I'M A TRIPLE DOLPHIN || ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি || সাকসেসফুল টার্গেট ডিসেম্বর।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20211224_000715312.png

গত ১২ সপ্তাহ আগে ১০,০০০ পাওয়ারের টার্গেট পূরণ করেছি। টার্গেট পূরণ করার সাথে সাথে নতুন একটা টার্গেটেও নির্ধারণ করেছিলাম । নতুন টার্গেট ছিল ১৫,০০০ স্টিম পাওয়ার বানানো ডিসেম্বর মাসের মধ্যেই । আজ আমার সেই টার্গেট পূরণ হলো।

আজ আমি ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। এ সপ্তাহে আমার ওয়ালেটে ১০৫ স্টিম ছিল। ১০৫ স্টিম থেকে ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। যারা প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করছেন তারা হয়তো আগামী ৭ দিনের মধ্যে নিজেদের টার্গেটে পৌঁছে যাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।

আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ

আমার ওয়ালেট থেকে নেওয়া : পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ওয়ালেটে ১৪৯৮৪ স্টিম-পাওয়ার ছিল।

IMG_20211224_000212.jpg

এরপর ১০০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।

IMG_20211224_000232.jpg

অবশেষে আমার ওয়ালেটে ১৫০৮৪ স্টিম-পাওয়ার পূর্ণ হল।

IMG_20211224_000256.jpg




Power up update 25-12-2021

IMG_20211225_174041.jpg

cc:- @steemcurator01


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

অভিনন্দন ভাই। আপনি আপনার টার্গেট পূর্ণ করেছেন। আমরা যারা নতুন ইউজার তারা এসব দেখে অনুপ্রানিত হবো

The strength of the account is very much @rex-sumon👏👏👏😍

Congratulations 🥳

I think everyone will be inspired by your work.

 3 years ago 

একজন orca হতে আপনার আর মাত্র 35 হাজার Sp লাগবে।

 3 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। আপনি টার্গেট ডিসেম্বর লক্ষ্য নিয়ে যে কাজ করতে ছিলেন সেটা আপনার আজকে পূরণ হলো। আপনার জন্য রইল শুভকামনা আ।সলেই পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের ক্ষমতা অর্জন করছি। আমিও টার্গেট ডিসেম্বরের নিয়ে কাজ করছি, আমি ইনশাল্লাহ এই সপ্তাহে আমার টার্গেটটা পূরণ করতে পারব। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার পাওয়ার আপ এর অনুপ্রেরণায় আমিও শুরু করে দিয়ে ছিলাম।

 3 years ago 

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ভাই🎉🎉🎉।

আপনার টার্গেট ডিসেম্বরের টার্গেট যে পূরণ হয়েছে এটা জেনে খুবই ভালো লাগল। আমার টার্গেট পূরণ হতে আর বাকী ১০০। ইনশাআল্লাহ এই সপ্তাহে করে ফেলব। তাহলে আমার টার্গেট ও পূরণ হয়ে যাবে🙂🙂

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল।

পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার টার্গেটে পৌছাতে সক্ষম হয়েছেন ভাইয়া জেনে অনেক খুশি লাগল। আসলে আমাদের পাওয়ার আপ করা খুবই জরুরি। নিজেকে স্টিমেট ব্লকচেইনে টিকিয়ে রাখতে হলে পাওয়ার আপ আমাদের সবার জন‍্য‍েই জরুরী। শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনার জন‍্য।

 3 years ago 

ভাই আপনাদের পাওয়ারা আপ পোস্ট গুলো দেখি আর শুধু আফসোস করি। কবে যে পাওয়ার আপ করতে পারব!!! আপনার জন্য দোয়া রইল যেন, আপনি আমার বাংলা ব্লগকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে পারেননি।