টার্গেট ডিসেম্বর সিজন-৪ পাওয়ার বৃদ্ধি ২০০ স্টিম।
টার্গেট ডিসেম্বরের নতুন সিজন ৪০ সপ্তাহ আগে চালু হয়েছে । ইতিমধ্যেই আমি আমার নতুন টার্গেট সেট করে নিয়েছি । আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৭৫,০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব আশা করছি।
এসপ্তাহে আমার ওয়ালেটে ২৪৮ স্টিম ছিল। ২৪৮ স্টিম থেকে ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ
আমার ওয়ালেট থেকে নেওয়া : পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ওয়ালেটে ৬৩৫১০ স্টিম-পাওয়ার ছিলো।
এরপর ২০০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।
অবশেষে আমার ওয়ালেটে ৬৩৭১০ স্টিম-পাওয়ার পূর্ণ হলো।
৭৫,০০০ স্টিম পাওয়ার পূর্ণ হতে আমার আরও ১১২৯০ স্টিম পাওয়ার প্রয়োজন। আশাকরি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১১২৯০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবো। আপনারাও আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমরা সবাই একসাথে আরো একবার সফল হব ইনশা আল্লাহ্।
পোস্ট থেকে প্রাপ্ত ৫০% রিওয়ার্ড এর বাইরে আমি ২১০০০ এস,পি পাওয়ার আপ করতে ইচ্ছুক। আজ ২০০ স্টিম পাওয়ার আপ করায় ২১ হাজারের টার্গেট পূরণ হতে বাকি রইল ১৪৬০০ স্টিম। ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি এই সপ্তাহেও বেশ ভালো এমাউন্টের পাওয়ার আপ করেছেন এবং এটা দেখে খুব ভালো লাগলো ভাই। ২০০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনি ৬৩,৭১০+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আশা করি এই সিজনে আপনি ৭৫,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
অনেক বড় টার্গেট সামনে রেখে এগিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন আপনি। আপনার করা পাওয়ার আপ দেখে আমার অনেক ভালো লেগেছে। আর পাওয়ার আপের প্রতি অনেক উৎসাহিত হয়েছি। প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করতে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনি। নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনি এভাবে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করতে থাকলে ৭৫ হাজার এসপি তাড়াতাড়ি পূরণ করে নিতে সক্ষম হবেন।
৭৫ হাজার এসপি তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এভাবে পাওয়ার আপ করতে থাকলে। আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, যদি প্রতি নিয়ত এভাবে পাওয়ার বৃদ্ধি করেন। আমার অনেক বেশি ভালো লেগেছে আপনার পোস্ট দেখে। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে অনেক দূর এগিয়ে যান, শুভকামনা রইল।
আপনি দেখছি ২০০ স্টিম পাওয়ার আপ করেছেন ভাইয়া । পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা ।আমার বাংলা ব্লগে দীর্ঘস্থায়ী কাজ করতে হলে সবারই নিয়মিত পাওয়ার আপ পোস্ট করা উচিত। ২১ হাজারের টার্গেট পূরণ হতে বাকি আছে ১৪৬০০ স্টিম। দোয়া করি খুব শীঘ্রই আপনি আপনার লোককে পৌঁছান।
একাউন্টঃ @rex-sumon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.314911%