হাঁটাহাঁটি করে উপার্জন!! 🤑 - ক্রিপ্টো আর্ন করতে এখনি শুরু করুন। $10,000 প্রাইজ 😱

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

Bold Modern Earn Money Tips YouTube Thumbnail_20241123_163204_0000.png

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। আজ আমরা ফাইনালি SuperWalk event চালু করতে যাচ্ছি। কিছুদিন আগে একটি পোস্টে আপনাদের সাথে বেসিক বিষয়গুলো শেয়ার করেছিলাম। এখানে ক্লিক করে পোস্টটি দেখে আসুন। ওই পোস্টের উল্লেখ করেছিলাম কিভাবে এই অ্যাপসটি কাজ করে এবং কিভাবে আর্ন করা সম্ভব।

SuperWalk হলো Web3 বেইজ M2E টাইপের আর্নিং অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে হাঁটা বা দৌড়ানোর মাধ্যমে ক্রিপ্টো আর্ন করা যায়। SuperWalk- এ দুটি মুড রয়েছে। একটা হচ্ছে বেসিক মুড আর একটি হচ্ছে প্রো মুড। দুটির ভিন্ন রকম সুবিধা রয়েছে এবং দুটিই আলাদা এক্সপেরিয়েন্স দেবে আপনাকে।

প্রথমে অ্যাপসটি ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমি অ্যাপেল ইউজার এবং অ্যান্ড্রয়েড ইউজারদের উভয়ের জন্য লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে নিবেন।

Click MeClick Me
Use This Promo: P838KWV


ইনস্টল করা হলে অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। প্রথমে একটা পপআপ উইন্ডো ওপেন হবে এবং সেখানে কিছু পারমিশন চাইবে। গো টু সেটিং অপশন এ ক্লিক করে সেটিংসে গিয়ে প্রয়োজনীয় পারমিশন গুলো অ্যাপ্রুভ করে দিবেন। এরপর আপনাকে মেইল অথবা ফোন নাম্বার দিয়ে লগইন করে নিতে হবে। লগইন কমপ্লিট হওয়ার পর আপনি হোম পেজে দুটি মুড দেখতে পারবেন। একটা হচ্ছে বেসিক মুড আর একটি হচ্ছে প্রো মুড। দুটির ভিন্ন রকম সুবিধা রয়েছে এবং দুটিই আলাদা এক্সপেরিয়েন্স দেবে আপনাকে।

IMG_20241116_214836.jpg

বেসিক মুডটা আপনি সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন। এই অ্যাপস রানিং থাকা অবস্থায় যতক্ষণ আপনি হাঁটাহাঁটি করবেন ততক্ষণ আপনার স্টেপগুলো কাউন্ট হতে থাকবে। হোমপেজে আপনার স্টেপ কাউন্ট শো করবে। একটু নিচেই দেখতে পারবেন পয়েন্ট ক্লেইম করার অপশনটি ভিজিবল হয়েছে। ওই অপশনে ক্লিক করে আপনি আপনার রেওয়ার্ড পয়েন্ট গুলো ক্লেইম করতে পারবেন।

এখন এই পয়েন্টগুলো দিয়ে কি করবেন? হোম পেজের একদম নিচে আসলে দেখতে পারবেন কিছু অনগোয়িং লটারি টাইপ্সের কিছু অফার রয়েছে। আপনি ওই লটারি গুলোতে আর্ন করা কয়েন দিয়ে পার্টিসিপেট করতে পারবেন। ওখানে যত ইউজার পার্টিসিপেট করবে তাদের মধ্য থেকে উইনার সিলেক্ট করা হবে। সেই ভাগ্যবান উইনার একটা পুরস্কার জিতে নেবে। কখন কোন অফার চলমান সেটা আপনাদের অ্যাপ্লিকেশন থেকে দেখে নিতে পারবেন। এখানে অ্যাপেল ওয়াচ, ম্যাকবুক প্রো সহ বিভিন্ন প্রকার গ্যাজেট, অ্যামাজন গিফট কার্ড ও বিভিন্ন কয়েন অর্ন জেতার সুযোগ আছে।

IMG_2642.jpegIMG_2641.jpegIMG_2643.jpeg



এবার আসি প্রো-মুড নিয়ে। বেশ জনপ্রিয় একটি কয়েন WALK- যেটা SuperWalk এর নেটিভ টোকেন। আপনি হাঁটাহাঁটি করে বা দৌড়িয়ে এই WALK কয়েন অর্ন করতে পারবেন। এর জন্য আপনাকে NFT shoe কিনতে হবে। NFT shoe কিনতে হলেও তাদের আরো একটি নেটিভ কয়েন GRND ইউজ করতে হবে। এই কয়েনটি Get.io এক্সচেঞ্জে USDT পেয়ারে পেয়ে যাবেন। এক্সচেঞ্জ সাইট থেকে কয়েন কিনে SuperWalk এর Web3 ওয়ালেটে ডিপোজিট করতে হবে। এরপর ইন্টার্নাল মার্কেট থেকে NFT shoe বাই করতে হবে। হাজারো রকমের NFT আছে সেখানে। আপনি জগিং করতে চান, হাঁটাহাঁটি করতে চান, নাকি দৌড়াতে চান সেই হিসেবে আপনি Shoe স্কিন বাই করবেন। প্রতিটি স্কিনের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। ১ থেকে ১০ লেভেলের স্কিন গুলো ১০-২৫ ডলার মূল্যের GRND কয়েনের মধ্যেই পেয়ে যাবেন।

IMG_20241116_214252.jpg

IMG_20241116_214152.jpg

IMG_20241115_212258.jpg

IMG_20241116_214728.jpg

বিষয়গুলো বোঝার জন্য আমি একটি NFT কিনেছি ইতিমধ্যেই। এটি জগার্স স্কিনের NFT shoe. জগার্স আইটেম হওয়ার কারণে আমার লিমিট ৫ থেকে ১২ কিলোমিটার/hr নির্ধারণ করে দেওয়া। একটা সাধারণ স্ট্যান্ডার্ড ফলো করে এই লিমিটটা তৈরি করে দিয়েছে তারা। আমি গতকাল কিছু সময় হালকা দৌড়েছি। এর ফলে ১.২ WALK কয়েন দিয়েছে আমাকে। বর্তমানে প্রতিটি WALK কয়েনের মূল্য $0.048 - এখানে চেক করুন

IMG_20241116_214523.jpg

এখন আপনাদের কাজ হলো এই অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করা। আপনি নিজে ইউজ করুন, আপনার ফ্যামিলি এবং বন্ধুদেরকেউ ডাউনলোড করতে বলুন। সেক্ষেত্রে আপনার প্রোমো কোড ইউজ করতে বলবেন। আজ থেকেই আমাদের ইভেন্ট অফিসিয়ালি স্টার্ট হলো।

Event Details:

  1. Total event budget: $10K
  2. Event duration: 4 or 6 weeks
  3. Event details: "Move to Earn Challenge for the Bengali community!"

(A) Leaderboard Rewards ($8K): Rankings are determined based on earnings from walking, with higher rankings earning greater rewards.

(B) Special Rewards ($2K): Additional rewards are given for exercising with Rare-grade or higher shoe NFTs.

(C) Bonus Rewards(maybe NFTs): Extra rewards are provided for posting reviews or income verification posts about SuperWalk on the community or social media.

থাকছে এক্সট্রা আপভোট

প্রতিদিনের এক্টিভিটিসের একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। সপ্তাতে একটি পোস্ট তৈরি করুন সেগুলো দিয়ে। ভালো এক্টিভিটিস যাদের, তারা সুযোগ পাবে এক্সট্রা আপভোট পুরস্কার জিতে নেয়ার। আপনার পোস্টে অবশ্যই #superwalk ট্যাগ থাকতে হবে। আর দেড়ি নয়, ক্রিপ্টো আর্ন করতে আজই শুরু করুন আপনার হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, লাফালাফি।😂


IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

হ্যালো, চমৎকার পোস্ট, খুব আকর্ষণীয় এবং আরো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত
এবং আশীর্বাদ

 9 days ago 

ভাই হাটাহাটি করে ক্রিপ্টো আর্ন করার সুযোগ হাতছাড়া করা যাবে না। আজকে থেকেই তাহলে হাটাহাটি ফুল দমে শুরু করে দিতে হবে। খুবই সুন্দর ভাবে প্রত্যেকটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এই ইভেন্ট অবশ্যই পার্টিসিপেট করবো।

 9 days ago 

M2E অ্যাপ্লিকেশন টি বেশ বড় একটি এমাউন্টের প্রাইস পুল নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। আমরা প্রত্যেকেই এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবো । আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক গুলো সদস্য এই প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হবে। সকলের অংশগ্রহণ একান্ত কাম্য।

 9 days ago 

বিষয়টি দারুণ কারন এর আগেও এক্টিফিট এর সাথে যুক্ত ছিলাম। এটাও ইনস্টল করে নিলাম, তবে কতটা সুযোগ পাবো দেখার বিয়ষ সেটা। তবে আমাদের সবারই উচিত এটা ইনস্টল করা এবং কিছুটা হলেও এ্যকাটিভ থাকা অন্তত নিজেকে ফিট রাখার জন্য হলেও।

 9 days ago 

অসাধারণ একটা উদ্যোগ আজ থেকে আমি শুরু করেছি বেশ ভালো লেগেছে এপটা। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় দাদাকে এতো দারুন একটি গেইম উপহার দেওয়ার জন্য।

 9 days ago 

বাহ,এটা খুবই ভালো একটি উদ্যোগ।সঙ্গে শীতকালে আলসেমি ভাবটা কেটে যাবে আর ব্যায়ামও হয়ে যাবে।☺️☺️অবশ্যই চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য দাদা,ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।

 9 days ago 

যেহেতু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে আর্ন করা যাবে।এবার ইনকাম ও কটা হবে ওয়েট ও কমানো হবে।বেশ ভালো একটি অ্যাপস সম্পর্কে আমাদের পরিচয় করিয়েছেন ভাইয়া। পার্টিসিপেট করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 9 days ago 

ইতিমধ্যেই এই অ্যাপসটি ইউজ করছি। এককথায় দুর্দান্ত একটি অ্যাপস। হাঁটাহাঁটি এবং দৌড়াদৌড়ি করেও ক্রিপ্টো আর্ন করা যায় হা হা হা। আমরা সবাই অংশগ্রহণ করে এই ইভেন্টটিকে সফল করবো ইনশাআল্লাহ। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

অলরেডি আমিও এই অ্যাপসটি ইউজ করছি কিছু কয়েন যুক্ত করেছি কারন প্রতিদিন সকালে হাটাহাটি করার সময় এই অ্যাপটি রানিং রাখি। এখন শুধু NFT কিনতে হবে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community