|| লেভেল ৩ হতে আমার অর্জন :- By @rimon03 || ১২ জানুয়ারি ২০২২ || ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



"আসসালামু আলাইকুম"
আমি @rimon03
বাংলাদেশ থেকে।



IMG20230922160451.jpg



আপনারা সবাই কেমন আছেন?আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।


"লেভেল টু" পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি লেভেল-৩ লেকচার শীট এবং #abb-school প্রতি নিয়তো ক্লাস করেছিলাম। ক্লাস চলাকালীন সময়ে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। আর এই শিক্ষা আমার পোস্ট কোয়ালিটি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে। এই প্লাটফর্মে যদি নিজেকে একজন স্থানী ব্লগার তৈরি করতে চাই তাহলে অবশ্যই এই সব খুটিনাটি বিষয় গুলো সকলেরই জানা একান্ত কাম্য। তাহলেই এই কমিউনিটিতে আমি নিজেকে একজন ব্লগার হিসেবে গণ্য করতে পারব।

এর জন্য আমি কমিউনিটির এডমিন মডারেটর এবং প্রফেসর দের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, যারা নিজেদের সময় নষ্ট করে আমাদের জন্য abb-school স্কুলের মত এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং লাল গোলাপের ভালোবাসা।



abb-school

Study-level-03 থেকে আমার অর্জন

প্রশ্ন এবং উত্তর



★ প্রশ্নঃ--- মার্কডাউন কি ?

উত্তরঃ- লেখাকে সুন্দর ভাবে মার্জিত এবং আকর্ষণীয় করে তোলার জন্য আমরা যে কোড বা চিহ্ন গুলো ব্যবহার করে থাকি সেগুলোই হলো মার্কডাউন।



★ প্রশ্নঃ--- মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ- মার্কডাউন এর ব্যবহার এজন্যই গুরুত্বপূর্ণ যে আমরা যদি কোনো কিছুকে সুন্দর এবং মনমুগ্ধকর ভাবে উপস্থাপন করার পর সেটা যদি দেখতে ভালো না হয় তাহলে, বিষয়টি দেখতে যেমন সৌন্দর্যময় নয় তেমনি পড়তে অনেক বিরক্তিকর মনে হয় তাই আমাদের প্রত্যেকের জন্য মার্কডাউন এর ব্যবহারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বাস্তব জীবনে যখন পরিক্ষা দিয়ে থাকি তখন স্যারদের দৃষ্টি আকর্ষণ এবং নাম্বার বেশি পাওয়ার জন্য, কখনো শিরোনাম ব্যবহার করে থাকি রঙিন কলম দিয়ে, আবার কখনো মার্জিন ব্যবহার করি পেন্সিল দিয়ে যাতে করা স্যারেরা খাতা দেখে মুগ্ধ হয়ে বেশি বেশি নাম্বার দেয়।

তাই পোস্টটি সুন্দর এবং পাঠকদের আকর্ষণ করার জন্যই মার্কডাউন এর গুরুত্ব অপরিসীম।



★ প্রশ্নঃ--- পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তরঃ- আমরা আমাদের পোস্টে যে কোডগুলো ব্যবহার করে থাকি তা কিন্তু দেখা যায় না। অথ্যাৎ কোড ব্যবহারের সাথে সাথে তা প্রতিফলন হয়ে যায়।এই কোডগুলো দৃশ্যমান কারার উপায় হলো নিচে দিয়ে দিলাম।

  • কোডের শুরুতে চারটি স্পেস দিয়ে।
  • কোডের সামনে ও পিছনে অ্যাপোসট্রপি (') দিয়ে।
  • কোডের সামনে ও পিছনে ব্যাক কুয়োত (`) দিয়ে।

উদাহরণ,

 # মার্কডাউন

'# মার্কডাউন'



★ প্রশ্নঃ--- নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরঃ-

`| ক্রমিক নং | শাখা | বিষয় |

| --------- | --------- | --------|
| ১ | ক | বাংলা |
| ২ | খ | ইংরেজি |
| ৩ | গ | গণিত |`

ক্রমিক নংশাখাবিষয়
বাংলা
ইংরেজি
গণিত



★ প্রশ্নঃ--- সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ- সোর্স উল্লেখ করতে হলে আমাদেরকে যে কোড ব্যবহার করতে হবে তা হলোঃ- [লেখা] (লিংক)



★ প্রশ্নঃ--- বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ-

# Header 1
## Header 1
### Header 1
#### Header 1
##### Header 1
###### Header 1

ফলাফল,

Header 1

Header 1

Header 1

Header 1

Header 1
Header 1



★ প্রশ্নঃ--- টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তরঃ- <div class="text-justify">লেখাগুলো</div>



★ প্রশ্নঃ--- কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ- জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীলতা এই বিষয় গুলোর উপর নির্ভর করেই কনটেন্টের টপিকস নির্বাচন করা হয়।



★ প্রশ্নঃ--- কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ- কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। যদি সেই বিষয় সম্পর্কে ভালো কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে সেই সম্পর্কে কিছু লিখতে চাইলে অনেক কিছু ভুল এবং মিছ হয়ে যেতে পারে। যদি আমাদের পোস্ট গুলো মানসম্মত, নিরাপদ ও সঠিক ভাবে করতে চাই তাহলে অবশ্যই টপিকস সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।



★ প্রশ্নঃ--- ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ- আমি যদি কোনো পোস্টে $৭ ডলারের ভোট দিয়ে থাকি। তাহলে আমি কিউরেশন রেওয়ার্ড হিসেবে অর্ধেক পাবো। তাই আমি পাবো $৩.৫ ডলার কিউরেশন রেওয়ার্ড।



★ প্রশ্নঃ--- সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ- সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার জন্য আমাকে ভালো ভালো কনটেন্ট তৈরি করতে হবে এবং ঐ সকল পোস্টে ভোট দিতে হবে যেগুলোতে আমরা ভোট দেওয়ার পর বড় বড় ভোট পড়ে তাহলেই আমরা সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পেতে পারি।



★ প্রশ্নঃ--- নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তরঃ- আমরা নিজে কিউরেশন করলে বেশি আর্ন করতে পারব না কারণ আমাদের ভোটিং পাওয়ার একেবারে কম তাই আমরা যদি Heroism কে ডেলিগেশন করি তাহলে আমরা বেশি আর্ন করতে পারব। যেহেতু আমাদের স্টিম কম তাই আমাদের ভোট ভ্যালুও কম। কারণ স্টিম না থাকলে তো আমরা কখনো বেশি পরিমাণে ভোট দিতে পারব না। তাই আমি মনে করি Heroism কে ডেলিগেশন করা আমাদের প্রত্যেকের জন্য অনেক সুন্দর একটি উদ্যোগ। এছাড়াও Heroism কে ডেলিগেশন করলে তার সর্বোচ্চ সঠিক ব্যবহার হবে। আমরা Heroism থেকে নির্দিষ্ট সময় পরপর আমাকে লিকুইড স্টিম ডেলিগেশন রিওয়ার্ড হিসাবে পেয়ে থাকি।




ধন্যবাদ সবাইকে, আমার প্রশ্নের উত্তর গুলো লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য আরেকটি পোস্টে তো বন্ধুরা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


Cc- @alsarzilsiam


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png






Sort:  
 2 years ago 

প্রশ্নঃ--- পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

৩ নং উত্তর টি সঠিক হয় নি, সঠিক করে নিবেন।

প্রশ্নঃ--- নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

কোড গুলো উল্লেখ করুন, সব ঠিক করার পর আমাকে নক দিবেন।

 2 years ago 

ভাই ঠিক করলাম দেখেন একটু?

Loading...