মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #০৪
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: সাদাকালো বৃষ্টি / বর্ষার ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এর আগে একবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ পেয়েছিলাম, এজন্য উৎসাহ অনেকটাই রয়েছে। তবে এইবারের কনটেস্টের বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগলো। আশা করি অংশগ্রহণ করব যদি বর্ষাকালের ফটোগ্রাফি করার সুযোগ পাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমার বানা ব্লগ সব সময় ইউজার দের মাতিয়ে রাখার জন্য বিভিন্ন আয়োজন করে থাকে উদ্যোগ টা আমাদের সবারি ভাল লাগে খুব দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন যেহেতু আমাদের কমিউনিটির সবাই ই ভাল ফটোগ্রাফার তাই এটা অনেক জুমবে।
অবশ্যই অংশগ্রহণ করবো ভাইয়া। এর আগেও আমি অংশগ্রহণ করেছিলাম। এধরনের ভিন্ন ধর্মী আয়োজন গুলো ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বাহ্ ভাইয়া চমৎকার একটি টপিকস দিয়ে প্রতিযোগিতার আয়োজন করলেন তো। এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। অপেক্ষায় রইলাম ভালো কিছু ফটোগ্রাফি দেখার জন্য।
দারুন প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই দেখে বেশ ভালো লাগলো। কিন্তু আমাদের এলাকায় তো বৃষ্টি হচ্ছে না ফটোগ্রাফি যে কই পায় ভাবতেছি। তবে চেষ্টা করব নিজের সাধ্যমত মত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বর্ষাকালীন সময়ে দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।যদিওবা ফটোগ্রাফিতে খুব একটা পারদর্শী নই তারপরও অনেক ভালো লাগার মতো একটি বিষয়।সবাইকে যে সবকিছু পারতে হবে এমনটাও নয় তাই এসব নিয়ে আফসোস করি না,অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো এটা ভেবেই ভালো লাগছে।পুরস্কার টা কোনো ব্যাপার না সুন্দর একটি প্রতিযোগিতা হবে এটাই অনেক বড় ব্যাপার।যদি ভাগ্য অনুকূলে থাকে আর বৃষ্টির দেখা পাই তাহলে অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো।ধন্যবাদ ভাইয়া।
ঠিক আছে আপু অপেক্ষায় রইলাম।
ব্যাঙের ছাতার জগৎ
ডিভাইস:পোকো এক্স২।
ফোকাল লেন্থ:২৫মি.মি.(প্রায়)
ফ্ল্যাশ:নো ফ্ল্যাশ
এডিট:শুধুমাত্র ব্রাইটনেস অ্যাডযাস্ট করা হয়েছে।
সাদাকালো ফটো হতে হবে। একটু ইফেক্ট দিয়ে তারপর আবার দেন।
আচ্ছা ভাইয়া। ধন্যবাদ।
দারুন একটা টপিক্স পেলাম সুমনদা। আশা করি আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অবশ্যই থাকবে। তবে ফটোগ্রাফি যা ছিল সব তো শেয়ার করে দিয়েছি। এখন তাহলে আবার নতুন করে খুঁজতে বের হতে হবে।
বৃষ্টির ফটোগ্রাফি নিয়ে এবারের আয়োজন।এখন তো বৃষ্টি হচ্ছে। সবাই খুব আনন্দ নিয়ে অংশ নেবে এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।