হাঁটাহাঁটির মাধ্যমে উপার্জন(এক্টিভিটি সপ্তাহ-৩) -SuperWalk//by ripon40

in আমার বাংলা ব্লগ14 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • হাঁটাহাঁটির মাধ্যমে উপার্জন
  • ১৩, ডিসেম্বর ,২০২৪
  • শুক্রবার




4BAcMbXZnLLKMhup8zh7w2pWg2mr8tygc18rdsnXvJ75GrsomdqzZr1YSwpVpLVbs9AHJnvF1zQFEANhEeMcV9jX8PfVztysE1s162eP2W3m9AmRMn9svLFq59zMqscxiYktTGbHeUL7nYYBiKTD7haqL8BNQ6EKbAwXhB5Ess3Uhu9JQXVRPHZt4MBGpGiKf7pHhnVouorJux1NUsLBhFY5bQS.png

banner credit:rex-sumon

সুপার ওয়ার্ল্ক অ্যাপসটি সম্পর্কে আমাদের কমিউনিটি থেকে জানতে পেরেছি। যেখানে হিউজ বড় একটি অ্যামাউন্ট এর প্রাইজ মানি রয়েছে। হাটাহাটি করার মাধ্যমে পুরস্কার জেতার সম্ভাবনা। বর্তমান আমরা হাটাহাটি খুবই কম করি। যেটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য ভালো দিক নয়। শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে হলে আমাদের হাটাহাটির প্রয়োজন রয়েছে। এই সুপার ওয়াল্ক অ্যাপসটি সেই সচেতনতাবোধ তৈরীর পাশাপাশি পুরস্কৃত করছে। আমি নিজেই হাঁটাহাঁটি কম করি। এই অ্যাপসটি যেদিন থেকে ডাউনলোড দিয়েছি তারপর থেকে হাঁটাহাঁটি পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। তাই শারীরিক দিক দিয়ে সুস্থ থাকতে হলে প্রতিদিন সকালে কিংবা বিকেলে হাঁটাহাঁটি করা খুবই প্রয়োজন। তাই আজকে তৃতীয় সপ্তাহের এক্টিভিটি তুলে ধরার চেষ্টা করছি যেটা ৬ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

Screenshot_2024-12-09-23-32-26-286_com.peak.jpgScreenshot_2024-12-11-22-40-36-127_com.peak.jpgScreenshot_2024-12-12-23-40-47-788_com.peak.jpg



এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি যতটা পথ হাঁটবেন আপনি স্টেপ আকারে সেটা অর্জন করবেন। এই অ্যাপসটি দুই ধরনের পয়েন্ট দিয়ে থাকে Super money এবং Supercash । প্রথম স্টেপ শুরু হওয়ার আগেই ৩০ সুপার মানি বোনাস দিয়ে থাকে। স্টার্টিং স্টেপ থেকে আপনি রেওয়ার্ড হিসেবে ৫০ সুপারমানি পাবেন। হাটাহাটি করার মাধ্যমে যখন এক হাজার স্টেপ অর্জন করবেন তখন ৬০ সুপারমানি পয়েন্ট পাবেন। দুই হাজার স্টেফ অর্জন করলে আপনি পাবেন ১৫০ সুপার মানি। পাঁচ হাজার স্টেপ অর্জন করলে ৬০ সুপারমানি। এভাবে ৬০০০,৮০০০,৯০০০ স্টেপ গুলোতে শুধু সুপার মানি পয়েন্ট পাবেন আর বাকিগুলোতে সুপার কেস পেয়ে থাকবেন।

Screenshot_2024-12-13-23-45-59-157_com.peak.jpg

অন্যান্য স্টেপগুলো যেমন৩০০০, ৪০০০,৭০০০,১০০০০ সুপার কেস অর্জন করবেন।আপনি যত হাঁটাহাঁটি করবেন এই পয়েন্ট গুলো অর্জন করবেন। সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত এই পয়েন্ট অর্জনের সীমা রয়েছে। এর বেশি হাঁটাহাঁটি করলেও এই রেওয়ার্ডগুলো আর পাবেন না। শুধু হাঁটাহাঁটি করলেই চলবে না এই পয়েন্টগুলো ক্লেইম করতে হবে। তাহলেই আপনার পয়েন্ট গুলো রিওয়ার্ড হিসেবে যোগ হবে। এভাবেই আমি হাঁটাহাঁটির মাধ্যমে রেওয়ার্ডস গুলো অর্জন করেছি।

Screenshot_2024-12-14-23-59-52-758_com.peak.jpgScreenshot_2024-12-16-23-28-19-177_com.peak.jpgScreenshot_2024-12-17-23-09-05-368_com.peak.jpg



আপনি এই পয়েন্টগুলো বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটিতে প্রতি 24 ঘন্টায় বিভিন্ন ধরনের কুপন চলমান থাকে। এই পয়েন্ট গুলো দিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আমি নিজেই একটিতে অংশগ্রহণ করেছি আমার দুইটা এন্ট্রি রয়েছে। সেখান থেকে আপনি পুরস্কার জিততে পারেন। এই সপ্তাহে আমি তিনটি কুপনে অংশগ্রহণ করেছি। প্রথমটিতে এক হাজার সুপার কেস পুরস্কার অর্জন করতে পারেন। যেখানে ২০০০ জনকে উইনার হিসেবে ঘোষণা করা হবে। আমি যখন এন্ট্রি করেছিলাম সেই সময় ৪৯ হাজার ৩৪৫ জন এন্ট্রি করেছিল। এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্যে আলাদা একটি মজা রয়েছে।

Screenshot_2024-12-21-23-03-48-029_com.peak.jpg

দ্বিতীয়টিতে আপনি ১০০ সুপারমানি ব্যবহার করে এনএফটি সু জেতার সম্ভাবনা রয়েছে। আমি যখন এন্টি করি সেই সময় ৪১ হাজার ৯০০১ জন এন্ট্রি করেছিল। তৃতীয়টিতে ১ লাখ সুপার মানি জেতার সম্ভাবনা রয়েছে যেখানে দশজনকে উইনার হিসেবে ঘোষণা করা হবে। যেখানে ৫২৪১ জন এন্ট্রি করেছিল। এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যেগুলো চাইলে আপনি লুফে নিতে পারেন। এ বিষয়ে বিস্তারিত সুমন ভাইয়ের পোস্ট থেকে জানতে পেরেছি। যেদিন থেকে সুপার ওয়ার্ল্ক অ্যাপসটি ইন্সটল করেছি তারপর থেকে হাঁটাহাঁটি আগের তুলনায় বেড়ে গিয়েছে। যেটা আমাদের জন্যই উপকারী। এছাড়া এনএফটি জুতা কেনার মাধ্যমে প্রতিদিন হাঁটাহাঁটি করে টোকেন পাওয়া যায়। সেটা আমার এখনো কেনা হয়নি এখান থেকেও ভালো কিছু আর্ন করা সম্ভব। এই সপ্তাহে আমার একটিভিটি পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। হাটাহাটি করার মাধ্যমে 8430 সুপার মানি এবং ৮৭৩ সুপার কেস অর্জন করেছি। আরো কিছু পয়েন্ট দিয়ে অন্যান্য গিফট অর্জনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। গত সপ্তাহের অ্যাক্টিভিটি তুলে ধরার চেষ্টা করলাম।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 hours ago 
Screenshot_2024-12-22-00-40-14-882_com.android.chrome.jpgScreenshot_2024-12-22-00-39-51-216_com.coinmarketcap.android.jpg
Screenshot_2024-12-22-00-39-07-829_com.twitter.android.jpgScreenshot_2024-12-21-22-58-41-074_com.peak.jpg
 5 hours ago 

আসলে ভাই প্রথমে আমরা সকলে ভেবে ছিলাম হাঁটাহাঁটির মাধ্যমে যে উপার্জন করা যায় এটি সত্যি অসম্ভব। কিন্তু পরবর্তীতে দেখলাম না এটাই সত্য তখনই আমরা সকলে নিজেই শুরু করে দিয়েছি SuperWalk অ্যাপস মোবাইলে রেখে হাঁটাহাঁটি করার। আপনি তো দেখছি প্রতিদিন প্রচুর পরিমাণে হাঁটেন ভাই। এত হাঁটলে কিন্তু চিকন হয়ে যাবেন 🤣🤣। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 hours ago 

বন্ধু তুমি তো আনলিমিটেড হাটাহাটি কর দেখে চমকে যাওয়ার মত অবস্থা। এক্টিভিটিস তোমার টাই সবচেয়ে বেশি মনে হচ্ছে যাই হোক ভালো কাজ করছ এগিয়ে যাও শুভকামনা রইল তোমার জন্য।

 42 minutes ago 

সুপার ওয়াক এপ্স এর আপনার তৃতীয়তম সপ্তাহের একটিভিটিস দেখে বেশ ভালো লাগলো। সুমন ভাইয়াকে ধন্যবাদ এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য যেটার মাধ্যমে আমরা হাঁটাহাঁটি করেও অর্থ উপার্জন করতে পারছি। আশা করছি আপনি আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এবং সকলকে আহবান জানাচ্ছি সবাই যেন সুপার ওয়াকে সঠিকভাবে একটিভিটিস বজায় রাখে।