DIY-(এসো নিজে করি) || পেন্সিল দিয়ে বিড়ালের চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- পেন্সিল দিয়ে বিড়ালের চিত্র অংকন
- ০৯, ফেব্রুয়ারি , ২০২২
- বুধবার
আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি পেন্সিল দিয়ে একটি বিড়ালের চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
বিড়ালের চিত্র অংকন
Device: A20s
অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ।
- একটি পেন্সিল ও রাবার।
- একটি স্কেল।
- রঙিন পেন্সিল।
🥦ধাপ সমূহ🥦
ধাপ-১
- পেন্সিল দিয়ে প্রথমে বিড়ালের নাকের অংশ আঁকতে শুরু করলাম।
ধাপ-২
- তারপর মাথা ও কানের অংশ একে নিয়েছি।
ধাপ-৩
- চোখ ও মুখের অংশ আঁকতে শুরু করলাম।
ধাপ-৪
- তারপর বিড়ালের সামনের পা এর দুটি অংশ একে নিলাম।
ধাপ-৫
- তারপর বিড়ালের পেছনের পা ও লেজ একে নিয়েছি।
ধাপ-৬
- বিড়ালের মুখের ফোটা ফোটা দাগ একে নিয়েছি।
ধাপ-৭
- মুখের লম্বা লম্বা দাঁড়ি গুলো একে নিয়েছি।
ধাপ-৮
- লেজের বিভিন্ন জায়গায় চুলের অংশ অংশ অংকন করে নিয়েছি।
ধাপ-৯
- বিড়ালের সম্পূর্ণ চুলের অংশের অংকন এর কাজ শেষ করি।
ধাপ-১০
- তারপর বিড়ালের বুকের উপরের ছোট ছোট চুল একে নিয়েছি।
ধাপ-১১
- এভাবেই পেন্সিল দিয়ে অংকন এর কাজ শেষ করি।
ধাপ-১২
- এখন কালো কালির কলম দিয়ে চোখের মণি কালো করে নিতে হবে।
ধাপ-১৩
- চোখের মণি কলম দিয়ে কালো করে নেওয়ার কাজ শেষ করি।
ধাপ-১৪
- এভাবেই বিড়াল এর সম্পূর্ণ অংকন কাজ শেষ করি। আমার মাঝে মাঝে অংকন করতে খুবই ভালো লাগে। আশাকরি আমার অংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।
বাহ খুব সুন্দর করে পেন্সিল রং দিয়ে বিরালের চিত্র অংকন করেছেন। খুবই সুন্দর দেখাচ্ছে আপনার আর্টটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া পেন্সিলে আঁকা বিড়ালের চিত্রটি খুবই সুন্দর এঁকেছেন আপনি। পেন্সিল দিয়ে যেকোনো স্কেচ করলে তা দেখতে চমৎকার লাগে এবং নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করে খুব সহজেই সেগুলো আঁকা যায়। ধন্যবাদ আপনাকে আজকের সুন্দর এই চিত্রটি আমাদের কাছে উপস্থাপন করার জন্য ভাইয়া।
আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
ওয়াও ভাইয়া আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি বিড়ালের চিত্র অঙ্কন করেছেন। খুব নিখুঁতভাবে আপনি আর্টি সম্পূর্ণ করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু। ❤️❤️
বিড়ালের চিত্র অংকনটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতা সহকারে অত্যন্ত চমৎকারভাবে চিত্র অঙ্কনটি সম্পূর্ণ করেছেন। আপনার আর্টিস্টি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর আর্টিস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।
বাহ খুব সুন্দর করে পেন্সিল রং দিয়ে বিরালের চিত্র অংকন করেছেন। খুবই সুন্দর দেখাচ্ছে আপনার আর্টটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।
বাহ! পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি বিড়ালের চিত্রাংকন করেছেন তো, বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি ভালোভাবে অংকন করার ধন্যবাদ আপনাকে ভাই।
পেন্সিল দিয়ে বিড়ালের চিত্র অংকনটি অনেক সুন্দর হয়েছে। আপনার আর্টগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। সব সময় নতুন করার চেষ্টা করেন দেখছি। পেন্সিল দিয়ে বিড়ালের চিত্র অংকনটি ভালো উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি অসাধারণ ভাবে পেন্সিলের সাহায্যে একটি বিড়ালের চিত্রাঙ্কন করেছেন। আপনার বিড়ালের চিত্রাঙ্কন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি স্টেপ ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
পেন্সিল দিয়ে আকানো বিড়ালের চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি দক্ষতাও হাতের কারিগরি নির্মাতার মাধ্যমে ছবিটি সম্পূর্ণ করেছেন । তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে ভাই।
পেন্সিলের আচড়ে বিড়ালের ছবি অংকন। যা ছিল দারুণ অভিজ্ঞতার প্রতিফলন। সুন্দর
আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।
আসবেন।