মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৩৯
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বিবরণ: আমি এই ফটোগ্রাফি টি বেশ দুই দিন আগে সকাল বেলা কলেজে যাওয়ার সময় আমাদের চকের পাতারের রাস্তা থেকে সংগ্রহ করেছি। আমাদের উত্তর বঙ্গের মধ্যে বেশ কিছু দিন ধরে প্রচন্ড পরিমানে কুয়াশা পড়েছিল। কুয়াশার কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছিল না।আর বিশেষ করে ফসলের মাঠ গুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কুয়াশা পড়ে।
ফটো ডিটেইলস: শুট অন আইফোন ১১, নন ইডিটেড, ডুয়েল ক্যামেরা।
বাহ্! একেবারে সময়োপযোগী একটি টপিক নির্বাচন করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে কুয়াশাচ্ছন্ন সকালের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দেখতে দেখতেই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা পর্ব ৩৯ হয়ে গেলো!! এর মাঝে বেশ কয়েকবার প্রতিযোগিতার বিষয় কমন পরলে অংশগ্রহণ করা হয়েছে। এবারের বিষয় যেহেতু সময় এর সাথে খুবই উপযোগী, এবার অনেক পার্টিসিপ্যান্ট দেখতে পারবো বলে আশা করছি। সকলের জন্যই অগ্রিম শুভেচ্ছা রইলো।
শীতের সকালে আমরা কুয়াশা দেখতে পাই। আর শীতের সকালের এই দৃশ্যটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আপনার এই সপ্তাহের এই ফটোগ্রাফির টপিক অনেক ভালো ছিল। আমি তো অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Camera : Vivo 1820
Focus length : 4.20 mm
flash : couldn't use
no edited
এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম গতবছর। ইচ্ছা করেই এক কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটতে বের হয়ে আমার গ্রামের মধ্যে থেকে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করি।
Focus length : 27 mm
flash : couldn't use
no edited
আমি এই ফটোগ্রাফিটি ধারণ করেছিলাম আজকে সকালে হাঁটতে বের হয়ে। আমার বাসার পিছনে কিছুদিন আগে ধান কাটা হয়েছিল। তাই আমি সকালে ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটার চেষ্টা করি। শীতের কুয়াশাচ্ছন্ন সকালের অপরূপ সৌন্দর্য দেখে ভীষণ ভালো লাগে। ঘন কুয়াশার কারণে দূরের কোন কিছুই দেখা যাচ্ছিল না। সেই মুহূর্তে আমি ফটোগ্রাফি করেছিলাম।
Camera : Redmi12
Focus length : 28mm
flash : no flash
Edit:no edited
কিছু কথা:শীতকাল মানেই কুয়াশার মেলা। কুয়াশা ছাড়া যেন শীতের কোন মজাই নেই। কুয়াশা ছাড়া শীত আর ফলহীন বৃক্ষ যেন একই রকম। তবে এই শীত আর কুয়াশা দিনের শুরুতে তথা প্রভাতের দিকেই সব থেকে বেশি ভালো লাগে দেখতে। কিছুদিন আগে গিয়েছিলাম ভার্সিটি ক্লাস করার জন্য ক্লাস ছিল ৮:৪৫ মিনিটে। রাস্তা দিয়ে যাওয়ার পথেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
ডিভাইস - Samsung Galaxy S24 Ultra
ফোকাল ল্যান্থ - 115mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড
এই ফটোগ্রাফিটা গতকাল সকালে ক্ষেতের দিকে গিয়ে তুলেছিলাম। ঘন কুয়াশা না থাকলেও, কুয়াশা মোটামুটি ভালোই ছিলো। পাতাবিহীন গাছে একটি পাখি বসে ছিলো, যা দেখে ভীষণ ভালো লেগেছিল আমার। তাই আমি সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।