁচু স্থানে পাহাড়িরা ফসল চাষ করে যা দেখতে অপূর্ব ও মনমুগ্ধকর লাগে।ধন্যবাদ দাদা।

যেমনি জায়গা তেমনি দৃশ্য আর সেই রকম ফটোগ্রাফার হলেই এরকম সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব।এক কথায় অসাধারণ হয়েছে ভাই ফটোগ্রাফি গুলো।

image.png

এই ছবিটা দেখে আমি গোলব ধাদায় পরে গেছি ভাই।

 3 years ago 

এই ছবিটা দেখে আমি গোলব ধাদায় পরে গেছি ভাই।

😂😂

 3 years ago 

ছবিতো না যেন মাথা নষ্ট করার দৃশ্য, সবুজ প্রকৃতি, ভাসমান মেঘ, তারপর শূন্যের মাঝে ক্যামেরা, কেমনে কি?

সেই ছন্দটা মনে পড়ে গেলো ভাই, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ........... আহা কি সুন্দর দৃশ্যাবলী আর আমরা থাকি চারদেয়ালে বন্দি। দারুণ ক্যাপচার করেছেন প্রতিটি দৃশ্য। ধন্যবাদ

 3 years ago 

শূন্যের মাঝে ক্যামেরা, কেমনে কি?

😂😂😂

 3 years ago 

আপনার প্রত্যেকটি ছবি এতো জোস হয় ভাইয়া কি আর বলবো!তবে ভাইয়া প্রথম ছবিটা কেমনে উঠাইছেন? ক্যামেরার ছবিটা।
আপনি মারাত্মক ইডিট করতে পারেন ভাইয়া। প্রথম ছবিটাতে কি ইডিট করে হাত গায়েব করে দিছেন নাকি ভাইয়া উপরের দিকে ছুড়ে দিয়ে ছবি তুলছেন?অবশ্যই জানাবেন কিনতি ভাইয়া। আপনাকে দেখে হিংসা হচ্ছে ভাইয়া। কারণটা হচ্ছে আপনি এতো ঘুরেন আর এতো জোস ছবি তুলেন।যদিও হিংসা করা খুব খারাপ।🤪
তবুও, ছোট বোন হিসেবে বড় ভাইকে একটু হিংসা করাই যায়।
ভাইয়া সবশেষে বলবো মারাত্মক হইছে ছবিগুলা।

 3 years ago 

ভাইয়া আপনার প্রথম ফটোগ্রাফির ম্যাজিক রহস্যটি বলবেন কি ? মাথা নষ্ট হওয়া একটি ফটোগ্রাফি!

আপনার ফটোগ্রাফি গুলো দেখলে মন জুড়িয়ে যায়, দারুন ফটোগ্রাফির হাত আপনার।

 3 years ago 

আগে সবার কমেন্ট গুলো দেখি। কেউ না পারলে ,পরে আমি বলে দিব । 😁

ভাই সবাই শুধু আপনার ফটোগ্রাফি দেখছে। কিন্তু কেউ আপনার এডিটিং দক্ষতা দেখছে না। কি চমৎকার ফটোগ্রাফি সাথে দুর্দান্ত এডিটিং। বিশেষ করে প্রথম ছবিটা। অসাধারণ ভাই।

 3 years ago 

হাহাহা 😂
সবাই ভাবছে ঐটা কেমনে হইছে। কেউ বুঝতে পারছেনা যে ঐডা এডিট করা ।😁😁

 3 years ago 

একজন ফটোগ্রারের যে গুন গুলো থাকা দরকার।তা সবই আপনার মাঝে বিদ্দমান দেখছি।একজন প্রফেশনাল ফটোগ্রাফারের ন্যায় আপনি ফটো গুলো ক্যাপচার করেছেন।আপনার ফটোগুলো দেখে আমার মনে হচ্ছে ইস্ আপনার দিয়ে যদি একটা ছবি তুলতে পারতাম।

আপনার সব গুলো ফটোই আমার কাছে ভালো লেগেছে।বিশেষ করে ক্যামেরার পিকটা অসাধারন হয়েছে।মনে হচ্ছে ক্যামেরাটা আকাশে উড়ছে আর ছবি তুলছে।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ভাই তো দেখছি একদম প্রোফেশনাল ফটোগ্রাফি করেন। অসাধারণ হয়েছে ছবি গুলো।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। তবে শূন্যে ক্যামেরা ভাসা রহস্য অজানাই রয়ে গেল। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা দেখে আমি সত্যি মুগ্ধ। সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে।

 3 years ago 

রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী যে আপনি ছিলেন, তা সুন্দর ভাবে প্রমানিত। সুন্দর তুলেছেন ছবি গুলো শুভেচ্ছা রইলো আপনার জন্য।