মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৩৪
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: সাদাকালো জীবনের ছবি (কর্মব্যস্ত মুহুর্ত) । এ সপ্তাহে ৮ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৮ জন পার্টিসিপেট করেছে । ৮ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @green015
বিবরণ:সাদাকালো জীবনের ছবিতে মাছের বাজারের কর্মব্যস্ত মুহুর্তকে তুলে ধরা হয়েছে এখানে।এটা বর্ধমান শহরের তেঁতুলতলা আড়তের ছবি।তাই এখানে অনেক মানুষ কাজ করছেন।মাছ বাজারে কেউ জল থেকে তুলে মাছ বিক্রি করছেন তো কেউ আবার মাপের কাজে সাহায্য করছেন।এখানে রুই মাছ তোলা হচ্ছে জল থেকে।তাছাড়া দুই প্রকার রুই এখানে পাওয়া যায়।চালানী রুই(অন্ধ্রপ্রদেশের)ও লোকাল রুই (দেশি),এখানের লোকাল দেশি রুই মাছ খেতে খুবই টেস্টি।রুই জাতীয় মাছগুলো একদম জ্যান্ত পাওয়া যায় সকালবেলায়।
By: @emon42 (Disqualified 🚩)
শীতকালে বাংলাদেশের গ্রামের একেবারে সাধারণ দৃশ্য এইটা। মাঠে গেলেই দেখা যায় কৃষকেরা তাদের জমিতে ধান রোপন করতে ব্যস্ত সময় অতিবাহিত করছে। কাজের সময় শীতের কনকনে ঠান্ডা ঘন কুয়াশা বা বাতাস কোন কিছুরই যেন পরোয়া করে না।
By: @joniprins
বর্ষার সময় হঠাৎ বাড়িতে গিয়েছিলাম। সকালে নাস্তা করে হাটতে হাটতে বীজ তলার দিকে গিয়ে দেখি কিছু কৃষক ভাই ধান চাষ করার জন্য বীজ তৈরীর চেষ্টা করছে। এই বীজ বড় হলে জমিতে রোপন করা হয়। তারপর ধান হলে সেটা আমাদের পাতে আসে। কর্ম ব্যস্ত কৃষক ভাইদের ফটোগ্রাফিটা আমি নিজেই ক্যাপচার করেছি। তখন আকাশ খুবই আলোকিত ছিল।
By: @ah-agim
বিবরণ: দুই জন লোক বেশ কর্মব্যস্ত গাছ কেটেছে। গাছ কাটা খুবই পরিশ্রমের কাজ। এই গাছটি প্রায় ৪ ফুট মোটা ছিলো। মাছের অনেক ডালপালা ছিলো। গাছটি কাটতে প্রায় এক দিন সময় লেগেছে।
By: @narocky71
এই প্রতিযোগিতা টা খুবই ইউনিট ছিল ভাই। বেশ দারুন লেগেছে আমার কাছে। বিশেষ করে কর্মব্যস্ততার সাথে সাদাকালো। দুইটি মিশ্রণে অনেক ভালো লাগলো আমার ছবিটা। এখানে একজন ব্যক্তি মাটি আনা নেওয়া করতে ছিল। তার সাথে আরও অনেকেই এই কাজটি করতেছিল। খুবই সিক্রেটলি আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগতেছে।
By: @hafsasaadat90 (Disqualified 🚩)
এই ছবিটি আমার মিষ্টি কিটির। এটি আসলে একটি বিড়ালছানা, এর মা বাদামী এবং সাদা। যদিও এটি নিজেই কালো এবং সাদা। কারণ তার বাবা সম্পূর্ণ কালো ছিল তার রঙে আমরা তাকে লালন-পালন করি। কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে তা অসুস্থ হয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে।
By: @shahid540
কিছু কথা:আমাদের পুরো জীবনটাই সাদা কালো তে ভরপুর। তবে পরিশ্রান্ত মানুষগুলোকে দেখলেই সেটা পরিষ্কারভাবে বুঝা যায়। কতইনা পরিশ্রম করে চল তারা সামান্যতম ভালো থাকার জন্য। তারপরেও তারা অনেক বেশি সুখী থাকে। কেননা সাদাকালো জীবনের এটাই হচ্ছে একটি চমৎকার দিক। যাইহোক এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি গত পরশুদিন আমাদের বাজার থেকে। কিছু শ্রমিক সারের গাড়ি থেকে সারের বস্তা নামাচ্ছিলেন সেই সময় ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
By: @tasonya
এখানে একজন জেলে নদীতে মাছ ধরার দৃশ্যের ফটোগ্রাফি করেছে। কিছুদিন আগে আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম নদী দেখার জন্য। সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। আসলে ছবিটা তোলার পর আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছিল। আশা করি আপনার কাছেও এই ফটোগ্রাফিটি ভালো লাগবে।
উক্ত ৮ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @tasonya - 3 STEEM -
- 2nd Prize - @narocky71 -2 STEEM -
- 3rd Prize - @joniprins - 2 STEEM -
- 4th Prize - @green015 - 2 STEEM -
- 5th Prize - @ah-agim - 1 STEEM-
- 6th Prize - @shahid540 - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রচুর ব্যস্ততার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে যারা অংশগ্রহণ করেছে, তারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে ভাইয়া আজকে আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। এই কনটেস্টে যারা অংশগ্রহণ করেছিল তারা তাদের সম্মানই পেয়ে গেল এটা খুবই ভালো লাগলো আমার কাছে। যদি আমি কনটেস্টে অংশগ্রহণ করতে পারিনি কেননা আমি দীর্ঘ কয়েকদিন ছুটি নিয়ে কাজ থেকে বিরত ছিলাম। সেই দীর্ঘদিন ছুটি শেষ করে আমি আজকে থেকে আবার কাজ শুরু করতে পেরেছি। এতে আমার কাছে খুবই ভালো লাগছে। সেই সাথে আগামীতে এমন কনটেস্টে অবশ্যই আমি অংশগ্রহণ করব ধন্যবাদ শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি প্রতিযোগীতায় ছয়জনকে বিজয়ী করা হয়েছে এবং ইতিমধ্যে পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে।আপনি খুব সুন্দর কনটেস্ট এর আয়োজন করেন ভাইয়া,বেশ ভালো লাগে এটা,ধন্যবাদ আপনাকে।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় নিজেকে একটু আনন্দিত লাগছে। যদিওবা ষষ্ঠ পজিশনে আছি তারপরেও ভালোলাগা কাজ করছে। এবারের টপিকস টা দারুণ দিয়েছিলেন ভাইয়া। চেষ্টা করব পরবর্তী কনটেস্ট গুলোতে আরো নিখুঁতভাবে অংশগ্রহণ করার জন্য। যাই হোক আপনার পরবর্তী কনটেস্টের অপেক্ষায় রইলাম।
সবাই কর্মব্যস্ত মানুষের দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিল। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন।
এই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। চেষ্টা করলাম সুন্দর করে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অন্যদের ফটোগ্রাফি গুলো ও সুন্দর ছিল। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন।
ওয়াও এই প্রতিযোগতায় পাশ করে ফেললাম। তৃতীয় স্থান অধিকার করে অনেক ভালো লাগলো। এভাবেই সামনে যত গুলো প্রতিযোগিতা আসবে। সে গুলোতে অংশগ্রহন করার চেষ্টা করবো। ধন্যবাদ।
আশা করি ভাইয়া ভালো আছেন? মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছেন দেখে খুশি হলাম । যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিজয়ীদের মাঝে থাকতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আশাকরি আমি নিয়মের কোন বাত্যয় করিনি। তবে বিষয়টি সম্পর্কে আমি বুঝতে পেরেছি। এইজন্যই আমাদের এন্ট্রি গ্রহণ করা হয়নি। যাইহোক অন্যদের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। বিজয়ীদের অভিনন্দন।।
আপনি প্রতি মাসে আপনার পক্ষ থেকে একটি করে ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করেন। এটি আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছেন। প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সবাই কে অভিনন্দন।