পাওয়ার আপ প্রতিযোগিতা - ৪৮ এর ফলাফল | প্রতিযোগিতার সপ্তাহ- ৪৯ -শেষ সপ্তাহ।
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় 336 দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে 23 জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
1 | @kazi-raihan | invalid | 15 STEEM |
2 | @fatema001 | invalid | 10 STEEM |
3 | @kibreay001 | invalid | 10 STEEM |
4 | @razuan12 | invalid | 10 STEEM |
5 | @mostafezur001 | invalid | 10 STEEM |
6 | @purnima14 | invalid | 10 STEEM |
7 | @moh.arif | invalid | 25 STEEM |
8 | @bijoy1 | invalid | 10 STEEM |
9 | @jamal7 | invalid | 10 STEEM |
10 | @ah-agim | invalid | 10 STEEM |
11 | @narocky71 | invalid | 10 STEEM |
12 | @samhunnahar | invalid | 10 STEEM |
13 | @rayhan111 | invalid | 10 STEEM |
14 | @bdwomen | invalid | 10 STEEM |
15 | @bristy1 | invalid | 10 STEEM |
16 | @mahfuzur888 | invalid | 10 STEEM |
17 | @ripon40 | invalid | 10 STEEM |
18 | @mahfuzanila | invalid | 10 STEEM |
19 | @maksudakawsar | 0.509996% | 50 STEEM |
20 | @rex-sumon | 0.295085% | 200 STEEM |
21 | @alsarzilsiam | 0.136612% | 50 STEEM |
22 | @tangera | 0.117014% | 50 STEEM |
23 | @aongkon | 1.61681% | 100 STEEM |
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৬৫০ স্টিম।
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @aongkon | 1.61681% | ২০ STEEM |
২ | @maksudakawsar | 0.509996% | ১৮ STEEM |
৩ | @rex-sumon | 0.295085% | ১৫ STEEM |
৪ | @alsarzilsiam | 0.136612% | ১০ STEEM |
৫ | @tangera | 0.117014% | ৭ STEEM |
৬ | @X | X | ৫ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
নিম্নে পাওয়ার বৃদ্ধি কনটেস্ট এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ-
যেভাবে আপনি পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করবেনঃ
সপ্তাহে একবার পাওয়ার আপ করে সেটি দিয়ে পোস্ট করতে পারবেন। একাধিকবার পাওয়ার আপ করার ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট করা যাবে না। (একজন ইউজার যতবার খুশি ততবার পাওয়ার আপ করতে পারবে কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র একবার পাওয়ার আপ করে উক্ত ডকুমেন্ট দিয়ে একটি পোস্ট তৈরী করতে পারবে)
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
আপনি এভাবেও পোস্টের উপরের অংশে উল্লেখ করতে পারেন।
[ss From @razuahmed ]
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড। (টার্গেট ডিসেম্বরের জন্য যেকোনো এমাউন্ট কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করার জন্য মিনিমাম ৫০ স্টিম)
কনটেস্ট অংশগ্রহণ করতে হলে আপনার ওয়ালেট এ minimum-100 স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এ সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। যে সকল ব্লগার পুরস্কার পেয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন। অনেক সুন্দর করে পাওয়ার আপ কনটেস্টের রেজাল্ট প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এ সপ্তাহের পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেখে অনেক ভালো লাগলো ৷ অনেকেই অংশগ্রহণ করেছে এ সপ্তাহে আর বেশ ভালো স্টিমও পাওয়ার আপ হয়েছে ৷ এ সপ্তাহের পাওয়ার আপ প্রতিযোগিতার সকল বিজয়ীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ৷
পাওয়ার বৃদ্ধির ফলাফল দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এ সমস্ত ফলাফল গুলো দেখলে পারে নিজের মধ্যে পাওয়ার বৃদ্ধির অন্যতম উৎস সৃষ্টি হয়। আর এখানে বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয় তাই আরো বেশি ভালো লাগে।
এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই সপ্তাহে দেখছি পাওয়ার আপ এর পরিমাণ একেবারেই কম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চলতি সপ্তাহে ২৩ জন ইউজার পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যারা নিয়ম মেনে পাওয়ার বৃদ্ধি করে বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন।
প্রথমেই গত সপ্তাহে যারা পাওয়ার আপ করে বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন ।সত্যি বলতে পাওয়ার আপ এর প্রয়োজনীয়তা সবাই বুঝতে পেরেছে। যার কারণে ধারাবাহিকতা বজায় রেখে সবাই পাওয়ার আপ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এই পাওয়ার আপ কনটেস্ট টি চলমান রাখার জন্য।,.
পাওয়ার আপ করে আজ আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। আশা করবো আগামীতেও এমন করেই পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখবো। আমাকে বিজয়ী করার জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকল কে।