সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - সেপ্টেম্বর প্রথম সপ্তাহ (Weekly Plagiarism Report -September-1st week )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20210823_101637284.jpg

01-09-2021

চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

চৌর্যবৃত্তের সংখ্যা এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে । আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@lookingDIY ..
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@alauddinpabelলিংক উৎস

রিপিট পোস্টার :

ক্রমিক নংনামপ্রধান পোস্টপুনরাবৃত্তি
@ahmedjisanলিংকলিংক
@ahmedjisanলিংকলিংক ১,

এই সপ্তাহে @moh.arif এই কাজটি করেছেন। ভাইকে ধন্যবাদ।

যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

পোস্টগুলো আমি পর্যবেক্ষণ করলাম। আসলে চুরি খেয়ে যদি ধরা খাওয়া যায় তাহলে সেই চুরি করে লাভ কি। আর এরা এমন ভাবে চুরি করে যেটা খুব সহজে ধরা যায়। তবে আমি চুরি করতে কাউকে উৎসাহিত করছে না।

এত বলার পরেও পোস্ট কপি এবং গুগল থেকে সরাসরি ছবি ডাউনলোড করে সেগুলো দেওয়ার কি দরকার। মোবাইলের ক্যামেরা খারাপ হোক কিংবা ভালো হোক মূল কাজ করতে আমাদের সমস্যা কোথায় আমি বুঝতে পারিনা।।

সব সময় নিজের কাজগুলো কে প্রাধান্য দেওয়া আমাদের উচিত। আমাদের যা কিছু আছে আসলে আমাদের তাই দিয়েই শুরু করা দরকার। কি দরকার অন্যের কোন কিছু নিয়ে নিজের হিসেবে চালিয়ে দেওয়া।।

আসলে বাঙ্গালী অল্পতেই বেশি কিছু পেতে চাই যার জন্যই বাঙালিরা যত নাজেহাল অবস্থা

তবে সকল মডারেটরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চুরি করা কাজগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এক্ষেত্রে আমরাও সংশোধন হতে পারব এবং নিরুৎসাহিত হতে পারব চুরি করা থেকে।

ধন্যবাদ সবাইকে

 3 years ago 

খুবই দক্ষতার এই কাজটা আপনারা করেন। চৌর্যবৃওি কোনোভাবেই মেনে নেওয়া যাবে নি। আপনাদেরকে স্বাগতম।

আশাকরি, এই পোস্টের মাধ্যমে অনেকেই সতর্ক হবেন।

ভাই আপনি হচ্ছেন আমাদের কমিউনিটির ডিবি। আপনি থাকতে কোন আইন ভঙ্গ কারীর রক্ষা নাই। ধরা সে খাবেই। চমৎকার একটি রিপোর্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই। তবে এই সপ্তাহে আমি বিজি থাকার কারণে @moh.arif ভাই কাজগুলো করেছেন।

এভাবেই আইন তৈরি হয়।সত্যিই অসাধারণ।

 3 years ago 

ওহ ,তাইনাকি

 3 years ago 

মুক্ত থাকুক কমিউনিটি ঝুট ঝামেলা থেকে ।

 3 years ago 

বিশুদ্ধ থাকুক আমার বাংলা ব্লগ

 3 years ago 

চেষ্টা অব্যাহত থাকবে……………

 3 years ago 

শতভাগ কপি করা পোস্টটি দেখেছিলাম। এডমিনের পোস্ট দুই ঘণ্টার মধ্যে একই কমিউনিটিতে কিভাবে কপি করে পোস্ট করে। মানুষ কেমনে কি করে। ধন্যবাদ আরিফ ভাইকে সপ্তাহে প্রতিবেদন কষ্ট করে প্রকাশ করার জন্য। আশা করছি এভাবে করে আস্তে আস্তে সবাই শুধরে যাবে

 3 years ago 

আগের তুলনায় অনেকটা কমেছে ভাই, আমাদের কমিউনিটি ১০০% স্বচ্ছ কমিউনিটি হবে, ইনশাহল্লাহ।

স্বচ্ছতা আনার দরকার